X দিয়ে গাছের ডালে বসে থাকা দুটি সঙ্গী পাখি আর্ট।

in আমার বাংলা ব্লগ25 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো গাছের ডালে বসে গল্প করা দুটো সঙ্গি পাখির আর্ট।

PhotoCollage_1715666111886.jpg

IMG_20240514_114434.jpg

কি অবাক হচ্ছেন যে পাখি আবার গল্প করে। হ্যাঁ পাখিরাও গল্প করে।ওদের কিচিরমিচির কথার মাধ্যমে গল্প করে ওরা।ওদের গল্প ওরাই বোঝে আমাদের মতো মানুষের সাধ্য নেই তা বোঝার।
কমিউনিতে সবাই দক্ষতার সাথে সুন্দর সুন্দর পেইন্টিং ও আর্ট করে থাকেন। আমি সেগুলো মুগ্ধ হয়ে দেখি এবং অনুপ্রাণিত হই।আর সেজন্যই বলতে পারেন টুকিটাকি আর্ট করা।এভাবে আর্ট করতে করতে আমিও একদিন অনেক সুন্দর করে আর্ট করবো ও আপনাদের সামনে উপস্থাপন করবো এই বিশ্বাস আছে নিজের প্রতি।
আজকে আমি ইংরেজির x অক্ষর দিয়ে গাছের ডালে বসে গল্প করা পাখি আর্ট করবো এবং আপনাদের সাথে ভাগ করে নেব।
আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো চলুন দেখা যাক কেমন করে আর্ট করলাম পাখি দুটো

IMG_20240510_205303.png

পেন্সিল
রং পেন্সিল
রাবার
খাতা

প্রথম ধাপ

প্রথমে একটি সাদা খাতা নিয়েছি ও ইংরেজি অক্ষর Xলিখেছি। ডাবল X লিখেছি।

PhotoCollage_1715663308520.jpg

দ্বিতীয় ধাপ

এক্স এর নিচের মাথা গুলো পেন্সিল দিয়ে বন্ধ করে দিয়েছি।

InShot_20240514_111402351.jpg

তৃতীয় ধাপ

এখন পাখি দুটোর লেজ বানিয়েছি পেন্সিলের সাহায্যে।লেজে তিনটা লম্বা দাগ কেটে নিয়েছি। নিচের অংশ টুকু কালো করে নিয়েছি পেন্সিল দিয়ে।

PhotoCollage_1715663926497.jpg

চতুর্থ ধাপ

এখন পাখির লেজটি গোলাপি কালার করে নিয়েছি।

PhotoCollage_1715664065615.jpg

পঞ্চম ধাপ

এখন পাখির পাখনা আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1715664241892.jpg

ষষ্ঠ ধাপ

এখন পাখির মাথা বানিয়েছি ও পাখনা দুটো কালার করে নিয়েছি। এক্স এর নিচে গাছের ডাল বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1715665094948.jpg

PhotoCollage_1715664380872.jpg

সপ্তম ধাপ

এখন পাখির পাখি দুটোর ঠোঁট ও চোখ বানিয়েছি ও ঠোঁট দুটো কালার করে নিয়েছি।

PhotoCollage_1715664659545.jpg

অষ্টম ধাপ

এখন পাখির মাথাটি কালার করে নিয়েছি ও গাছের ডাল টি কালার করে নিয়েছি।

PhotoCollage_1715664913045.jpg

নবম ধাপ

পুরা পাখিটি কালার হয়ে গেছে পুরাপুরি ভাবে পাখিটি বানানো হয়ে গেছে।

PhotoCollage_1715665345709.jpg

পাখির ফাইনাল লুক

PhotoCollage_1715666111886.jpg

InShot_20240514_115628062.jpg

IMG_20240514_115740.jpg
এই ছিলো আমার আজকের গাছের ডালে আসে থাকা পাখির আর্ট করার চেষ্টা। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240510_205312.jpg

Sort:  
 25 days ago 

আপু আপনি দেখছি ইংরেজি অক্ষর এক্স দিয়ে। খুবই সহজভাবে একটি পাখির আর্ট করে ফেললেন। আসলে আপনার এই পাখির আর্টটি দারুন লাগছে। এছাড়াও পাখি দুইটি একসাথে একটি ডালে বসে আছে দেখেও বেশ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে ইংরেজি অক্ষর দিয়ে পাখি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 25 days ago 

