আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটি

in #write29 days ago

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যত বড় হচ্ছি ততোই যেনো গুরুজনদের সম্মান করাটা একেবারেই ভুলে যাচ্ছি।আমরা যদি শুধুমাত্র কয়েকটা বছর পিছিয়ে আমাদের ছোটবেলার কথা হিসাব করি। তাহলে একটু খেয়াল করলে কিংবা একটু মনোযোগ সহকারে মনে করার চেষ্টা করলেই বুঝতে পারবো যে, আমাদের জেনারেশনে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখনকার জেনারেশন টা গুরুজনদের অসম্ভব রকমের শ্রদ্ধা করতো।

যেমন ধরুন সিঁড়ি দিয়ে কোনো একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোনো ভারী কিছু নিয়ে কিংবা হালকা কিছু নিয়েই উঠছে। আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা দৌড়ে গিয়ে সেই ব্যাগ পত্র হাতে নিয়ে নিতাম। কারণ স্বাভাবিকভাবেই আমাদের সামনে কেনো কোনো গুরুজন কিছু ভারি কিছু বয়ে আনবে, তাই না?

কিন্তু বর্তমানের অবস্থা যদি খেয়াল করেন। তাহলে দেখবেন যে কোনো বয়স্ক হয়তো ভালোভাবে হাঁটতে পারছে না। কিংবা কোনো কিছু নিতে পারছে না। কিন্তু তার পাশেই কোনো ইয়াং জেনারেশন কানে হেডফোন লাগিয়ে মোবাইল টিপতে টিপতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এবং এটা আমাদের জেনারেশনের মানুষরাই করছে, আমরাই করছি।
তাই আমার কাছে মনে হয় আমরা কেনো জানি গুরুজনদের প্রাপ্য সম্মানটা এখন আর দিতে পারছিনা। যেভাবে আমরা ছোটবেলায় দিতে পারতাম কিংবা ছোটবেলায় আমাদের বড়রা আমাদের শিখিয়েছিলেন, সেটা আমরা এখন প্রয়োগ করতেই ভুলে গিয়েছি। আমরা আসলে মর্ডান হতে হতে কখন যে নিজেদের সত্ত্বাটাকে মেরেই ফেলেছি, সেটা আমরা খেয়ালি করতে পারিনি। মূলত আমরা সেই সত্ত্বাটাকেই মেরে ফেলেছি যে সত্ত্বাটা আমাদের ইনোসেন্ট একটা ' আমি ' র জন্য ছিলো। এখনো সময় রয়েছে আমাদের নিজেদেরকে শুধরে নেওয়ার এবং আমাদের চারপাশে যে গুরুজনরা রয়েছে তাদের প্রাপ্য সম্মানটা তাদেরকে দেওয়ার।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69706.59
ETH 3690.54
USDT 1.00
SBD 3.23