You are viewing a single comment's thread from:

RE: শাসন হোক সোহাগের মাধ্যমে

in Incredible India15 days ago (edited)

শাসকের মনের ইচ্ছে যদি হয় কাউকে অত্যাচার করা তবে তার পক্ষে কখনই ন্যায়বিচার করা সম্ভব না।

কিন্তু বিশৃঙ্খলা নিরাময়ের নামে শাস্তি যদি হয় নিষ্ঠুর, সমাজবিরোধী এবং সমাজে বিভিষীকার তৈরি করে তবে তা অল্প সময়ের জন্য সফলতা নিয়ে আসলেও সমাজে বিরাজমান অন্যায়কে সমূলে তুলে ফেলতে পারে না।

  • ভাই, আপনার সম্পূর্ণ লেখাতে একটি নেতিবাচক ইঙ্গিত পেলাম যেটার কোনো ভালো দিক আছে বলে আমার মনে হয় না। আপনি প্রকৃতপক্ষে সমাজকে নাকি কোনো নির্দিষ্ট মানুষের খারাপ দিক উপস্থাপন করেছেন সেটা বুঝতে একটু কষ্টই হচ্ছিল।

  • লেখাতে সমাজের বিষয়টি যদি আপনি উপস্থাপন করেন সেটা আপনার ভুল ধারনা। নচেৎ আপনি আমি সুস্থ্য ও স্বাভাবিক ভাবে একই দেশে বসবাস করতে পারতাম না।

  • আবার মানুষের প্রতিও ক্ষোভ প্রকাশ পেয়েছে আপনার লেখাতে যেখানে ইতিবাচক কোনো বিষয়ের বিন্দুমাত্র চিন্হ নেই।

  • লেখাটা মানসম্মত করা সম্ভব ছিল যদি আপনি কোনো উদাহরণ তুলে ধরতেন এবং বিকল্প কোনো শাসনের ধরন উপস্থাপন করতে নিজের অভিজ্ঞতা থেকে।

  • এক্ষেত্রে আপনাকে বলবো যে আমাদের কমিউনিটিতে না বরং স্টিমিট প্ল্যাটফর্ম ও নেতিবাচক কোনো বিষয় গ্রহণ করে না। তাছাড়া কারো প্রতি টন করে কোনো লেখা উপস্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • আপনাকে স্পষ্টভাবে জানিয়ে রাখছি যে আমাদের কমিউনিটিতে এই ধরনের কোনো লেখা দ্বিতীয় বার পোস্ট করার পূর্বে একটু সচেতনতা অবলম্বন করবেন। নচেৎ আমরা ও পদক্ষেপ নিতে বাধ্য হবো।
Sort:  
 15 days ago 

উদাহরনের অভাবে হয়তো লেখার অর্থই পরিবর্তন হয়ে গেছে । আমি আসলে বুঝাতে চেয়েছিলাম অল্পদোষে অধিক শাস্তি যেন দেওয়া না হয়। পরবর্তীতে আরও ভালভাবে লেখার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69020.66
ETH 3731.25
USDT 1.00
SBD 3.65