অপরাজিতা বা নিলকন্ঠ ফুলsteemCreated with Sketch.

in #flowerslast year
আচ্ছালামুয়ালাইকুম

অপরাজিতা বা নিলকন্ঠ ফুল

20230429_154507.jpg

20230429_154527.jpg

অপরাজিতা বা নিলকন্ঠ ফুল আমরা সবাই কম বেশি চিনি। কেউ একে অপরাজিতা নামে চিনে আবার কেউ নীলকন্ঠ। ফুল গুলো খুবই সুন্দর দেখতে হয়৷ এই ফুলের সামনের অংশ গাঢ় বেগুনি ও মাঝের অংশ হালকা হলুদ বর্ণের হয়ে থাকে।

20230429_154511.jpg

অপরাজিতা বা নিলকন্ঠ ফুল দুই ধরনের হয়ে থাকে। সাদা ও বেগুনি৷ সাদা রং ফুলটি সচারাচর চোখে পরে না৷ এই ফুল গুলো এক পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে৷ এর গন্ধ থাকে না৷ এই ফুল চা শরীরের জন্য অনেক উপকারী৷ এই ফুল যেকোন মাটিতেই জন্মে থাকে৷ শহর এলাকা বিভিন্ন বাড়ির বেলকনিতে এই ফুলের দেখা মেলে। এই ফুল গুলো ফাল্গুন মাসে ফোটে৷ এই ফুল এর পাপড়ি গুলো মসৃণ হয়ে থাকে৷ এর পাতা গুলো ছোট ও খসখসে হয়। এই গাছ লতাজতীয় হয়ে থাকে। অন্য গাছের উপর ভর করে বেড়ে উঠে।

20230429_154520.jpg

20230429_154516.jpg

অপরাজিতা বা নিলকন্ঠ ফুল বাংলাদেশের যেকোনো জেলায় আপনারা দেখতে পারবেন৷ তবে জায়গা ভেদে এর আলাদা নাম হতে পারে৷ আমাদের বাড়িতে দুটি গাছ রয়েছে। একটি ৩-৪ বছরের পুরাতন গাছ। এই গাছ গুলো অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50