"বন্ধুত্ব"

in Incredible Indialast month
ai-generated-8678187_1280.webp

Image source

বন্ধুত্ব খুবই ছোট্ট একটা শব্দ। কিন্তু এর পরিসীমা অনেক বড়। একজন প্রকৃত ভালো বন্ধু পাওয়া, আমাদের জীবনের সবচাইতে বড় একটা বিষয়।

বন্ধুত্ব গড়তে ধীরগতি হওয়া খুব প্রয়োজন। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে, অবশ্যই প্রতিনিয়তই তার পরিচর্যা করা দরকার।

আমরা বন্ধুত্ব তৈরি করি, তবে আপনাকে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি যখন বন্ধু নির্বাচন করবেন। তখন খুব আস্তে ধীরে একজন মানুষের সম্পর্কে ভালো-মন্দ জেনেশুনে, তাকে বন্ধু হিসেবে নির্বাচন করবেন।

একটা কথা মনে রাখবেন, একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান, আর একজন খারাপ বন্ধু আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে যথেষ্ট।

বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, আপনাকে অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে সে মানুষের সম্পর্কে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে হবে। তাই আমি বলব, আপনি যখন বন্ধু নির্বাচন করবেন। তখন খুব ধীরগতিতে বন্ধু নির্বাচন করবেন।

আপনি যখন একজন মানুষকে বন্ধু হিসেবে নির্বাচন করবেন, এবং আপনাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যাবে। তখন সেই বন্ধুত্বটা কে আপনাকে প্রতিদিন পরিচর্যা করতে হবে। সে বন্ধুর খোঁজ নিতে হবে।

এখন হয়তোবা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন। বন্ধুত্বের পরিচর্যা সেটা আবার কেমন কথা। চলুন আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি।

আমাদের গ্রামে দুই বন্ধ ছিল, ছোটবেলা থেকেই বেশ ভালো বন্ধুত্ব তাদের মধ্যে। ক্লাস ফোর থেকে তারা পড়াশোনা করেছে, কিন্তু তাদের মধ্যে একটা বন্ধ ছিল যার নাম সুমন। সে পড়ালেখার প্রতি খুব দুর্বল ছিল, পড়াশোনা তেমন একটা পারত না।

আরেক বন্ধু ছিল তার নাম ছিল সাইফুল। সে প্রচুর পরিমাণে পড়াশোনা পারতো, অনেক মেধাবী ছিল। ক্লাসের ফার্স্ট বয় ছিল সে।

ai-generated-8691207_1280.webp

Image source

সাইফুলের মধ্যে কখনো কোন অহংকার ছিল না। সে তার বন্ধু সুমনকে সবসময় যতটুকু পারতো সাপোর্ট দেয়ার চেষ্টা করতো। পড়াশোনার ক্ষেত্রে আবার অর্থনৈতিক ক্ষেত্রে। কারণ সুমনের পরিবার অনেক দুর্বল ছিল। কিন্তু সাইফুলের পরিবার অনেক বড় লোক ছিল।

সাইফুল সব সময় চেষ্টা করত, সুমনকে অর্থনৈতিকভাবে কিছু না কিছু সাহায্য করার জন্য। এতে সাইফুলের মা সাইফুলের প্রতি অনেক খুশি ছিল। কারণ তিনি সবসময় চাইতেন সমাজের দুর্বল মানুষদেরকে একটু সাহায্য করার জন্য। উনার এই স্বপ্ন তার ছেলে ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছিল। এতে উনি ছেলের প্রতি অনেক সন্তুষ্ট ছিলেন।

কিন্তু পরিশেষে দেখা গেল, সাইফুল অনেক ভালো একটা রেজাল্ট করেছিল এসএসসি পরীক্ষায়। কিন্তু সুমন তেমন একটা ভালো রেজাল্ট করতে পারেনি। তার পরেও মোটামুটি পাশ করেছিল, সাইফুলের সাপোর্ট পাওয়ার কারণে।

সুমন বাহিরে গিয়ে পড়াশোনার মতো তেমন টাকা পয়সা ছিল না। কিন্তু সাইফুলের বাবা সাইফুলকে ঢাকায় ভালো একটা কলেজে ভর্তি করান, এবং সেখানেই পড়াশোনা করার ব্যবস্থা করে দেন।

সাইফুল তার বাবাকে অনেক অনুরোধ করে, সুমনকে তাদের পাশের গ্রামে একটা কলেজে ভর্তি করিয়ে দেয়।এবং সাইফুল যতটুকু পারতো, তার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করত।

এভাবে কোন মতে সুমন ইন্টার পাশ করে। সাইফুল ভালো একটা রেজাল্ট করে ঢাকায় কলেজে পড়াশোনা করছে। এরপর সে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। এখন বর্তমানে সাইফুল আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর।

আর সুমন গ্রামে ক্ষেত খামার করে এবং গ্রামে ছোট্ট একটা মুদির দোকান দিয়েছে। এখনো সাইফুল সুমনের জন্য টাকা পাঠায়। তার বিপদে-আপদে তার খোঁজ-খবর নেয়। সে কেমন আছে প্রতিনিয়ত তাকে কল করে জিজ্ঞেস করে।

