কয়েনের দাম বাড়বে

in #crypto6 years ago

আমি শিওর সামনের দুই মাসের মধ্যে কয়েনের দাম বেড়ে যাবে আপনার কি একটু খেয়াল করেছেন জেপিডিসি প্রাইস কমছে না মানে নিচে কিন্তু নামছে না ছয় হাজারের। এতেই কিন্তু আমরা প্রতীয়মান এতে কিন্তু আমরা বুঝতে পারি যে বিটিসি আসলে পটম রিচ করে ফেলেছে মানে এর নীচে আর নামবে না।

আমি মনে করি এখন বিটিসি 10000-20000 30000-40000 যাওয়া কোন ব্যাপার না।

তো মনে হয় গত বছরে যে রকম 2017 সালে কয়েনের দাম একদম ঠাস করে কমে গিয়েছিল তারপরে ডিসেম্বরের আগে নভেম্বরের দিকে হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবারও কিন্তু সেরকমটা হতে পারে আমি এবারও মনে করছি যে নভেম্বর এটাতো অক্টোবর মাস নভেম্বরের শুরুর দিকে এবং নভেম্বরের শেষের দিকে এটা মার্কেট আপ দিবে এবং এর কারণ হিসেবে বলা যায় গত বদ হিস্টোরিক্যাল মন থাকবে ক্লাস এখানে অনেক কিছু ফান্ডামেন্টাল নিউজ আছে এগুলো আসলেই খুব বলিস। তো এগুলো যদি ভাল মত কাজ করে এবং ওরিয়া গান এবং চায়নার যে রেস্ট্রিকশন আছে বর্তমানে সেটা যদি কিছু কমে আসে পার নাই হয়ে যায় তবে অবশ্যই এবং মানুষ যদি এবং অনন্য কয়েন কিনা শুরু করে কয়েনের দাম বাড়তে থাকবে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61451.22
ETH 2929.56
USDT 1.00
SBD 3.65