আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৭ মার্চ ২০২৪

in #poetrylast month (edited)
আসসালামুআলাইকুম

S3.jpg

|

নতুন দিনের প্রচ্ছদে আবার
এলো নতুন সকাল,
অনেক আশায়, অনেক স্বপ্নে
মনকে দেয় আনন্দের জোগান।

কলহ-বিবাদ ভুলে গিয়ে
চলো সম্মুখ পানে,
জীর্ণতাকে বিদায় করো
নতুন দিনের গানে।

নতুন দিনে নতুন করে
পণ করো আজ তুমি,
তোমার ক্ষমায়, ভালোবাসায়
রাঙবে হৃদয় ভূমি।

|
|-শুভ সকাল ☀️🍃💜☘️🪻🦋🌾🌴|

S4.jpg

|

যে গান শুরুই হলোনা
তার শেষে কোন বেদনা নেই
যে ফুল ফোটেনি কখনো
তার কোন ঝরে যাওয়া নেই।

অথচ সারা ঘর জুড়ে ছড়িয়ে
কত ছেঁড়া ছেঁড়া চিঠি
শূন্য খামগুলোতে জমেছে
অপচয়িত সময়ের বুলি;
আর কিছু গোপনচারী উদ্ভাস
কিছু বিদ্যুৎঝলক অনুভব
কিছু না বলা ভাষা
আর জমে থাকা কিছু
অদৃশ্য রক্তক্ষরণ!
|
|-শুভ সকাল ☀️🍃💜☘️🪻🦋🌾🌴|

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69346.64
ETH 3676.67
USDT 1.00
SBD 3.21