Old Town, Old Dhaka গতকাল পুরান ঢাকা গিয়েছিলাম।

in #bolg6 years ago (edited)

বন্ধুগন কেমন আছেন সবাই?
IMG_20180809_100004.jpg

আজকের পোস্ট একটু অন্যরকম!
আমি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করি,
বলতে পারেন part time job
কিন্তু, আমি full time করি কারণ এই job আমার ভালো লাগে না।
এজন্য আমি part time বলে চালাই দিছি।
বাদ দেন আসল কথায় আসি....
IMG_20180809_100045.jpg

আজ সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিস গেলাম,
অফিসে যাওয়ার পর বস আমাকে ডেকে বললেন
আপনাকে আর রয়হান সাহেব কে অফিসের একটা
Important কাজের জন্য পুরান ঢাকায় যাইতে হবে।
খুশি হবার কিছু নাই,
আমি এর আগেও একবার গেছিলাম ভয়ানক অবস্থা....
তো! আমি আর রয়হান সাহেব রওনা করলাম -প্রথমে রিক্সা করে মোঃ পুর বাস টপ যাওয়ার জন্য
রওনা করলাম,IMG_20180809_110209.jpg

আর,এই ফাকে সেল্ফি আর ফটো উঠে নিলাম তোমাদের দেখানোর জন্য..বুঝছো
আমরা বাস টপ গেলাম এবং ব্রাদার্স পরিবহন নামে বাসে উঠলাম,বাবু বাজারের উদ্দেশ্য রওনা করলাম,
IMG_20180809_105450.jpg
বাবু বাজারের পাশেই ইসলামপুর ওটাকেই পুরান ঢাকা বলে।
আর আমাদের কাজ ওখানেই,
একটা মজার কথা বলি হ্যা বলি...
তবে শোনো,
আমরা যে বাসটি আসছিলাম বাসটির সিট ছিলো বিশ জনের, কিন্তু যাত্রি ছিলো দী'গুন IMG_20180809_150227.jpg
Journey টা মজার ছিলো... মিথ্যা কথা অনেক চাপাচাপি করে বাবু বাজার গেছিলাম মনে রাখার মত!

তো সেখানে গিয়ে কাজ শেষ করলাম, দুপুর হয়ে গেছে খুদাও লাগছে, অনেক খুজাখুজির পর একটা হোটেল পেলাম সেখানে গিয়ে,
মুটামুটি মাছ, ভাত, ডাল খেলাম
বিল কিন্তু বেশি হয় নাই.....অল্প

তো! আমরা পুরান ঢাকা অফিসের উদ্দশ্যে রওনা হলাম, অফিসে এসে কাজ বুঝিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে সোজা বাজারে গেলাম...
কোন গেলাম একটু পরে বলছি অপেক্ষা করেন!
তো! আমি বাজার থেকে পাঁচ কেজি চাল ও একটা মুরগি কিনলাম।
এখন বলি আমি ব্যাচেলার আমাকে রান্না করে খেতে হয়,
আমি আরো দুজন থাকে।
একটু মজা করলাম বাজার আমরা করি রান্না অন্য একজন করে দেয়।
IMG_20180809_150213.jpg
তো! আমি ফ্রেশ হয়ে ব্লগটা লিখলাম।এটা পড়ে যদি একটুও মজা অথবা কষ্ট, যাই পান একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন।ভবিষৎ যেন বেশী বেশী পোস্ট করতে পারি এজন্য আপনারা আমাকে উৎসাহি করুন।
ধ্যন্যবাদ
ধ্যন্যবাদ সবাইকে!!

Sort:  

moja pailam bt type a aktu prb asa.......

thank you apner commenter jonno,
vai, type somporke ektu kholasa kore bolben plz

oh sorry vai.asola amar ph a font gulo thik vabe asani...nw dakhlam thik asa..valo likhasan.

na,ami ata bolte chainai vai, ami tooo notun bul hote pare,
apni amake help korben ami apna k
atai tooo naki.....

Your post has been selected to be presented in Steemit Bangladesh Curation Competition Episode # 14 . If you are from Bangladesh and would like to present the article in the voice hangout during the competition, Please join the hangout on our Discord server.

Steemit Bangladesh Curation Competition Episode # 14
Time : 10 PM BDT
Date: 10/08/2018 (Friday)


Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

Resteemed your article. This article was resteemed because you are part of the New Steemians project. You can learn more about it here: https://steemit.com/introduceyourself/@gaman/new-steemians-project-launch

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60725.43
ETH 2900.91
USDT 1.00
SBD 3.59