ভালোবাসার ছোয়া পার্ট - ৩

in #esteem6 years ago

আজকে সমবয়সী রিলেশনশিপ নিয়ে কিছু বলবো।
হুম! আমরা যখন শুনি আশেপাশের কেউ সমবয়সী রিলেশন এ জড়ায় তখন কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলি। কিন্তু জানেন কি!
সমবয়সী রিলেশনশিপ এর মতো সুন্দর রিলেশনশিপ আর দ্বিত্বীয় টা হয় নাহ।
.
এটাকে হয়তো রিলেশন বললে ভুল হবে, সমবয়সী রিলেশন গুলো একটা সংসার এর মতো।
.
একটা সাধারণ রিলেশন এর চেয়ে সমবয়সী রিলেশন গুলোই আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো হয়।
.
সমবয়সী রিলেশন গুলো সত্তিই অনেক কিউট ও হয়। সারাদিন ঝগড়া আর খুনসুটি লেগে থাকেই। এদের তুই তাই ব্যবহারেই ভালোবাসার প্রতিফলিত হয়।
.
আর এদের রাগ ও কিন্তু কম নাহ, ব্রেকাপ তো সপ্তাহে ৬দিনই হয়। কিন্তু দিন শেষে তাদের মাঝে একটাই ভয় থাকে, একে অপর কে হারানোর ভয় টা। যা নিরবে ২জনকেই কাঁদাই।
.
এই রিলেশন এ একজন একজনকে পাওয়া টা হয়ে ওঠে দূর্বিষহ। কারন তাদের রিলেশন টা যে সমবয়সী। ছেলেটি যখন যৌবনে পর্দাপন করে মেয়েটি তখন তার যৌবন অতিবাহিত করে। তাও অনেকে সময় অনেবাধা পেরিয়ে তাদের রিলেশন কে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।
.
তবু কেউ কেউ হেরে যাই বাস্তবতার কাছে। তাও এরাই সেরা।
.
বেচে থাকুক সমবয়সী রিলেশন গুলো, বেচে থাকুক তাদের ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70135.32
ETH 3789.12
USDT 1.00
SBD 3.77