You are viewing a single comment's thread from:

RE: রাঁচি শহরের বেশ কিছু ছবি রইলো আপনাদের মাঝে।

in Incredible Indialast year
  • বাইরে থেকে ঘরে ফেরার পরে আমাদের সকলের উচিত সেই বস্ত্র পরিবর্তনের সাথে সাথে হাত মুখ ভালো ভাবে ধুয়ে নেওয়া, অনেকেই হয়তো করবার কারণে এখন এই অভ্যেসটা রপ্ত করেছেন কিন্তু ওষুধের কাজে যুক্ত থাকার কারণে এবং ছেলেবেলা থেকে মায়ের শেখানো অভ্যেস থেকে আমি কোনো কালেই এক দিনের বাইরের জামা কাপড় দ্বিতীয় দিন কখনোই পরিধান করি না

  • হ্যাঁ ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাহিরে আমরা চলাফেরা করি বাহিরে জীবাণু নিয়ে ভিতরে ঢুকেই আমরা যদি পরিষ্কার না হই,।তাহলে বাহিরে জীবানু কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করবে। এটি সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হল স্বাস্থ্যের সমস্যা হবে । এজন্য আমাদের সকলেরই উচিত পরিষ্কার থাকা এবং বাহির হতে বাসায় আসলে পরিষ্কার হয়ে নেওয়ার অভ্যাস করে নেওয়া।

  • রাঁচি এর বিষয়ে অনেক কিছুই জানলাম আপনার পোস্ট পড়ে। আর আমিও একজন মহেন্দ্র সিং ধোনির ফ্যান ছিলাম। সবমিলিয়ে ভালোই লাগলো এবং অনেক তথ্য জানতে পারলাম, তো ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67486.09
ETH 3496.35
USDT 1.00
SBD 3.15