বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির প্রাণী

in #bd3 years ago

vimirayushie-vidi-zhivotnix-3D94CD2.jpg

বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বিশ্বের 28%
প্রাণী এক গবেষণা শেষে এই তথ্য দিয়েছে
আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থার
আই -উ-সি- এন সংস্থাটি বলছে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত জনসংখ্যার চাপে আবাসস্থল হারানোসহ
নানা কারণে হুমকির মুখে পড়েছে স্থল
ও সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব.
মানুষের অবহেলা ও পরিবেশ ধ্বংসকারী নানা
কর্মকাণ্ডের কারণে এরই মধ্যে বিলুপ্ত হয়ে
গেছে নাম না জানা অনেক প্রাণী বিশ্বের মোট 1লাখ 38 হাজার 374 প্রজাতির মধ্যে বিলুপ্ত
হওয়ার ঝুঁকিতে আছে 28 শতাংশ এসব তথ্য
দিয়েছে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থার
আই -উ-সি- এন সংস্থাটির নতুন তালিকা বলছে
বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে
বড় সরীসৃপ কোমোডো ড্রাগন ও হাঙ্গর ইন্দোনেশিয়ার
জাতীয় প্রাণী কোমোডো ড্রাগন শুধুমাত্র জাভা
দ্বীপপুঞ্জের সংরক্ষিত কয়েকটি দ্বীপে
পাওয়া যায় তবে সেই সংখ্যাও ধীরে ধীরে কমে
আসছে এখন মাত্র 6000 কোমোডো ড্রাগন আছে দ্রুত উপযোগী
আবাসস্থল এর ব্যবস্থা না করলে আগামী 45
বছরের মধ্যে এ ড্রাগনের সংখ্যা 30 শতাংশ কমে
আসবে শুধু কোমোডো ড্রাগন নয় বিলুপ্ত
হতে চলেছে সাগরতলে.
রাজা হাঙ্গরও ইউ সি এন এর তালিকা বলছে
পাঁচটির মধ্যে দুই প্রজাতির বিলুপ্তির
ঝুঁকিতে আছে অর্থাৎ মোট জনসংখ্যার 37 শতাংশই
বিলুপ্তির পথে এসব সামুদ্রিক প্রাণী

zhivotnie-te-kotorix-4907.jpg

বিলুপ্তির কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়ন
সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পানি দূষণ এবং
আবাসস্থল ধ্বংস হওয়াকেই দায়ী করছেন
গবেষকরা এদিকে সাম্প্রতিক এক গবেষণায়
বাণিজ্যিক মাঁচদনাল্ড চারটি প্রজাতি কে
বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকা থেকে বাদ
দেয়া হয়েছে টুনা মাছ সংরক্ষণে প্রায় এক
যুগের চেষ্টা সফল হয় স্বস্তি প্রকাশ
করেছেন সংশ্লিষ্টরা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 70191.58
ETH 3817.91
USDT 1.00
SBD 3.78