ময়লা আবর্জনা বাড়ির সামনে ফেলায় পরিবেশ নষ্ট করতেছেন শিক্ষিত সমাজsteemCreated with Sketch.

in #garbage7 months ago

বর্তমানে মানুষ অসচেতন হয়ে যাচ্ছে৷ শহরের মানুষ বেশি অসচেতন৷ এরা যেখানে সেখানে ময়লা ফেলায় রাখে৷ ময়লা বাড়ির সামনে ফেলায় রাখছে৷ অথচ এসব থেকে বাজে গন্ধ ছড়া৷ বাতাস উঠলে বাজে গন্ধের চোটে থাকা যায় না৷

পৌরসভা থেকে লোক আসেন ময়লা নিতে৷ কিন্তু বাসা বাড়ির শিক্ষিত লোক গুলো যেখানে সেখানে ময়লা ফেলায় রাখে৷ আসলে এরা কখনও ভালো মানুষের কাজ হতে পারে না৷ এতে করে আমাদের এলাকার অন্য মানুষদের রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয়৷

আমাদের এখানে একটা বাড়ি আছে ৯ টা ফেমিলি থাকেন সেই বাড়িতে৷ এই ৯ ফেমিলির লোকজন বাড়ির সামনেই ময়লা ফেলায়৷ পৌরসভার লোকদের কাছে ময়লা দেয় না।

যেখানে ময়লা ফেলানো হয়েছে৷ তার সামনেই আবার ক্লীনিক৷ ক্লীনিকের পাশের অবস্থা কতটা খারাপ৷ মানুষ কি যে চিন্তা করে৷ নিজের বাড়ির আশ পাশ তো নিজেদেরই ঠিক ঠাক রাখা উচিত৷ এটাই তারা বুঝতে চায় না৷ কবে যে মানুষ সচেতন হবেন।

1000000563.jpg

1000000564.jpg

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71297.37
ETH 3698.84
USDT 1.00
SBD 3.75