এসো নিজে করি || খুব সহজে পুড়ে যাওয়া ফ্যানের তার ও ক্যাপাসিটর পরিবর্তন

in আমার বাংলা ব্লগ26 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রচন্ড গরমের দিনে কিছুটা স্বস্তি পেতে আমরা রুমে রুমে ফ্যানের ব্যবস্থা করে থাকি। আর এই প্রচন্ড গরমের দিনে যদি ফ্যান হয়ে যায় নষ্ট তাহলে মাথায় কাজ করে না। তবে ফ্যান মেরামত বিষয়ে যদি আমাদের একটু দক্ষতা থাকে তাহলে খুব সহজে সে সমস্ত ফ্যানগুলো মেরামত করতে পারি এবং অন্যের শরণাপন্ন হওয়ার আশা করা লাগে না। ঠিক তেমনি দক্ষতা নিয়ে ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে সমাধান করে দেখাবো খুব সহজে। আসুন শিখে ফেলি কিভাবে এসি ফ্যানের কয়েলগুলোর তার পুড়ে বিচ্ছিন্ন হয়ে গেলে নতুন করে লাগাতে হয় এবং ক্যাপাসিটর নতুন লাগাতে হয়।


IMG_20240420_154324_4.jpg


ফটোগ্রাফি সমূহ:



প্রথমে নষ্ট ফ্যানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়ে আসলাম এবং আমার কার্যক্রম শুরু করার স্থানে বসলাম। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বেশ বিভিন্ন রকমের ফ্যান রয়েছে আমার সামনে। তবে প্রথমে আপনাদের মাঝে যে ফ্যানটা একটু মেরামত করে দেখানোর চেষ্টা ছিল তা হচ্ছে ঝাঁকা ফ্যান। মূলত ঝাকা ফ্যানগুলো মাঝেমধ্যে ঘুরতে চায় না জাম হয়ে যায়। তাই একটি ঝাঁকা ফ্যানের কি সমস্যা হয়েছে সেটা নির্ণয় করার জন্য রেডি হলাম।


IMG_20240420_142714_3.jpg

IMG_20240420_142518_708.jpg



প্রথমে ঝাঁকা ফ্যানের উপরের অংশ, এরপর কয়েলের বডির অংশ খুলে ফেললাম। যে সমস্ত নাটবোল্ট গুলো দিয়ে জয়েন করা ছিল সেগুলো নির্দিষ্ট একটি জায়গায় রাখলাম।


IMG_20240420_143010_8.jpg

IMG_20240420_142911_0.jpg



এরপর কয়েল খোলার পর লক্ষ্য করে দেখলাম, কয়েলের যে তিনটা তার রয়েছে সেই পর্যায়ে তারগুলো সব পুড়ে গেছে এবং ক্যাপাসিটর টা পুড়ে গেছে।


IMG_20240420_143707_7.jpg

IMG_20240420_143328_7.jpg



এদিকে নতুন তার সংযোগ করার জন্য, কয়েলটা ঠিক ঠাক ভাবে বাঁধার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন তা ম্যানেজ করে নিলাম। যেমন গ্রিজ, রাং, দেড় ক্যাপাসিটর, টাই ক্লাম, ফ্লাক্সিবল পাইপ সহ আরো অন্যান্য জিনিস।


IMG_20240420_142834_3.jpg

IMG_20240420_142815_8.jpg



এবার নির্দিষ্ট জিনিসগুলো সব একটি জায়গায় রাখলাম। যেন কাজ করতে সহজ হয়।


IMG_20240420_142620_8.jpg

IMG_20240420_143026_4.jpg



সিরিজ বোর্ড কারেন্টে দিলাম। এদিকে তাতালটা সিরিজ বোর্ডের কারেন্টে সংযোগ করলাম গরম করতে দেওয়ার জন্য। যতক্ষণ না সোল্ডারিং আয়রন অর্থাৎ তাতাল গরম হলো ততক্ষণ অপেক্ষা করলাম।


IMG_20240420_145623_9.jpg



তাতাল গরম হয়ে গেলে রাং এর সহযোগিতায় আগে ক্যাপাসিটার কোয়েলের সাথে লাগিয়ে নিলাম,তারপর তারগুলো একের পর এক লাগিয়ে নেওয়ার চেষ্টা করলাম।


IMG_20240420_150408_1.jpg

IMG_20240420_144726_0.jpg

IMG_20240420_144215_3.jpg

IMG_20240420_145154_9.jpg

IMG_20240420_145456_7.jpg



এবার ফ্লাক্সিবল পাইপ এরমধ্যে প্রত্যেকটা তার আলাদা আলাদা পরিয়ে দিলাম। টাই ক্লিপ দিয়ে পাশাপাশি আলাদা ভাবে কোয়েল গুলো বেঁধে দিলাম। আর এভাবেই পুড়ে যাওয়া অংশগুলো মেরামত করে নিলাম। এরপর যেভাবে সেটিংস খোলা হয়েছে ঠিক সেভাবেই সেটিং করে নিয়ে ফ্যানটা ব্যবহারের উপযুক্ত করে দিলাম। আর এরই মধ্য দিয়ে পুড়ে যাওয়া কয়েল ও ক্যাপাসিটর মেরামত করা সম্পন্ন হল। আশা করি ফটোগুলো দেখা ও বর্ণনা পড়ার মাধ্যমে আপনারা খুব সহজে শিখতে পারবেন।


IMG_20240420_150557_5.jpg

IMG_20240420_154325_7.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়ফ্যান মেরামত
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে নষ্ট বা পুড়ে যাওয়া ফ্যান এর তারও ক্যাপাসিটির পরিবর্তনের প্রক্রিয়া চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। সত্যি বলতে এরকম ইলেকট্রনিক্স এর কাজকর্ম দেখতে অনেক বেশি ভালো লাগে যদিও এরকম পোস্ট কমিউনিটিতে খুব একটা বেশি দেখা যায় না, তবে আপনার এই পোস্ট দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ পুরো ব্যাপারটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 24 days ago 

আমার মনে হয় এ বিষয়ে দক্ষতা কম হয়েছে সদস্যদের।

 26 days ago 

হাতের কাজ যারা থাকলে অনেক উপকারে আসে। খুব ভালোভাবে আপনি পুড়ে যাওয়া ফ্যানের তার এবং ক্যাপাসিটর পরিবর্তন করেছেন। আসলেই এই প্রচন্ড গরমে ফ্যান না হলে একদম চলা যায় না। আপনি বেশ দক্ষতার সাথে ফ্যানটি টিক করেছেন। এই ধরনের পোস্ট আমি সচারাচর দেখি না। মাধ্যমে এমন একটি পোস্ট দেখতে পেরে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 24 days ago 

হ্যাঁ ফ্যান না হলে যেমন চলে না তেমন নষ্ট হয় বেশ।

 24 days ago 

হুম সেটাই আর কি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70805.12
ETH 3799.35
USDT 1.00
SBD 3.43