আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৪ মার্চ ২০২৪

in #poetry26 days ago
আসসালামুআলাইকুম

S17.jpg

|

অভিমানের মেঘ --
ভাসিয়ে দাও অনেক দূরে,
মন খারাপের দিনগুলো
কখনো না আসে ফিরে।

দুঃখগুলো উড়িয়ে দাও
ঐ আকাশের নীড়ে,
অসীম সুখ আসুক যেন
সবার জীবন জুড়ে।

কষ্টগুলো ভাগ করো
সবার সাথে হেসে খেলে,
আনন্দে মন মেতে উঠুক
নতুন দিনের প্রতি ক্ষণে।

|
|-শুভ সকাল ☀️🍃🌈🌺🦋🌾🌴🎶|

S18.jpg

|

ভালোবাসা এমন হোক
যেনো ঠিক পাগলপারা,
মনে প্রেম এমন জাগুক
মন হোক দিশাহারা।

লোক লজ্জার ভয় না করে
ভালোবাসি বলতে পারা,
ভালোবাসা এমন হোক
সব হারিয়ে তোমায় পাওয়া।

ভালোবাসা, তোমার-আমার
নয়-তো অন্য কারোর মতোন,
কাল ছিল, থাকবে আগামিতেও
থাকবে ঠিক আগের মতোই।

|
|-শুভ রাত্রি ✨💙💕|

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69321.61
ETH 3682.17
USDT 1.00
SBD 3.29