অন্যের কথায় কান দিতে নেই

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবসময়ই এই উক্তিটা শুনে আসলেও। আমি যদি ভুল না বলি। তাহলে বোধহয় এই উক্তিটা আমরা কেউই মানি না। কারণ আপনি যেই কাজ করতেই যান না কেনো। সেই কাজেই দেখবেন কেউ না কেউ বাধা সৃষ্টি করছে তাদের কথার মাধ্যমে। আমার কাছে মনে হয়, মানুষের জীবনের সবচেয়ে কঠিন যে বিষয়টা হ্যান্ডেল করতে হয়, সেটা হচ্ছে মানুষের কথা।

সেই সাথে পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র মনে হয় জিহ্বাকে। কারণ সেই জিহ্বার মাধ্যমেই মানুষ মাঝে মধ্যে এতো কটু কথা একজন আরেকজনকে বলে, যেটা চিন্তা করাও অসম্ভব। কারন আমরা হয়তো মানুষের কথায় কান দিতে চাই না। কিন্তু মানুষ মাঝেমধ্যে এমন এমন কিছু কথা বলে, তাও আবার এমন এমন জায়গায় বলে ফেলে। যেটা না শুনেও উপায় থাকে না।

কিন্তু আমাদের তাও মানুষের কথায় কান দিলে চলবে না। কারণ মানুষ না আপনাকে দুই পয়সা উপার্জন করে এনে দিবে আর না দুই বেলা আপনাকে খেতে দিবে। কিছু মানুষের কাজই হয় শুধুমাত্র অন্যকে কথা শোনানো। তাই জীবনে যদি সফল হতে হয়।তাহলে প্রথমেই যেই ব্যাপারটাকে উপেক্ষা করতে হবে। সেটা হলো মানুষের বাজে কথা। কারণ কিছু মানুষ সব সময় চায় নিজের কথার মাধ্যমে অন্যকে থামিয়ে দিতে চায়, যেটা মেনে নেওয়া একেবারেই চলবে না।

কারন আপনি যখনই অন্যের কথা শুনে নিজের কাজ থামিয়ে দিবেন। তখনই দেখবেন আপনার অধঃপতন শুরু হয়েছে। কারণ মানুষ কথা বলেই আপনার অধঃপতনের জন্য।
Sort:  
 last month 

প্রায় প্রতিটি মানুষের সফলতার পিছনে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে অন্যের কথা। কারণ কিছু কিছু মানুষ কারো ভালো দেখতে পারে না। কিন্তু যে বা যারা অন্যের কথায় কান না দিয়ে নিজের ফোকাস ঠিক রেখে কাজ করে গিয়েছে, তারাই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। সুতরাং অন্যের কথায় কখনোই কান দেওয়া যাবে না। তাহলে সফলতা অর্জন করা সম্ভব। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

পৃথিবীতে এরকম মানুষের অভাব নেই যারা প্রতিনিয়ত মানুষকে কটু কথা শোনায় এবং কারো উন্নতি দেখলে তাদের কটু কথার মাত্রা আরো বেড়ে যায়। এজন্য মূলত নিজেকে ঠিক রাখতে হবে। যাতে করে তাদের এই কটু কথায় নিজের টার্গেট থেকে বা নিজের প্ল্যান থেকে না সরে যাই। আর এদের কথা এমনিতেই এভয়েড করে চলতে হবে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69612.15
ETH 3677.89
USDT 1.00
SBD 3.30