ওনাদের মতো এই বন্ধুত্ব আমি আর আমাদের ১০ গ্রামে খুজে পাইনি। আমি মনে করি এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব।

friends-1015312_1280.webp

Image source

আমি আপনাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। আসলে বন্ধুত্ব হওয়ার পরে, বন্ধুত্বের পরিচর্যা কিভাবে করবেন। একজন যখন আরেকজন বন্ধুর পাশে দাঁড়ায়, এটাকেই আমি বন্ধুত্বের পরিচর্যা বলে মনে করি।

পরিশেষে একটা কথাই বলব, বন্ধু নির্বাচন করুন এমন একজন মানুষকে, যে আপনার বিপদে-আপদে আপনার পাশে থাকবে। আপনার মনের কষ্টগুলো বোঝার চেষ্টা করবে। আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। আপনি তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সে সর্বদাই আপনাকে সাপোর্ট করবে।

তাহলেই আপনার জীবনটা সুন্দর, আপনার পরিবার-পরিজন বন্ধু-বান্ধব নিয়ে, আপনি পৃথিবীতে সুন্দর ভাবে বসবাস করতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

বন্ধুত্ব গড়তে ধীরগতি হওয়া খুব প্রয়োজন। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে, অবশ্যই প্রতিনিয়তই তার পরিচর্যা করা দরকার।

আপনার এই লাইনগুলো আমার কাছে চমৎকার লেগেছে। বন্ধু সবার জীবনেই কমবেশি আছে। কিন্তু বন্ধুত্ব ধরে রাখতে সবাই জানে না। এর যে চর্চা করা প্রয়োজন, এর যে যত্ন করা প্রয়োজন এটাও অনেকে জানে না।

সাইফুল ও সুমনের যে গল্পটি আপনি বললেন তা প্রকৃত বন্ধুত্বের এক উদাহরণ। খুব ভালো লাগলো তাদের আন্তরিকতার গল্প পড়ে। আমি বলব এক্ষেত্রে দুজনেই খুব ভাগ্যবান যে এমন বন্ধুত্ব তারা ধরে রাখতে পেরেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় এভাবে উপস্থাপন করার জন্য।

 last month 

আমাদের কাছে তো মাঝে মাঝে মনে হয়, বন্ধুত্ব হচ্ছে দুই দিনের পরিচয় তিন দিন পরে সেটা নাও থাকতে পারে। কিন্তু বন্ধুত্বের যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত সেই মানুষটাকে কাছে পাওয়া সম্ভব। সুমন এবং সাইফুল আমাদের গ্রামের গর্বের একটা বিষয়। গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে তাদের নাম শোনা যায়। যেটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 last month 

বাহ: আপনি বন্ধু নিয়ে খুব সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করলেন। আমাদের এমন মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে যে সব সময় আমাকে বিপদে আপদে আশেপাশেই থাকে।

যেমন আপনি সুমন ও সাইফুলের বন্ধুত্বের কথাটি
শেয়ার করলেন । সত্যিই বন্ধুত্বের এই গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ আপু খুব সুন্দর একটি টপিক আমাদের সাথে শেয়ার করলেন।

TEAM BURN

Your post has been successfully curated by @eliany at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 last month 

বন্ধুত্ব এমন একটি শব্দ যার অর্থ বলে শেষ করা যাবেনা। আমাদের এই পৃথিবীতে নিজের পরিবার ছাড়াও আরো একটি সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্ধুত্ব। বন্ধুত্ব এমন একটি বিষয় যে সব সময় বিপদে আপদে পাশে থাকে।
বন্ধুত্ব নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বন্ধুত্ব শব্দ টা ছোট হলেও এর পরিধি কিন্তু অনেক পরিবারের পরে, যদি আমরা কাউকে বিশ্বাস এবং আস্থা রেখে নিজের মনের কথা শেয়ার করি। তিনিই হচ্ছেন একমাত্র বন্ধু। যে কিনা বিপদে-আপদে আমাদেরকে সাহায্য করে আমাদের মনের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

বন্ধু বন্ধু হলো একজন মানুষের সঙ্গী বন্ধু শব্দটি ছোট হলেও বন্ধুর ব্যাখ্যা করতে অনেক সময় লেগে যায়, যদি সৎ এবং সঠিক একটি বন্ধু পাওয়া যায় জীবনে তাহলে তার জীবন ধন্য হয়ে যায়, মানুষের জীবনে চলতে গিয়ে অনেক বন্ধুত্ব তৈরি হয়ে যায় যদি সেই বন্ধুটি বন্ধুর মত হয় তাহলে তার জীবনে আর কিছু চাওয়ার নায়। বন্ধু নিয়ে অনেক কথায় আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

বন্ধুত্ব শব্দটা খুব ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। আপনি ঠিকই বলেছেন, বন্ধুত্বের পরিচর্যা করাটা অন্তত্য জরুরি। জীবন একজন প্রকৃত বন্ধু থাকাটা খুব জরুরি।

  • আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
 29 days ago 

একটা গাছ যখন আমরা রোপন করি, তখন তার সঠিক পরিচর্যা করলেই কিন্তু গাছ সঠিকভাবে বেড়ে ওঠে। ঠিক তেমনি বন্ধুত্বের পরিচর্যা করা প্রয়োজন। তাহলেই বন্ধুত্ব টিকে থাকে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67946.39
ETH 3824.66
USDT 1.00
SBD 3.77