মিশ্রিত সবজি রেসিপি ❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো নানান প্রকারের সবজি দিয়ে সবজি তরকারি রেসিপি।

IMG_20240508_224859.jpg

সবজি তরকারি ভীষণ সুস্বাদু একটি রেসিপি।নানান প্রকার সবজির মিশ্রিত তরকারি কে সবজি তরকারি বলে থাকি।এই সবজি তরকারি সব থেকে বেশি ভালো লাগে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে।অনেক প্রকার সবজির কারণে পুষ্টিকর হয়ে থাকে এই রেসিপিটি।
আজ আমি আপনাদের সাথে এই মজাদার সবজি রেসিপিটি ভাগ করে নেব।
আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20240428_114531.png

আলু
বেগুন
মিষ্টি কুমড়া
পটল
মূলা
ঝিঙ্গে
বরবটি
কাঁচকলা
ডাটা
পাঁচফোড়ন
আদা বাঁটা
জিরে বাটা
লবন
হলুদ
ভোজ্য তেল
পুঁইশাক

PhotoCollage_1715185875621.jpg

IMG_20240508_225244.jpg

প্রথম ধাপ

প্রথমে সব গুলো সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। মসলা বেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240508_223356.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তেল দিয়ে গরম করে নিয়েছি তাতে পাঁচফোড়ন দিয়েছি ও হালকা ভেজে নিয়েছি। এরপর সবজি গুলো দিয়েছি।

PhotoCollage_1715186245098.jpg

চতুর্থ ধাপ

এখন কড়ায়ে দেয়া সবজি গুলোতে লবন,হলুদ,কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে নারাচারা করে নিয়েছি।

PhotoCollage_1715186381253.jpg

পঞ্চম ধাপ

এখন পুঁইশাক দিয়েছি ও নারাচারা করে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ জল দিয়েছি ও সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি।

PhotoCollage_1715186533914.jpg

ষষ্ঠ ধাপ

সিদ্ধ হওয়া সবজিতে আদাও জিরাবাটা দিয়ে মিশিয়ে নিয়েছি ও আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।

PhotoCollage_1715186817229.jpg

পরিবেশন

IMG_20240508_224859.jpg

IMG_20240508_224844.jpg

IMG_20240508_224844.jpg

এই ছিলো আমার আজকের মজাদার সবজি রেসিপি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।ভালো থাকবেন সবাই।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240416_180305.jpg

Sort:  
 last month 

হালকা তেলে পরোটা ভেজে এই সবজি রেসিপি টা খেতে সবচেয়ে বেশি মজা লাগবে। অনেকগুলো সবজি মিশ্রিত করে মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় ছিল দিদি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

একদমই ঠিক বলেছেন হালকা তেলে ভাজা পরটা দিয়ে এই সবজি অসাধারণ খেতে হয়।

 last month 

কলা, মূলা, বরবটি, ডাটা কোনকিছুই বাদ ছিল না দেখছি। এইরকম সব কিছু দিয়ে যদি মিক্সড সবজি তৈরি করা যায় তাহলে অনেক সুস্বাদু লাগে। এবং এটা অনেক পুষ্টিকর। মিক্সড সবজি রেসিপি টা বেশ চমৎকার ছিল আপু। অনেক সুন্দর উপস্থাপন করেছেন রেসিপি টার প্রতিটা ধাপ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

বাহ আপনি তো অনেকগুলো সবজি দিয়ে চমৎকার রেসিপি করেছেন।মিশ্রিত এই রেসিপি গুলো খেতে বেশ ভালোই লাগে। আসলে সব সময় মাছ মাংস খেতে তেমন ভালোই লাগে না। আর এই ধরনের মিশ্রিত রেসিপিগুলো দিয়ে রুটি খেতে বেশ মজা লাগে। খুব সুন্দর করে মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ আপনি তো খুব মজার রেসিপি করেছেন। আপনি অনেকগুলো সবজির সমন্বয়ে মজাদার রেসিপি বানিয়েছেন। তবে মাঝেমধ্যে এই ধরনের রেসিপি খেলে খুব মজা লাগে। আমি নিজেও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মিশ্রিত রেসিপি করি। আর এ ধরনের রেসিপির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last month 

সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন একটু হলেও সবজি খাওয়া। আপনি মিশ্রিত সবজির দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি টি দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 29 days ago 

এই মিক্স সবজি আমার খুবই পছন্দের। অনেক খাবার আয়োজন এর মধ্যে যদি মিক্স সবজি থাকে তাহলে আমার কোন খাবারের দিকে চোখ পড়ে না শুধুমাত্র মিক্স সবজি দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেলি। বেশ কয়েক প্রকার সবজির সমন্বয়ে সুন্দর একটি রেসিপি রান্না করেছেন আপু। যা দেখতে বেশ লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ মিক্স সবজির দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.12
JST 0.030
BTC 69699.33
ETH 3706.73
USDT 1.00
SBD 3.27