লস মানেই শেষ নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং সেই কাজগুলোর মধ্যে এমন কিছু কাজ থাকে। যে কাজগুলোতে আমাদের খুব প্রফিট হয়না। কিংবা প্রফিট না হয়ে উলটো অনেক বেশি লস হয়ে যায়। মানুষ যখন কোনো কাজ করে তখন সেখানে লাভ-ক্ষতি দুটোই হতে পারে। এবং ক্ষতি মানে যে শুধুমাত্র টাকা দিয়েই ক্ষতি হয় তা কিন্তু নয়। বিভিন্ন ব্যাপারে ক্ষতি হতে পারে।

ধরুন, আমি একটা ব্যাখ্যা দেই। যেমন আমরা কোথাও বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ পেলাম এবং সেখানে আমরা শুরু থেকেই খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো করছি। কিন্তু এমন একটা মুহূর্ত আসতেই পারে।যেখানে হয়তো আমাদের পুরোপুরি কাজটা প্রায় শেষের দিকে হওয়া সত্ত্বেও আমাদের কাজটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সেটা হতে পারে অন্যের দোষে কিংবা নিজের দোষে।

কিন্তু সেই মুহূর্তে যদি আমরা আমাদের সব আশা হারিয়ে ফেলি এবং সেই কাজটা সেখানে বন্ধ করে দিই। তার মানে, কি দাঁড়ায়? তার মানে এটাই দাঁড়ায় যে, আমরা হেরে গিয়েছি। কিন্তু সেই জায়গায় যদি হার না মেনে আমরা যতটুকু সময় আছে, ততটুকু সময়ের মধ্যে আবার কাজটা নতুনভাবে শুরু করি। এবং যতটুকু সম্ভব ততটুকু শেষ করি। তাহলে দেখবেন যে আমাদের লস টা প্রথমে যতটুকু হয়েছিলো শেষে কিন্তু ততটা লস থাকবে না। এজন্যই আমার মতে একটা লস মানেই জীবনের সবকিছু শেষ নয়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 66304.34
ETH 2983.64
USDT 1.00
SBD 3.68