স্বরচিত কবিতা - " কবির ভালোবাসা প্রেমিকার তরে "

আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃকবির ভালোবাসা প্রেমিকার তরে

IMG-20240316-WA0000.jpg


মরি আমি তারে খুঁজে,
দিশেহারা এ মন কাঁদে।
পাবো কি তার দেখা,
হবে কি আমার প্রিয় কবিতাগুলোর পাতা।

কবিতার সে উক্তি,
তুমি জুড়ে মোর ভক্তি।
কবিতার সে ছন্দ,
এলোকেশীতে ডুবছি আমি,
তেমন কি আর মন্দ!

ভালোবাসা বুঝি একেই বলে,
রাণীরূপে তুমি আমার হৃদয়ে।
বিনিদ্রা যাপন তোমার ই তরে,
তুমি কি পড়েছ আমার কবিতা,
ছন্দে রূপান্তর, তুমি ময় মোর সবটা লেখনী জুড়ে।


মূলভাব

আমার কাছে মনে হয় সব প্রেমগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর প্রেম হয় কবিদের প্রেম। কারণ তারা লেখনীতে তার প্রেমিকার সম্পর্কে এতো সুন্দর ভাবে লেখাগুলোকে কিংবা সম্পর্ক গুলোকে কিংবা ভালোবাসাকে ফুঁটিয়ে তুলতে পারে।

যেটা অন্য সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। তারা তাদের কবিতার মধ্যে তার প্রেমিকার প্রতি যে কতোটা ভালোবাসা তাদের মনে রয়েছে। সেসব খুব সুন্দরভাবে প্রকাশ করে। তারা যে বিনিদ্রা যাপন করে তার প্রেমিকার তরে ভালোবাসাময় কবিতাগুলো লিখে, সেসব হয় খুব নিদারুণ । সেসব নিয়েই এ কবিতা।অর্থ্যাৎ একজন কবির তার প্রেমিকার প্রতি ভালোবাসার ছন্দ,ভালোবাসা ময় ছন্দ।
Sort:  
 12 days ago 

কবির ভালোবাসা প্রেমিকার তরে কবিতাটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে আপনি প্রেমিকার কিছু ভালোবাসার কথা তুলে ধরেছেন ।ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60463.70
ETH 2889.42
USDT 1.00
SBD 3.59