আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১০ মার্চ ২০২৪

in #poetrylast month
আসসালামুআলাইকুম

S9.jpg

|

চোখের জলে নদী হলে
হিসেব গুলো মিলিয়ে নিও,
বুকে ভীষণ কষ্ট হলে
একটু না হয় জিড়িয়ে নিও।

হঠাৎ ভীষণ ঝড় হলে
দমকা হাওয়া দখল নিলে,
একটু না হয় পিছিয়ে যেও
নিজেকে তুমি সামলে নিও।

চলতে জীবন কষ্ট হলে
সকল আশা নষ্ট হলে,
পৃথিবীটা লাগলে ছোটো
ঠাঁই নিয়ো এসে, আমার বুকে।

|
|-শুভ বিকেল🍃🌸❤️🦋💕|

S10.jpg

|

নদীর মতো বাঁধ দিয়েছ
সময়টা কে ধরতে চেয়ে,
সে থামে না প্রতিদিনই
নিয়ম করে যাচ্ছে বয়ে।

দু চার কথায় হয় নাকি শেষ
তাই তো সময় বাঁধতে চাই,
একটা দিনের বরাদ্দ শেষ
বাদবাকিটা কোথায় পাই?

নীরবতার খোলস ভেঙ্গে
একটু আরও এগিয়ে যায়,
অল্প সময়ও গল্প করায়
জীবন হয়ে যায় সুখময়।

|
|-শুভ সকাল |

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69527.27
ETH 3683.25
USDT 1.00
SBD 3.24