সব অচেনা কে চিনতে যাওয়ায় বিপত্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কোনো একটা মানুষ দেখলেই পরিচিত হতে চাওয়ার অভ্যাস অনেক মানুষের মধ্যেই রয়েছে। এবং সেটা আসলে আগে খুব একটা খারাপ অভ্যাস হিসেবে বিবেচনা করা হতো না। কারণ আগে মানুষ আন্তরিকতা বেশি পছন্দ করতো এবং আগেকার মানুষজন একজনের প্রতি অন্যজন খুব বেশি আন্তরিক থাকতো। এবং শুধুমাত্র আন্তরিক থাকতো তা নয়। তাদের মাঝে আন্তরিকতার কোনো অভাব ও থাকতো না। এবং তাই রাস্তাঘাটে যেকোনো কারো সাথে সহজে পরিচিত হয়ে যেতে পারতো, যেটা এখন কোনোভাবেই সম্ভব নয়।

এটা আসলে বলার কারণ হলো। বর্তমান যুগে অপরিচিত কারো সাথে পরিচিত হতে যাওয়ার মতো ভয়ংকর ব্যাপার আমি মনে করি আর কিছু নেই। কারণ আজকালকার রাস্তাঘাটে কি পরিমান খারাপ মানুষ চলাচল করছে। সেটা হয়তো আমরা নিজেরাও জানিনা। এবং এবং তারা মানুষদেরকে কিভাবে টার্গেট করে, সেটাও আমরা বুঝতে পারি না।

আমি যদি নিজের একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। তাহলে বলবো যে একদিন বাসে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম এবং তখন বাসের একটা মাঝ বয়স্ক লোক আমার পুরোপুরি বায়োডাটাই নিয়ে ফেলছিলো এবং খুব সুন্দর ভাবে কথা বলছিলো।পরবর্তীতে আমি উনার কাছ থেকে উঠে সামনের দিকে চলে গিয়েছিলাম। কারণ আমি ততোক্ষণে বুঝতে পেরেছি যে, উনার মতলব মোটেও ভালো ছিলো না।

এখন আমি যদি সেই অবস্থায় সেই লোকটির সাথে আড্ডা দেওয়া শুরু করতাম তাহলে হয়তো সে কোনো খারাপ কিছু করতে পারতো কিংবা কোনো বিপদের সম্মুখীন হতে পারতাম। তাই সব সময় অচেনাকে চিনতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। সব অচেনা যে খারাপ মানুষ হয়,তা কিন্তু নয়। কিন্তু একেবারে সব অচেনার সাথে যে মিশতে হবে এমনটাও কোনো কথা নয়। তাই নিজের গন্ডিটাকে যতোটা ছোট রাখা যায়। মানুষ ততোটাই সেইফ থাকতে পারে।

এসব ক্ষেত্রে বেশি বিপদে পরে ছোট ছোট মেয়েরা। তাই ছোট ছোট বাচ্চাদের কখনোই একা কোথাও ছাড়া কোনোভাবেই উচিত নয়। কারণ চারপাশে কোথায় কোন খারাপ মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরা কেউই জানিনা।
Sort:  
 20 days ago 

রাস্তাঘাটে চলাফেরা করার সময় অপরিচিত কারো সাথে কথা না বলাই উত্তম। কারণ মানুষকে ফাঁদে ফেলার জন্য এখন বিভিন্ন ধরনের অভিনব পদ্ধতি বের করেছে প্রতারকরা। তাদের কৌশল গুলো যে কতোটা ভয়ংকর,সেটা আমরা কল্পনাও করতে পারি না। যাইহোক সবসময় সাবধানতার সাথে আমাদের চলাফেরা করা উচিত। নয়তোবা বিপদে পরতে সময় লাগবে না। যাইহোক এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68648.42
ETH 3813.42
USDT 1.00
SBD 3.48