ইংরেজি অক্ষর দিয়ে খুবই সুন্দর দুটো পাখি গাছের ডালে বসে থাকার একটি সুন্দর আর্ট আমাদের কে উপহার দিয়েছেন। আপনি একদম সুন্দর ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন। আপনার আর্ট করা পাখির দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিন্ন কয়েকটি কালার ব্যবহার করার জন্য আপনার আর্ট টি একটু বেশি সুন্দর লাগছে।

 25 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 25 days ago 

এক্স দিয়ে খুবই চমৎকার দুইটি পাখির চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার অংকন করা চিত্রটি দেখে অসম্ভব ভালো লাগলো। খুবই নিখুঁতভাবে চিত্রটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 24 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 25 days ago 

কমিউনিটিতে সকলের এরকম সুন্দর সুন্দর অংকন দেখে অবশেষে আপনিও অংকন করার সিদ্ধান্ত নিয়েছেন জেনে ভালো লাগল। ইংরেজি বর্ণমালা দিয়ে দারুন ভাবে দুটি পাখির অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে রং ব্যবহার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত এত চমৎকার একটা অংকন আমাদের মধ্যে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 24 days ago 

হ্যাঁ ভাইয়া কমিউনিটির সুন্দর সুন্দর অংকন দেখে আমিও অংকন করার সিদ্ধান্ত নিয়েছি ও অংকন করে আপনাদের সাথে ভাগ করে নিয়েছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 25 days ago (edited)

ইংরেজি অক্ষর দিয়ে ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। দুটি সঙ্গী পাখি আর্ট এক সাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে। রং করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এধরনের আর্ট গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। এভাবে প্রতি সপ্তাহে আর্ট করার চেষ্টা করুন। সামনে আরো ভালো করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপু।

 24 days ago 

ঠিক বলেছেন ভাইয়া এভাবে প্রতি সপ্তাহে এখন থেকে আর্ট করার চেষ্টা করব। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

অক্ষর দিয়ে এ ধরনের আর্ট গুলো করতে আমারও ভালো লাগে। আমিও কিছুদিন আগে Y অক্ষর দিয়ে এমন দুটো লাভ বার্ড একেঁছিলাম। আপনার আর্টটি দেখে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ অক্ষর দিয়ে সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 24 days ago 

হ্যাঁ আপনার ওয়াই অক্ষর দিয়ে লাভ পার্টি অসাধারণ সুন্দর হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 25 days ago 

X অক্ষর দিয়ে ডালে বসে থাকার দুটি পাখির খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকন আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। অংকনের ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

 25 days ago 

খুব সুন্দর মন্তব্য করে উসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 25 days ago 

X দিয়ে গাছের ডালে বসে থাকা দুটি সঙ্গী পাখি দেখতে আমার সাথে ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার হাতের অংকন বেশ সুন্দর। কালার কম্বিনেশনটি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজগুলি আমার ভীষণ ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 24 days ago 

আমার অংকন টি আপনার ভালো লেগেছে জন্য ধন্যবাদ।

 25 days ago 

আপনার আইডিয়া দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ইংরেজি x অক্ষর দিয়ে খুব সুন্দর দুটি সঙ্গী পাখি আর্ট করেছেন। তবে পাখি দুটি যেভাবে আর্ট করেছেন মনে হয় ভালোবাসার সুখের স্বর্গে বসে রইল। তবে এই আর্ট করতে আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

হ্যাঁ আপু সময় তো একটু লাগে অঙ্কন। সত্যিই ভালোবাসায় সুখের স্বর্গেই যেন বসে আছে পাখি দুট। ভালো বাসার বহিঃপ্রকাশ করছে কে অন্যের সঙ্গে।

 25 days ago 

অনেক সুন্দর পাখির আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। ইংরেজি লেটার দিয়ে এত সুন্দর সুন্দর ছবি অংকন করা যায় সেটা আমি জানি কিন্তু নিজের তেমন ভাবে অঙ্কন করতে জানিনা। অনেক সুন্দর হয়েছে আপু।

 24 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69384.14
ETH 3682.82
USDT 1.00
SBD 3.31