MUSLIM SORIF. CHAPTER SALAT.HADIS NO-852,853,854

in #blog6 years ago

SPhotoEditor-20180519_123817.jpg
852 Abu Bakr bin Abu Shayba and Abu Quraib and Jabir bin Samura said, "When we used to offer prayer with the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), then the prayer Prayer / Prayer) 'Assalamu Alaikum wa Rahmatullah', 'Assalamu Alaikum wa Rahmatullah' by pointing his hand towards the right-hand side. The Messenger of Allah (rasul - sallallahu alaihi wa sallam) said, "Why are you pointing your hand to the horses of a fierce horse?" (At the meeting of the Prayer), your brother (left), on the right and left, with his hand on the thigh, is enough for you to say 'Assalamu Alaikum wa Rahmatatullah'.
U5dtW6Tc3uFYsaiTCqx3xGyDByNZ7Lz_1680x8400.png
৮৫২ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) ও আবূ কুরায়ব (রহঃ) ও জাবির ইবনু সামুরা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর সংগে সালাত (নামায/নামাজ) আদায় করতাম, তখন সালাত (নামায/নামাজ) শেষে ডান-বাম দিকে হাত ইশারা করে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’- বলতাম। তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , তোমরা চঞ্চল ঘোড়ার লেজ নাড়ার মত হাত ইশারা করছ কেন? (সালাত (নামায/নামাজ)-এর বৈঠকে) উরুর ওপর হাত রেখে ডানে-বামে অবস্হিত তোমাদের ভাইকে (মুখ ফিরিয়ে) ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতূল্লাহ’ বলাই তোমাদের জন্য যথেষ্ট।
SPhotoEditor-20180519_124155.jpg
853 Narrated by Jabir bin Samura (R). He said, "I read the prayer with the Messenger of Allah (PBUH)." When we returned peace, I used to point out with my hand, 'Assalamu Alaikum'. Allah's Apostle attracted our attention and said, "What are you pointing out with your hands?" It seems like the tail of a wicked horse. When one of you is greeted, he should return to his companion and greet him not with his hand.
U5dtW6Tc3uFYsaiTCqx3xGyDByNZ7Lz_1680x8400.png
৮৫৩ জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত (নামায/নামাজ) পড়েছি। আমরা যখন সালাম ফিরাতাম, হাত দিয়ে ইশারা করে বলতাম, ‘আসসালামু আলাইকুম’। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষন করে বললেনঃ কি ব্যাপার তোমরা হাত দিয়ে ইশারা করছ- মনে হচ্ছে যেন দুষ্ট ঘোড়ার লেজ। তোমাদের কেউ যখন সালাম করে সে যেন তার সাথের লোকের দিকে ফিরে সালাম করে এবং হাত দিয়ে ইশারা না করে ।
SPhotoEditor-20180519_124011.jpg
854 Narrated by Abu Mas'ud (ra). He said, "Allah's Messenger (rasul - sallallahu alaihi wa sallam ) should touch our shoulders during the prayer (prayer / prayer) and say, 'Stand up parallel and do not stand apart from before and afterwards.' Otherwise, your hearts will fall into disagreements. Intelligent, experienced and knowledgeable people will stand near me. Then those people who are close to them by this quality will stand near them. Abu Mas'ud (R) said, but nowadays there is a great division among you.
U5dtW6Tc3uFYsaiTCqx3xGyDByNZ7Lz_1680x8400.png
৮৫৪ আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (নামায/নামাজ)-এর সময় আমাদের কাঁধ স্পর্শ করে বলতেনঃ তোমরা সমান্তরালভাবে দাঁড়াও এবং আগে-পেছে ছিন্ন-ভিন্ন হয়ে দাঁড়িও না। অন্যথায় তোমাদের অন্তর মতভেদে লিপ্ত হয়ে পড়বে। বুদ্ধিমান, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যাক্তিরা আমার কাছাকাছি দাঁড়াবে। অতঃপর এই গুণে যারা তাদের নিকটবর্তী তারা পর্যাক্রমে এদের কাছাকাছি দাঁড়াবে। আবূ মাসউদ (রাঃ) বলেন, কিন্তু আজকাল তোমাদের মধ্যে চরম বিভেদ-বিশৃংখলা দেখা দিয়েছে।
DQmZnpviPhEiLS3aL6vRbajj7LNTjXqkrHqLWTYEvdmr4NV.gif
U5dsSiLJmbW2o6LvcSSrecouqU12hCf.gif

Sort:  

This post has received a 0.63 % upvote from @drotto thanks to: @reyajahmedrazu.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62802.08
ETH 2941.62
USDT 1.00
SBD 3.59