ভোটের প্রস্তুতি। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৫শে বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | গ্রীষ্মকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000068408.png

Canva দিয়ে তৈরি



বাংলাদেশের প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে যার কারণে প্রথম ধাপের যে উপজেলা গুলো নির্ধারণ করা হয়েছে সেখানে নির্বাচনের পূর্ব প্রস্তুতি চলছে। যদিও নির্বাচন থেকে আমি অনেকটাই দূরে থাকি কারণ আমি সবসময় চাই ঝামেলা মুক্ত স্বাভাবিক একটা জীবন যাপন করতে তবে আজকের এই নির্বাচনী পূর্ব প্রস্তুতির পোস্ট শেয়ার করছি কোন নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে নয়। মূলত আমার বড় ভাইয়ের নির্বাচনের ডিউটি পড়েছে যার কারণে নির্বাচনের আগের দিন বিকেল বেলায় সেই কেন্দ্রে আমরা দুই ভাই গিয়েছিলাম। যারা নির্বাচনী পোলিং এজেন্ট থাকে তারা নির্বাচনের আগের দিন সেখানে অবস্থান করে এবং সেই কেন্দ্রের সার্বিক কিছু দেখাশোনা করে। যেহেতু ভাইয়ার বাড়ির পাশে কেন্দ্র তাই তিনি আর সেখানে রাত্রে থাকেননি শুধু দায়িত্বপ্রাপ্ত কলিগদের সাথে দেখা করে কিছু কাজ মিটিয়ে নিয়ে আসার জন্য সেখানে গিয়েছিল।

বিকেল বেলায় আমি যখন বাজারে আসলাম ভাইয়া তখন আমাকে ফোন করে বলল আমাদের এলাকায় যে মাদ্রাসা আছে সেখানে তার ডিউটি পড়েছে তাই তার ব্যক্তিগত কাজে সেখানে যেতে হবে তো আমিও বাজার থেকে আবার বাড়িতে ফিরে গেলাম এবং ভাইয়াকে নিয়ে কেন্দ্রে চলে গেলাম। গিয়ে দেখলাম সেখানে কিছু পুলিশ সদস্য আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন লোকজন অবস্থান করছে এবং যারা সেখানে দায়িত্ব পেয়েছে তারা নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত রয়েছে। ভাইয়া সেখানে গিয়ে সবার সাথে দেখা করে কিছু সময় কাজ গুলো দেখে আবার বাড়িতে চলে আসবে তবে তত সময় আমি তার সাথে থাকবো।



1000068310.jpg

1000068305.jpg

1000068306.jpg

1000068308.jpg

1000068309.jpg



বিভিন্ন প্রার্থীর পোস্টার দিয়ে কেন্দ্র টা সাজানো হয়েছে। ভোটকেন্দ্র গুলোতে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে পুরো কেন্দ্রটা সাজিয়ে রেখেছে যেন পর্যায়ক্রমে ভোটাররা মন মত প্রতীক নির্ধারণ করে ভোট প্রদান করতে পারে। সকাল হলেই তো নির্বাচন শুরু হয়ে যাবে অর্থাৎ জনগণ ভোট দেওয়া শুরু করবে। ভাইয়া যখন তার ডকুমেন্টস গুলা বের করছিল তখন সেই ডকুমেন্ট থেকে জানতে পারলাম এই কেন্দ্রে ২৫৩৮ টি ভোট আছে। ডকুমেন্টগুলো পর্যায়ক্রমে সেখানে রেখে ভোটের জন্য যে ব্যালেট বক্স গুলো উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে সেগুলো রেডি করছে। মূলত যারা পোলিং এজেন্ট থাকে তাদের দায়িত্ব থাকে ভোটের আগের দিন ব্যালেটবক্স গুলো যথাযথভাবে ঠিক করে রাখা তাছাড়া যারা পোলিং এজেন্টের দায়িত্ব নিবে তাদের উপজেলা থেকে ট্রেনিং দেওয়া হয়।



