ডুয়েট কবিতা আবৃত্তির ভিডিও চিত্র||~~



আসসালামু আলাইকুম/আদাব



কবি কন্ঠে কবিতা আবৃত্তির ভিডিও চিত্র -


IMG_20240513_085619.jpg

বন্ধুরা সবাইকে মা দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

IMG-20240414-WA0047~2.jpg


বন্ধুরা গতকাল ছিল মা দিবস। আর তাই পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই অবগত আছেন যে আমি এখন কলকাতায় অবস্থান করছি। ইতিমধ্যে আমরা তিন থেকে চারটি প্রোগ্রাম ও করেছি। গতকাল প্রোগ্রাম করেছি একটি প্রত্যন্ত এলাকায়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নানা প্রোগ্রামের আয়োজন চলছে কলকাতায়। আর কবি সাহিত্যিক শিল্পীরা রবীন্দ্র পক্ষ উদযাপন করছে। গতকাল আমরা কলকাতা থেকে হাওড়া স্টেশনে যাই। এরপর ট্রেনে করে হুগলি স্টেশনে নামে প্রোগ্রামস্থলে উপস্থিত হই। সেখানে তারা আমাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছিলেন।
এবং খুবই চমৎকার করে লেবুর শরবত খাইয়েছেন সবাইকে। এই প্রোগ্রামে আমাদেরকে যথেষ্ট সম্মানিত করা হয়েছে। প্রথমেই আমাদেরকে ব্যাচ পরিয়ে বরণ করা হয়েছে এরপর উত্তরীয় পরিয়ে। সেই সাথে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট ও প্রদান করেছেন। এই প্রোগ্রামে আমি এবং আলমগীর কবি হৃদয় ভাই একটি দ্বৈত কবিতা আবৃত্তি করি। আর সেই কবিতাটির ভিডিও চিত্র এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যাশা রাখছি আপনাদের মন্দ লাগবে না।

ছড়ার শিরোনাম "একটুকরো সুখ"
কলমে- আলমগীর কবীর হৃদয়
আবৃত্তি- সেলিনা সাথী ও আলমগীর কবীর হৃদয়

"আবৃত্তি'র ভিডিও"


🥀 কন্ঠ সেলিনা সাথী ও আলমগীর কবীর হৃদয়

🥀

ভিডিও

কবিতা লিরিক্স

একটুকরো সুখ

আলমগীর কবীর হৃদয়

(ছেলে)-এই যে শুনছেন,আপনাকেই বলছি।

(মেয়ে)-আচ্ছা বলুন

(ছেলে)-বলছিলাম আপনি না,খুব বিরক্তিকর একটা...।

(মেয়ে)-কি?কি,বলছেন?

(ছেলে)-হ্যাঁ,বড্ড বিরক্তিকর, দেখা হওয়ার পর থেকে
উইদাউট নোটিশে,শুধু মনে চলে আসেন।

(মেয়ে)-ওহ্ আচ্ছা,তাই। এবার বলুন কতোটা বিরক্ত করি?

(ছেলে)-অনেক অনেক বেশি, কথা নেই বার্তা নেই
হুটহাট ব্রেনের দখল নাও
তুমি ছাড়া তোমার ভাবনা ছাড়া
অন্য কিছুই ভাবেনা মন তখন
এই যাহ্ গুলিয়ে ফেললাম, আপনি থেকে তুমি বলছি...।

(মেয়ে)-তো,ক্ষতি কি? তুমি বলতে কি
আপনাকে কেউ নিষেধ করেছে?

(ছেলে)-না,কেউ নিষেধ করেনি-
আবার তুমি বলার অধিকারও তো দেয়নি কেউ
তুমি বলতে গেলে,বন্ধু হতে হয় অথবা ভালোবাসার মানুষ
কিংবা আপনজন অথবা প্রিয়জন হতে হয়।

(মেয়ে)-আহা...কতো কথা বলে রে- এই লোকটি
আচ্ছা,আপনার যেমনটা ডাকতে ইচ্ছে করে
যেমনটা ভাবতে ইচ্ছে করে, করুন না…।

(ছেলে)-এমন অনুমোদন পরে ফিরিয়ে নিবেন না তো?
তবে কিন্তু এক আকাশ বেদনার বৃষ্টি তে
চলার পথ রুদ্ধ হবে, উচ্ছ্বাস ময় জীবনে।

(মেয়ে)-ভাববেন না- ফিরিয়ে নেবো না কথা
বলবো না আর আপনিও আজ থেকে
তুমি তেই থাকবেন,আমার কাছে
যে তুমি অধিকার দেয়,ইচ্ছে মতো ভাবার
ইচ্ছে মতো আমাকে,তোমার মতো করে সাজাবার...।

