খামারের স্থান নির্বাচন

in #busy6 years ago

খামার একটি স্থায়ী ব্যবস্থা। যে ধরনের খামারই স্থাপন করা হোক না কেন সাফল্যজনকভাবে খামার পরিচালনার জন্য এর স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশল। খামারের স্থান নির্বাচনের সময় নিচের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
১। খামারের স্থান উচুঁ হওয়া উচিত। বন্যার পানি প্রবেশ না করে এমন স্থানে খামার করতে হবে।
২। যে স্থানে খামার করা হবে সেখানকার মাটি বালু ও কাঁকর মিশ্রিত হতে হবে এবং মাটির পানি শোষণ ক্ষমতা থাকতে হবে।
৩। খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
৪। খামারের স্থানটি মানুষের বাড়িঘর থেকে দূরে কোলাহলমুক্ত জায়গায় হতে হবে।
৫। যে স্থানে খামার করা হবে সেখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হবে।
৬। মানুষের চলাচলের জন্য ব্যবহৃত রাজপথ থেকে অন্তত আধা কিলোমিটার দূরে খামারের স্থান নির্বাচন করা উচিত।
৭। যেখানে খামার স্থাপন করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।
৮। খামারের স্থান নির্বাচনের সময় লক্ষ রাখতে হবে যেন আশে পাশে সস্তায় ও সহজে হাঁস-মুরগির খাদ্য ক্রয় করার সুযোগ-সুবিধা থাকে।
৯। খামারের উৎপাদিত পণ্য ; যেমন- ডিম, মুরগি, হাঁস ইত্যাদি সহজে বাজারজাতকরণের সুযোগ থাকতে হবে।
১০। খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানের মুল্য তুলনামূলকভাবে কম কিনা সেটাও বিবেচনা করতে হবে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 62971.67
ETH 3050.33
USDT 1.00
SBD 3.96