আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০২ মার্চ ২০২৪

in #poetrylast month
আসসালামুআলাইকুম

s9.jpg

|

ভালোবাসার গভীরে
দুটি প্রাণ যে দিশেহারা,
সাক্ষী আছে খোলা আকাশ
চন্দ্র, সূর্য ও তারা।

প্রিয় আমায় ভালোবেসে
রেখো তুমি বুকে,
কোমল পরশে তোমায় ছুঁয়ে
সৌরভ ছড়াবো সুখে।

তোমার প্রেমে মুগ্ধ আমি
হই যে সদা আকুল,
তোমার কাঁপা ঠোঁটের প্রেম ভাষায়
বুকে আমার ঝড় উঠুক।

|
|-শুভ রাত্রি ✨💙🌹💕💫💖|

s10.jpg

|

নীলিমা নদীজল আর তুমি
ঢেউয়ের দোলায় কি ভাবছো!
ফেলে আসা দিন স্মৃতিময় সময়
কখনও ভাসে আর ডোবে, জীবন অসময়।
পার ধরে হেঁটে চলেছো
ওপারে পাহাড় হাতছানি দিচ্ছে,
রঙবেরঙের স্বপ্নগুলো ঝরছে
তুমিও হারিয়ে যাচ্ছো, সন্ধ্যা নামছে!
ওপারে পাহাড় গহন অরণ্য
নীলিমা, তুমি শুধুই নির্বাক অনন্য।
|
|-শুভ রাত্রি ✨💙🌹💕💫💖|

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69420.53
ETH 3671.20
USDT 1.00
SBD 3.23