চেষ্টা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে পৃথিবীতে চেষ্টা ছাড়া কোন কিছুই কখনো সম্ভব হয় না। আপনি যদি মনে করেন যে বিনা চেষ্টায় কোন কাজ হয়ে যাবে তাহলে সেটি কিন্তু ভুল। আসলে চেষ্টা ছাড়া আপনি সামনের দিকে এক মুহূর্ত এগিয়ে যেতে পারবেন না। আসলে সকলের কঠোর পরিশ্রম করার মত সৎ মন মানসিকতা কখনো থাকে না। এছাড়াও কোন কাজ প্রথমে যেমন করার জন্য চেষ্টার দরকার তেমনি সেই কাজের চাহিদাও জীবনে থাকতে হবে। আসলে জীবনটা যদি সুখের হয় তাহলে মানুষের কাজের চেষ্টা অনেক দুর্বল হয়ে যায়।



অর্থাৎ যারা সুখে শান্তিতে দিন যাপন করে তাদেরকে তেমন একটা বেশি কাজ করতে হয় না। কারণ তাদের প্রয়োজনীয় জিনিস তারা বিনা চেষ্টাতেই পেয়ে যায় প্রচুর অর্থের বিনিময়ে। আর যাদের জীবনে অভাব থেকে শুরু হয় তারা সব সময় প্রতিনিয়ত চেষ্টা করে যে তাদের জীবনকে কি করে একটু ভালো রাখা যায় এবং কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আসলে চেষ্টার দ্বারা এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। আর এই চেষ্টার জন্যই মানুষ একদম গরিব থেকে ধনীতে পরিণত হতে কখনোই সময় লাগে না। কারণ এই পৃথিবীতে এমন কিছু নেই যা কঠোর চেষ্টার দ্বারা সম্ভব হয় না।



আসলে চেষ্টা যদি সবসময় মানুষের সৎ হয় তাহলে মানুষকে কখনো কোন বাঁধা আটকে রাখতে পারবে না। আসলে এই পৃথিবীতে চেষ্টা দ্বারা মানুষ অনেকেই রয়েছে যাদেরকে সবাই মনে রাখে। কারণ আপনি যদি চেষ্টা না করে ঘরে বসে থাকেন তাহলে কোন কাজ কখনো সম্ভব হবে না। আপনাকে ঘর থেকে বেরিয়ে এসে কাজ করার জন্য মন-মানসিকতা তৈরি করতে হবে এবং একই সাথে সেই কাজ সমাধান করার জন্য চেষ্টায় লেগে থাকতে হবে। আর কোন কঠিন কাজ চেষ্টা করতে করতে একসময় সেই কাজ সহজ হয়ে যায় এবং সেই কাজ আমাদের কাছে সমাধান হয়ে যায়।


চেষ্টা


জীবন যুদ্ধে লড়তে হবে,

কখনো হার মানা যাবে না।

সবাই তোমাকে বাহবা দেবে,

পরাজিত হলে পাবে না।


মনোবল অটুট রাখতে হবে,

চেষ্টা ছাড়া কখনো হবেনা।

সকল কাজ সহজ হবে,

চেষ্টায় ত্রুটি থাকলে হবে না।


জন্ম থেকে যুদ্ধ শুরু হয়,

মৃত্যুর মাঝে যুদ্ধের শেষ পরিণতি।

এই মাঝের সময়টুকুতে করতে হবে,

কঠোর পরিশ্রম আর জীবনের উন্নতি।


কাজে মনোবল যদি দুর্বল হয়,

সে কাজের শুরুতে থমকে যাবে।

সকল কাজের চেষ্টা করতে হবে,

তাহলে সকল কাজই দেখবে হয়ে যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 29 days ago 

কথাটা সত্য আপনি যদি জীবন যুদ্ধে সফল হন তাহলে সবাই আপনার পাশে থাকবে তবে যদি হেরে যান তখন আপন মানুষগুলোও আপনাকে ছেড়ে চলে যাবে। বাস্তব কেন্দ্রিক কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

Please vote me

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69681.57
ETH 3699.44
USDT 1.00
SBD 3.25