(ছেলে)-কথা দিলে কিন্তু,মনে থাকবে তো।
তোমার মনে আছে?
বলেছিলে আপনি আমার জন্য এতোটা সময় দেন
আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ

(মেয়ে)-হুম, একদম মনে আছে,সে আর বলতে
তোমার অনেক কথার উত্তরে দু একটি কথা বলতাম
তবে ঐ কথাটি মন থেকেই বলেছিলাম
তুমি এক অদ্ভুত মানুষ
ক্ষণিক পরিচয়ের এই আমাকে মুগ্ধ করে ফেললে
মাঝে মধ্যে ভাবি জানো
তোমার আমার পথের দূরত্ব নেহায়েত কম নয়
তবুও কি অসিম ক্ষমতা তোমার,মন ছুঁয়ে গেলে।

(ছেলে)-কি জানি, মনটা তোমার ছুঁয়ে গেছি কিনা?
তবে সেদিন আমার উত্তর ছিলো-
"আপনার জন্য কিছুটা সময় আমার কাছে সারাদিনের ক্লান্তি ভোলার মতো..."
আজও তাই বলছি, বলে যাবো-
যতদিন দেহের মাঝে দমের ঘড়ি করবে উঠানামা
তোমাকে দেখতে পাওয়া, তোমাকে ভেবে চলা
তোমাকে আপন করে মনোমন্দিরে সাজিয়ে তোলা
আমার এক টুকরো সুখ, যে সুখের সন্ধান করে
মানবজীবন, জীবনের শুরু থেকে শেষাবধি।

(মেয়ে)-এমনভাবে বলোনা ঋণী হয়ে যাবো,যদি হতে না পারি তোমার সে সুখের কারণ...

বন্ধুরা আমার আজকের কবিতা আবৃত্তিটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তির ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব।

♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আবৃত্তির ভিডিও চিত্র

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

আপু আপনি অনেক সম্মানী একজন মানুষ। আর আপনার জায়গায় সব সময় অনেক সম্মানের। সত্যি আপু সবার কাছ থেকে ভালোবাসা পেয়ে আপনি একেবারে সিক্ত হয়ে গেছেন। অনেক ভালো লাগলো আপু কবিতা আবৃতি শুনে।

 19 days ago 

আমাদের কবিতা আবৃতি আপনার মনকে মুগ্ধ করতে পেরেছে,জেনে, খুশি হলাম। দোয়া করবেন আমার জন্য। আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।

 21 days ago 

একসাথে দুইজন মিলে কবিতা আবৃতি গান কভার আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি কবিতা আবৃতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপু আপনাদের এই সুন্দর আয়োজন দেখে।

 19 days ago 

অনেক আগে অনেক ডুয়েট গান কবিতা করতাম ইদানিং করা হয়ে ওঠে না। আমাদের ডুয়েট কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে যেন ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 21 days ago 

আপনার কবিতা আবৃত্তি আমার খুবই ভালো লাগে আপু। সেই জায়গায় গুগল কন্ঠে কবিতা আবৃত্তি করেছেন দেখে আরো ভালো লাগলো আমার। বেশ চমৎকার ছিল আপনাদের কবিতা আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 19 days ago 

খুবই চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। 🌹🌹

 20 days ago 

আসলে একটি মানুষের মধ্যে যে এত গুণ থাকে তা আপনাকে দেখলেই বোঝা যায় । যেমন আপনার কবিতা লেখা ও তেমনি অসাধারণ কবিতা আবৃত্তি। আসলে আপু আপনাকে দেখে অনেক নারীদের শেখা উচিত যে নারীরাও পারে অনেক উপরে উঠতে। অনেক দারুন আবৃত্তি করেছেন আপু। আর আপনার কবিতা আবৃত্তি বরাবরই অতুলনীয়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 19 days ago 

আমরা নারী জন্যই আমাদেরকে বেশি বেশি পারতেই হবে। এটাই স্বাভাবিক। এবং এটার জন্য ইচ্ছা শক্তি যথেষ্ট। সকল নারীদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা -ভালোবাসা -শ্রদ্ধা।

 20 days ago 

আপনার পোস্ট থেকে আগেই জেনেছিলাম আপনি কলকাতা যাচ্ছেন রবীন্দ্র জয়ন্তী উৎযাপন করতে। সেখানে আপনি বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আপনার ডুয়েট কবিতা আবৃত্তি টা বেশ চমৎকার ছিল আপু। ঐ কবির প্রশংসা করতেই হয়। কবিতা টা দারুণ লিখেছেন উনি। দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 19 days ago 

খুবই সুন্দর গঠনমূল্য মন্তব্য করে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়া। 🌹🌹

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68401.94
ETH 3807.69
USDT 1.00
SBD 3.52