। আমার পরিচিতিমুলক পোস্ট।

in আমার বাংলা ব্লগlast month (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ এর বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি ও ভালো আছি। আমি স্টিমিট প্লাটফর্মে একজন নতুন সদস্য। আমি স্টিমিটের যাত্রা আমার বাংলা ব্লগ কমিউনিটি দিয়ে শুরু করছি, সকলে আমার জন্য দোয়া এবং আশির্বাদ করবেন। আমি চেষ্টা করবো কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করার।

IMG_20240421_155016_518.jpg

"আমার ব্যক্তিগত পরিচয়:

আমার নাম মোছাঃ সামসুন্নাহার সুইটি মনি। আমার বাসা বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাহাপুর গ্ৰামে। আমার বাসায় মোট চারজন সদস্য। আমি আমার বাবার বড় সন্তান। আমি এখনো অবিবাহিত। আমরা এক ভাই এক বোন এবং মা বাবা নিয়ে আমার পরিবার গঠিত। আমার বাবা একজন চাকুরীজীবি এবং আমার মা একজন গ্ৰিহিনী।আর আমি একজন ছাত্রী।

IMG_20231209_162428_574.jpg

আমার শিক্ষাগত যোগ্যতা:

আমি ২০২৩ ব্যাচের একজন এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । আমি আসন্ন অনার্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আশা করছি খুবই অল্প সময়ের মধ্যে আমাদের উদ্বোধনী ক্লাস হবে। আমি পড়ালেখা করে অনেক দুর এগিয়ে যেতে চাই।আর আমি একজন মেয়ে হিসেবে স্বাবলম্বী হতে চাই। আশা করছি আমি খুবই তাড়াতাড়ি সফলতা অর্জন করবো।আর আমি লেখা পড়ার পাশাপাশি ট্রেইলার্স তথা দর্জির কাজ পারি। আমি সামনে আরো ভালো কিছু করতে চাই।

IMG-20230519-WA0005.jpg

আমার প্রিয় শখ:

আমার প্রিয় শখ হচ্ছে ভ্রমণ করা।সব সময় নতুন নতুন জায়গায় ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ।সময়‌ পেলেই আমি ঘুরতে বের হয়ে যাই। তাছাড়া ও আমার আরেকটি শখ হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেয়া, আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

IMG_20240412_191239_973.jpg

যার মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে আসি:

আমার কলেজের খুবই ঘনিষ্ঠ বন্ধু মোঃ রিয়াদ আমাকে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে অনেক ধারণা দেয়। আমি তার কথা শুনে এই প্লাটফর্মে কাজ করার অনেক বেশি আগ্ৰহ প্রকাশ করি ।সে আমাকে আরো অনেক কিছু বুঝায়।তার ইউজার নাম হলো @riyadx2 । আমি এই প্লাটফর্মের সকল প্রকার নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করবো। আমার জন্য সকলেই দোয়া এবং আশির্বাদ করবেন, যাতে করে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারি।আর আমি এই প্লাটফর্মে কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই।

সকলকে ধন্যবাদ।

Sort:  
Loading...
Loading...
 last month 

আমার বাংলা ব্ল কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনি খুবই সুন্দর ভাবে কাজ করবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67788.76
ETH 3783.67
USDT 1.00
SBD 3.52