Incredible India monthly contest of May#1| My preferred profession.

in Incredible India26 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন।

সবার আগে ধন্যবাদ জানাই আমার কমিউনিটিকে যে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই পোষ্টের ব্যাখ্যা দেওয়া জন্য।

What is your preferred profession and why?

আসলে প্রত্যেকটা মানুষেরই একটা করে পছন্দের পেশা থাকে যেটা যেকোনো ধরনের কাজ কিংবা অন্য কোন পেশা বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে তার পছন্দের একটি পেশা অবশ্যই আছে কিন্তু সময়ের ক্ষেত্রে দেখা গেল নিজের পছন্দের পেশাগুলো দূরে সরে যায় এবং যে পেশাগুলো তার পছন্দ সেগুলো সে করতে পারে না।

Picsart_24-05-13_11-19-33-768.jpg

তাকে তার পছন্দের অন্য কোন পেশা খুঁজে নিতে হয়। জীবন জীবিকার নির্বাহের ক্ষেত্রে পেশা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি কোন দেশের সাথে জড়িত না থাকেন তাহলে আপনি বুঝবেন যে পেশা কতটা মূল্যবান একটি জিনিস।

যেমন আমার পছন্দের পেশা ছিল একটি সেটি আমার দ্বারাই করা সম্ভব হয় নাই এর কারণে আমাকে অন্য আরেকটি পেশা খুজে নিতে হয়েছে। এখন যেমন আমার পছন্দের পেশা হেয়ার কাট আমি আগে এই পেশাটা পছন্দ করতাম কিন্তু এখন আমার এই পেশাটা অনেক পছন্দ।

এবং যদি বলেন কিসের জন্য আপনার এটা এখন পছন্দ এখন এই পেশার দ্বারাই আমার সংসার চলে আমার ফ্যামিলি চলে যাবতীয় সবকিছুই আমার এই পেশার দ্বারাই চলছে। এক কথায় বলতে গেলে এই পেশার উপরেই আমার সবকিছু নির্ভর করে এর কারনে এই পেশাটাই আমার খুব পছন্দের পেশা এখন।

Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer.

আসলে এখানে সন্তুষ্ট না হওয়ার মতন কিছু নাই আমি অবশ্যই এই পেশার করে আমার ফ্যামিলি চালাচ্ছি এটাই আমার জন্য অনেক বেশি এবং আমি অবশ্যই এই কাজটি করে আমার মনকে কিংবা আমার আশেপাশের মানুষ আমার ফ্যামিলি সবারই সন্তুষ্ট পূরণ করতে পারছি এবং আমি নিজেও এই পেশার সাথে জড়িয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এবং আমি অনেক খুশি এই পেশার সাথে জড়িয়ে।

IMG_20240513_111234.jpg

আমি অনেক সন্তুষ্ট যে এই পেশাটি আমি নিজের মতন করে করতে পারি নিজের ইচ্ছামতন সবকিছুই করতে পারি এর কারনে এক কথায় আমি বলব আমি অবশ্যই নিজে মন প্রাণ থেকে এই কাজটিকে আমি আমার মনের সন্তুষ্ট বলে মনে করি।

Do you believe job satisfaction is equally essential to earning?

আমি অবশ্যই বিশ্বাস করি কাজের সন্তুষ্টির উপার্জনের সমানভাবে প্রয়োজনীয় আসলে কাজের সন্তুষ্টি বলতে কি বুঝায় আপনি যে কাজই করেন না কেন সেটা আপনার মন থেকে যদি আপনি করেন এবং তা থেকে যদি আপনার উপার্জন হয় তাহলে এখানে দোষের কিছু দেখি আমি। আপনি যদি সবচেয়ে নিচু মানের কাজও করেন তাহলে তাতে কোন সমস্যা নেই যদি তা থেকে আপনার উপার্জন হয় এবং সেই উপার্জন দিয়ে আপনার সব কিছু আপনি করতে পারছেন তাহলে কাজের সন্তুষ্টি এবং উপার্জন সমানভাবেই প্রয়োজনীয়।

What is your dream profession that you would like to pursue?

