আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ16 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0685.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। এ বছর এটি আমার বাগানের প্রথম ফুলের ফটোগ্রাফি পোস্ট। আসলে এখানকার আবহাওয়া এখনো ঠিক হয়নি। ঠান্ডা পূর্বের মতই রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রী। বাংলাদেশে যখন বৃষ্টির জন্য হাহাকার, আর এখানে আমাদের একটানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাসায় বীজ থেকে কতগুলো চারা বানিয়েছিলাম।সেগুলোর মধ্য থেকে অনেকগুলো চারা যথেষ্ট বড় হয়েছে, কিন্তু ওয়েদার খারাপের কারণে বাগানে নিতে পারছি না।জানি না কখন ওয়েদার ঠিক হবে? যাইহোক এর আগে কতগুলো ফুলের চারা কিনে এনেছিলাম যা আপনাদের সাথে একটি পোস্টে শেয়ার করেছিলাম। আজ সে সকল ফুলের গাছ সহ আমার বাগানের আরো কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_0084.jpeg

এটি হাইড্রেনজিয়া। আমার বাগানে নীল রঙের একটি হাইড্রেনজিয়া রয়েছে, আর এটি গোলাপি রঙের।এই গাছটি নতুন আনা হয়েছে বাগানে।

IMG_0081.jpeg

IMG_0080.jpeg

IMG_0082.jpeg

উপরের তিনটি জিরানিয়াম। প্রতিবছরই আমার বাগানে এই ফুলের গাছগুলো আনা হয়।কিন্তু সমস্যা হল এই গাছগুলো শীতের সিজনে মারা যায়।

IMG_0592.jpeg

IMG_0593.jpeg

IMG_0594.jpeg

উপরের ফুলগুলোর নাম প্রায়মুলা।হাজবেন্ড যখন এই চারাগুলো কিনে এনেছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন এগুলো বাগানে রয়েছে।

IMG_0595.jpeg

IMG_0596.jpeg

IMG_0597.jpeg

IMG_0598.jpeg

উপরের ফুলগুলো বলতে পারবেন কোন গাছের? হ্যাঁ বন্ধুরা এটি আপেল গাছ।৪ টি আপেল গাছ রয়েছে বাগানে। একটি ছাড়া সবগুলোতেই ফুল এসেছে। খুবই চমৎকার লাগছে দেখতে।

IMG_0599.jpeg

IMG_0600.jpeg

উপরের গাছ দুটি পেয়ার গাছ। মোট দুটি পেয়ারের গাছ রয়েছে আমার বাগানে। দেখুন ছোট ছোট পেয়ার অলরেডি ধরে রয়েছে।

IMG_0604.jpeg

IMG_0605.jpeg

IMG_0608.jpeg

IMG_0609.jpeg

উপরের ফুল গুলো চেরি গাছের। মোট দুটি চেরি গাছ রয়েছে বাগানে। খুবই চমৎকার লাগে এ গাছের ফুলগুলো।

IMG_0610.jpeg

এটি পিয়ার গাছ।

IMG_0611.jpeg

এটি ফিগ বা ত্বীন ফল গাছ। অলরেডি ফল ধরে রয়েছে।

IMG_0612.jpeg

IMG_0614.jpeg

উপরের ফুল দুটির নাম জানি না।

IMG_0615.jpeg

এগুলো স্ট্রবেরি গাছ। দেখুন হাজবেন্ড কত সুন্দর করে তেলের বোতল কেটে তার মধ্যে গাছগুলো লাগিয়েছে। পরবর্তীতে যখন বাগানে ডেকোরেশন করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_0653.jpeg

IMG_0652.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

আপনার বাগানের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে আপেল গাছে চারটি আপেল ধরেছে এই ফটোগ্রাফিটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আমার মনে হয় এটাই আমি প্রথম আপেল গাছের দেখতে পেলাম।