ভাইয়া যেহেতু এই কেন্দ্রের স্থানীয় তাই তাকে একটু বাড়তি দায়িত্ব নিতে হয়েছিল প্রয়োজনীয় কিছু কাজ তার কাঁধে পড়ে যার কারণে আমরা দুজন আবার পাশের বাজারে গিয়ে কিছু সরঞ্জাম কেনার বাকি ছিল সেগুলো কিনে এনে সেখানে কর্তব্যরত লোকগুলোর কাছে দিলাম আর তারা সে অনুসারে বাস খুটি গুলো দিয়ে ভোটারদের জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করছিল। মহিলা ভোটার এবং পুরুষ ভোটারদের জন্য আলাদা আলাদা লাইন করা হয় আর কিছু বাঁশের খুঁটি পুঁতে রেখে তার সাথে রশি লাগিয়ে সেই লাইনগুলো আগে থেকেই তৈরি করে রাখতে হয়। যে কাজগুলো সেখানকার দায়িত্বরত লোকগুলো করছিল, মূলত উক্ত মাদ্রাসার কয়েকজন লোক এই কাজগুলো করে দিয়েছিল। মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু সময় তাদের কাজ দেখলাম তবে ভাইয়া যেহেতু একটু কাজে ব্যস্ত ছিল তাই একা একা আর সেখানে মন লাগছিল না।



1000068311.jpg

1000068312.jpg

1000068313.jpg



রুমের ভিতরে ভাইয়া তার নিজের কাজগুলো কমপ্লিট করেছিল সেটা দেখে আমি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেলাম। ছোট ছেলেরা বারবার এসে কেন্দ্রের চারিপাশটা পোস্টার লাগিয়ে প্রতীকের প্রচারণার কাজ অব্যাহত রেখেছিল। এই এলাকাটা একদম নিরিবিলি আর গ্রামের অনেকটা ভেতরে হওয়ায় তেমন উন্নত নয় যার কারণে মানুষের আনাগোনা খুব একটা কম আবার মাদ্রাসায় তেমন ভালো কোন বিল্ডিংও নেই অনেকটা সাদামাটা টাইপের। তবে একদম পুরোপুরি গ্রামের ভেতরে হওয়ার কারণে এখানে সবুজ সৌন্দর্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে মানুষের ঘনত্ব অনেকটা কম হওয়ার কারণে হয়তো এমন সবুজ সৌন্দর্যটা সেখানে লক্ষ্য করা যায়। এলাকাটা পুরোপুরি নীরব কারণ জনসংখ্যার ঘনত্ব অনেকটা কম তাই যত সন্ধ্যা নেমে আসছে ততই নীরবতা বৃদ্ধি পাচ্ছে। তবে মাঝে মাঝে বিভিন্ন পুলিশ সহ বিজিবির গাড়ি আসার কারণে অনেকটা নির্বাচনী প্রচলন মনে হচ্ছিল।



কিছুক্ষণের মধ্যেই ভাইয়ার কাজ শেষ হয়ে গেল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে প্রায় কিছু সময়ের মধ্যেই হয়তো মাগরিবের আজান হবে তাই আমরা আর সেখানে দেরি না করে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিটা কেন্দ্রেই এভাবে নির্বাচনের পূর্ব প্রস্তুতি চলছে তাই তো নির্বাচনের পূর্ব উপস্থিতিটা কেমন হয় সেটা দেখার জন্যই ভাইয়ার সাথে কেন্দ্রে গিয়েছিলাম যার কারণে পোষ্টের টাইটেল ও সেই ভাবেই রেখেছি।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়মে,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 last month 

দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে মনে হচ্ছে ভোটের বেশ জমজমাট অবস্থা আপনাদের এলাকায়। তবে আমাদের এলাকায় ভোটের তেমন একটা প্রভাব নেই। যদিও আমাদের এলাকায় ভোট হবে আগামী একুশে মে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমিও আপনার মতোই ভাই। এইসব রাজনীতি নির্বাচন একেবারে এড়িয়ে চলি। আমার কাছে ঝামেলা মনে হয়। এবং এটার চেয়ে খারাপ কিছু আর নেই। সাধারণত যারা পোলিং এজেন্ট থাকে ভোটের আগের দিন তাদের বেশ কিছু কাজ থাকে। আপনার ভাই সেই কাজগুলোই করছিল। আপনার পোস্ট টা পড়ে ভালো লাগল। আমাদের উপজেলায় ভোট ২৩ তারিখে সম্ভব অর্থাৎ দ্বিতীয় ধাপে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69726.02
ETH 3711.17
USDT 1.00
SBD 3.23