আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০১ মার্চ ২০২৪

in #poetrylast month
আসসালামুআলাইকুম

s7.jpg

|

শেষ বিকেলের আলোর মায়ায়
মাতাল হাওয়ার বন্যা,
আকাশ জুড়ে গোধূলি আভায়
আমি কমলা-রাঙা কন্যা।

দুচোখ আমার খুঁজে তারে
যেজন সখা আমায় খোঁজে,
মনের আঙ্গিনায় রঙের খেলা
গোধূলি নিয়ে আসে সুখ বার্তা।

|
|-শুভ সন্ধ্যা 💫🧡🦋🌈|

s8.jpg

|

তুমি যদি দেখা না দাও
করো এমন হেলা,
কেমন করে কাটে বলো
আমার গ্রীষ্ম বেলা।

কথার ভিড়ে হারায় কথা
ব্যথার স্রোতে মন,
এমন ক্ষণে তোমায় এখন
বড্ড প্রয়োজন।

মনটা আমার মন বেঁধে আজ
তোমার পাশে জাগে,
তাই তো এখন তোমায় আরো
আপন আপন লাগে।

|
|-শুভ দুপুর 💛🤍💛|

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69412.19
ETH 3670.99
USDT 1.00
SBD 3.25