আমার স্বপ্নের পেশা একটি ছিল যেটা ব্যবসা করা আমি মনে মনে চেয়েছিলাম আমি যেহেতু গরিব ঘরের সন্তান আমি আস্তে আস্তে একটি একটি ভালো ব্যবসা শুরু করব এবং ওই ব্যবসা আমি আস্তে আস্তে অনেক সুন্দর একটি পজিশনে নিয়ে যাব এবং আমি যে ব্যবসাটি করব সে ব্যবসাটির ভিতরে যেন আমার নীতি এবং সত্যের পথে চলেই ব্যবসাটি আমি করতে পারি।

IMG_20240513_111357.jpg

কিন্তু আমি যে ব্যবসাটি মনে মনে ঠিক করে রেখেছিলাম সেটা আমার আর করা হয় নাই এখন আমি অন্য একটি ব্যবসা নিয়ে বসে আছি কিন্তু আমি যে ব্যবসাটি মনে মনে করতে চেয়েছিলাম সেটি এখনো আমি অনুসরণ করি। আসলে মানুষের মনে যেটা চাই সেটা বাদে যদি অন্য কোন কিছু চলে আসে তারপরও মনের আশাকে কখনো মেটানো যায় না আপনি যতই মনের বিরুদ্ধে একটি কাজ করেন না কেন আপনার মনে যেটা ছিল সেটা অবশ্যই আপনার মনের ভিতরে একবার হলেও নাড়াতে উঠবে।

ঠিক আমার যেমনটা হয় আমি যে ব্যবসা ঠিক করতে চেয়েছিলাম সে ব্যবসাটি আমি করতে পারলাম না কিন্তু আমি অন্য আরেকটি ব্যবসা করছি আমার যখন মন খারাপ হয় তখন আমার মনের ভিতরে যে ব্যবসাটি করার আশা ছিল সে ব্যবসাটিকে আমি খুবই অনুসরণ করি।

আজকে এই প্রতিযোগিতার পোস্টের ব্যাখ্যা কতটুকু দিতে পেরেছি সেটা আমি জানি না তারপরও আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 25 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে। আমি মনে করি কোন কাজই ছোট না। প্রতিটি কাজকেই সমান চোখে দেখা উচিত। সকল পেশার মানুষকে সম্মান দেওয়া উচিত। আমাদের সব ধরনের মানুষকেই দরকার হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

@remlaps1 thank you so much

 26 days ago 
  • আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

  • প্রতিটা পেশার মানুষেরই সমাজে প্রয়োজন রয়েছে তাই সকল পেশার মানুষকে সমান সম্মান ও ভালোবাসার চোখে দেখা উচিত। কোনো উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মী দুজনেই সমাজে কোনো না কোনো অবদান রাখে। আর প্রত্যেকেরই উচিত নিজ নিজ পেশাতে সন্তুষ্ট থাকা।

শুভকামনা রইল আপনার জন্য।

 26 days ago 

ধন্যবাদ আপনাকে

Loading...
 26 days ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্যে। আপনার স্বপ্নের পেশা এবং বর্তমান পেশা জেনে ভালো লাগলো। বর্তমান পেশাকে ঘীরে আপনার সবকিছু। আপনার পরিবার আপনার পেশার উপর নির্ভর করছে। তাই আপনি আপনার বর্তমান পেশাকে অনেক ভালোবাসেন। আপনার পেশার প্রতি রইলো আমার সম্মান ও ভালোবাসা।

আপনি ব্যবসায়ী হতে পারেননি। ভাই এটি নিয়ে আফসোস করার কিছু নেই। আপনার বর্তমান পেশা যদি আপনি সৎ ভাবে পরিচালনা করেন তাহলে অবশ্যই একদিন সফল হবেন। আপনার প্রতি রইলো দোয়া ও শুভকামনা।

 25 days ago 

Thank you so much

 23 days ago 

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
আপনার একটি পছন্দের পেশা ছিল যেটা আপনি করতে পারেন নাই। তবে বর্তমানে আপনার পেশা হেয়ার কাট। এই পেশার মাধ্যমে আপনার নিজের এবং আপনার পরিবারের চাহিদা পূরণ হচ্ছে তাই বর্তমানে এটাই আপনার পছন্দের পেশা। এই পেশাটা আপনার পছন্দের পেশা জেনে খুব ভালো লাগলো। সত্যি বলতে কাজ তো কাজই। যেকোনো কাজকেই যখন আপনি মনোযোগ দিয়ে ভালোবেসে করবেন তখন সেটাই সবচেয়ে সুন্দর হয়ে উঠে।
আপনার পছন্দের পেশা নিয়ে আপনার মতামত জেনে খুব ভালো লাগলো।
আপনি প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69460.45
ETH 3683.07
USDT 1.00
SBD 3.24