আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৩ মার্চ ২০২৪

in #poetry26 days ago
আসসালামুআলাইকুম

S15.jpg

|

কখনো নিস্তব্ধ ক্ষণ
ভাবনায় আকুল মন,
নিজের মাঝে হারাই
তোমাকেই খুঁজে পাই।

নিশ্চুপ চারিপাশ —
অপলক চাহনিতে মুগ্ধ,
টুং-টাং সুরের মুর্ছনায়
মনের অপার ভাবনায়।

শেষ বিকেলের আলো
হৃদয় গভীরে জ্বালো,
গোধূলির মাখা রং
আমার হাস্য মুখের ঢং।

|
|-শুভ সন্ধ্যা 💫🍁😊💕🦋🧡|

S16.jpg

|

ভর দুপুর; তপ্ত তাপের তেজে
আনচান দেহে মন ক্লান্তি
পথে পথে শূন্যতা পথিকহীন
অসময়ে ভাবনা ভুল ভ্রান্তি।

পুকুরের জল অশান্ত মনে
উদাস আবেগে রেশ স্থির
বৃক্ষরাজি তাপিত গ্রীষ্মে
রুদ্রবাণী চঞ্চল অস্থির।

কোকিলের কণ্ঠে কলরবে
অন্তঃস্থলের হৃদবাণী
নিমগ্ন বিজনে এই মন
দক্ষিণা বাতাস খোঁজে জানি।
|
|-শুভ সন্ধ্যা 💫🍁😊💕🦋🧡|

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69279.67
ETH 3681.04
USDT 1.00
SBD 3.32