 15 days ago 

আপনাদের আবহাওয়া ঠান্ডা কিন্তু বাংলাদেশের আবহাওয়া এতটাই গরম যে মানুষ, পশুপাখি, গাছপালা সব কিছুই অস্থির হয়ে পড়ছে। সবাই বৃষ্টির জন্য হাহাকার করছে। যাইহোক,আপনার বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপু। ফুলগুলো অনেক সতেজ লাগছে দেখতে।

 15 days ago 

আমাদের এখানে যখন ৪২-৪৩ তাপমাত্রা আপনার ওখানে ৮ ডিগ্রি কি দারুন।

আপনার ফুল বাগানে দেখছি অনেক রকমের ফুল রয়েছে সব গুলো ফুল দেখতেই অনেক সুন্দর লাগছে আর অনেক সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 15 days ago 

যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি না হয়ে আপনাদের ওইখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি যে উপকার হত। যাই হোক আপু বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। নতুন নতুন অনেকগুলো ফুল দেখতে পেলাম। আমার কাছে তো ফল গাছের ফুলগুলোই বেশি সুন্দর লাগছে। বিশেষ করে চেরি গাছের ফুলগুলো অসম্ভব সুন্দর।

 15 days ago 

আপনার বাগানে তো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আপু। এত সুন্দর সব ফুল গুলো দেখে যেন মন জুড়িয়ে গেল। এখানে যে সমস্ত ফুলগুলো আপনি শেয়ার করেছেন আপনার বাগান থেকে আমি কিন্তু খুব অল্প সংখ্যক ফুল চিনতাম। নতুন নতুন ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আমার।

 15 days ago 

শুনে অনেক ভালো লাগলো আপু আমাদের এদিকে বৃষ্টির জন্য চারদিকে খা খা করছে। আপনাদের ওদিকে বৃষ্টিতে চারিদিক ভরপুর। আপনার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন আপু । আসলেই আপনার বাগানের ফুল গুলো অনেক চমৎকার ।হাইড্রেনজিয়া ফুলটি দেখতে আসলে অনেক চমৎকার লাগলো আপু।

 15 days ago 

ইশ আপু আপনাদের আবহাওয়ার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশেও যদি এমন বৃষ্টি হতো,এত এত গরম পরেছে যার জন্য অতিষ্ঠ সবাই।যাই হোক আপু সবগুলো ফুলেই অসাধারণ। এত এত সুন্দর কালার, বাগানে সবগুলো একসাথে ফুুটলে না জানি কত সুন্দর লাগে।তবে আমার কাছে বেশি ভালো লেগেছে
হাইড্রেনজিয়া আর আপেল ফুলের কালার টা।সবমিলিয়ে অসাধারণ। ধন্যবাদ

 15 days ago 

বর্তমান সময়ে সব জায়গায় আবহাওয়া খুব খারাপ। আপু আপনার বাগানে তো অনেক ফুলের গ ছ রয়েছে। আপনার বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভিন্ন রকম কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।

 15 days ago 

কি বলেন আপু এসব? যেখানে আমাদের দেশে তাপমাত্র ৪০-৫০। সেখানে মাত্র তাপমাত্রা ০৮ডিগ্রী? আমার তো মাথায় হাত। আবার নাকি প্রতিনিয়ত বৃষ্টি হচেছ একটানা। যাই হোক সেই ছোট গাছ গুলো আজ এত বড় হয়ে গেল। বাগানের এত সুন্দর ফটোগ্রাফি দেখে তো আপু মুগ্ধ হয়ে গেলাম।

 15 days ago 

মনে হলো বেশ সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করলাম, সবগুলো ফুলই সুন্দর ও আকর্ষণীয় ছিলো তবে আমার কাছে বেশী ভালো লেগেছে চেরি গাছের ফুলগুলো, দারুণ মুগ্ধকর কিছু মনে হয়েছে। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 63096.57
ETH 2954.05
USDT 1.00
SBD 3.55