অসভ্যতার ছড়াছড়ি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজটা দিনদিন যেনো রসাতলের মধ্যে ডুবেই যাচ্ছে। আর এমনভাবে ডুবছে যে তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়াটা ও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের এখন যেদিকে চোখ যায়, সেদিকেই শুধুমাত্র অসভ্যতাই দেখতে পাই এবং পুরো বলা যায় অসভ্যতা ছড়াছড়ি আমাদের পুরো সমাজটাতে।

এই সমাজটাকে ঘিরে কত মানুষ কত স্বপ্ন দেখে, এই সমাজটাকে কতো কল্পনা করেই কিন্তু আজকের এই অবস্থায় আনা হয়েছে। কিন্তু একদল এমন মানুষ তৈরি হয়েছে, যারা অসভ্যতাটাকেই সভ্যতার নিদর্শন হিসেবে পেশ করছে।

এবং কোনটা অসভ্যতা এবং কোনটা সভ্যতা সেটা একেবারে জগাখিচুড়ি করে ফেলছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই। তবে আগে কেউ কখনো গুরুজনের সামনে পরলে অবশ্যই তাকে সালাম দিতো কিংবা প্রণাম করতো। কিন্তু এখন যতো দিন যাচ্ছে, ততোই সালাম কিংবা প্রণাম জিনিসটাকে ব্যাকডেটেড হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এবং বড়দেরকে যে সম্মান করতে হয় সেটা উঠে যাচ্ছে। অর্থ্যাৎ সভ্যতা ঘুচিয়ে ফেলাকেই আপডেটেড কান্ট্রি হিসেবে ধরে নেওয়া হচ্ছে।আর আজকাল আসলে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু অসভ্যতাটাই দেখি। তাই নয় কি?
Sort:  
 last month 

অসভ্যতার আড়ালে সভ্যতা হারিয়ে যাচ্ছে। আর আপনি একদম যথাযথ বলেছেন একটা সময় মানুষ বড় ছোট সবার মাঝে অন্যরকম শ্রদ্ধাশৃঙ্খলা ছিল। কিন্তু এখন সেগুলো উঠে যাচ্ছে এবং সবাই আপডেট হচ্ছে। আর আপডেট মানেই অসভ্যতার ছড়াছড়ি। খুব ভালো লাগলো বিষয়টি পড়ে ধন্যবাদ।

 last month 

বর্তমানে ডিজিটাল বাংলাদেশের আপডেটেড তরুণদের মধ্যে সবচেয়ে বেশি অসভ্যতা দেখা যায়। তারা বড়দেরকে তো শ্রদ্ধা করেই না,বরং বড়দের সামনে সিগারেট খেতেও দ্বিধাবোধ করে না। আমরা ছোটবেলায় মুরুব্বিদের সালাম দিতাম, এমনকি এখনো দেই। কিন্তু এখনকার ছেলেরা রাস্তায় মুরুব্বিদের দেখলেও সালাম না দিয়ে সোজা হেঁটে চলে যায়। মোটকথা আধুনিকতার ছোঁয়ায় ইয়াং জেনারেশন একেবারেই বেয়াদব হয়ে গিয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69647.78
ETH 3689.98
USDT 1.00
SBD 3.23