ঢাকায় জলাবদ্ধতার কারণ জানা, সমাধান হচ্ছে না

in #cbd6 years ago

 রাজধানীর জলাবদ্ধতার কারণ হিসেবে বিভিন্ন এলাকায় নালা ও খালগুলো দিয়ে পানি সরতে না পারাকে চিহ্নিত করা হলেও এর সুরাহা হচ্ছে না। এজন্য পরস্পরকে দোষারোপ করছে সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা।এই প্রেক্ষাপটে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলছেন, একে অন্যকে দোষারোপ করে কোনো কাজ হবে না। খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন তারা।“এই কাজ চালাতেই গিয়ে যেখানে যেখানে অবৈধ দখল আছে সেগুলো উচ্ছেদ করা হবে।”গত বর্ষায় ঢাকায় জলাবদ্ধতা নিয়ে সমালোচনার মুখে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, আগামী বছর ঢাকায় জলাবদ্ধতা তেমন হবে না।গত ৯ এপ্রিল সিটি করপোরেশনের এক সভায় ওয়াসার পক্ষ থেকেও একই ধরনের আশাবাদ জানানো হয়।তবে এই আশ্বাসের প্রতিফলন বাস্তবে খুব একটা দেখা যাচ্ছে না। বর্ষার আগেই বৈশাখের কয়েক মিনিটের বৃষ্টিতে ডুবছে বিভিন্ন এলাকা। 

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69034.43
ETH 3773.46
USDT 1.00
SBD 3.51