"বিচিত্র পৃথিবী"

in Incredible India29 days ago
mountains-2120004_1280.webp

Image source

দিনশেষে বিশাল আকাশে ঝুলে
থাকা চমৎকার চাঁদটার
মতো আমিও একা ।

সেই সময়টা খুব কঠিন,
যে সময়ে চোখের পানি ফেলতে হয়।
কিন্তু ওই সময়টা তার চেয়েও
অনেক বেশি কঠিন, যে সময়
চোখের পানি লুকিয়ে হাসতে হয়।

সবথেকে কঠিনতম একাকীত্ব হল,যখন নিজেকে নিজের কাছে ভালো না লাগা ।

মানুষের জীবনে কখনও কখনও একা থাকা খুব ভালো। কারণ ওই সময়ে কেউ আমাদের সেভাবে আঘাত করতে পারে না।

অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে, আমার মনে হয় নিঃসঙ্গতা ও একাকীত্ব অধিকতর শ্রেয় ।

একাকীত্ব মানুষ ঠিক তখন অনুভব করে। যখন সে নিজের সাথে নিজে একাই কথা বলে। কারণ তার কথা শোনার মত তখন কারো সময় থাকে না।

একাকীত্ব কখনোই অপরের দ্বারা সৃষ্টি হয় না। একাকিত্ব ঠিক তখনই তৈরি হয়, যখন নিজের অন্তঃসত্ত্বা বলে তোমার জন্য ভাবার এ পৃথিবীতে কেউ নেই।

যে মানুষগুলো সারাজীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই সবার আগে ছেড়ে চলে যায়।

রাতের নিস্তব্ধতা মানে হচ্ছে কেউ ভালবাসার আবেগ অনুভূতি নিয়ে হাসছে, আর কেউ নিঃশব্দে তার চোখের পানি মুছে নতুন দিনের অপেক্ষা করছে।

gothic-2910057_1280.webp

Image source

যে মানুষটা না চাইতে অনেক বেশি কিছু পেয়ে যায়, তখন তারা তার কদর করতে ভুলে যায় ।

জীবনে তুমি ঠিক ততটাই ফিরে পাবে, যতটা তুমি কাউকে দেবে। সেটা ভালবাসা হতে পারে আবার কষ্ট ও হতে পারে।

আসলে আমাদের জীবন মানেই হচ্ছে একটা ভুমিকাহীন গল্প। যার প্রতিটা লাইন পড়তে খুব সহজ হলেও বুঝতে পারাটা খুব কঠিন।

আমাদের জীবনের সব সমস্যা একদিন ঠিক হয়ে যাবে, এই কথার ওপর বিশ্বাস করে এই পৃথিবীতে টিকে আছে হাজারও সম্পর্ক ।

হায় আমাদের জীবনটা কতটা বিচিত্র! কাছে থাকলে কেউ মূল্য দিতে চায় না, কিন্তু হারিয়ে যাওয়ার পর সবাই খোঁজে।🤔🤔🤔

কাউকে কাছে না পাওয়ার চেয়ে, একবার পেয়ে আবার হারিয়ে ফেলার কষ্টটা বোধহয় অনেক বেশি।

মানুষ চাইলেই যদি জীবনের সব কষ্ট খুব সহজেই ভুলে যেতে পারতো। তাহলে সবাই মনে কষ্ট নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হত না।

control-4864049_1280.jpg

Image source

আমাদের জীবনে কেউই আমাদের মনের মত হয় না, তবে হ্যাঁ মনের মতন করে তৈরি নিতে হয়।

প্রিয় মানুষগুলো ভালবাসাটা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। থাকবে শুধু আমার স্মৃতি অল্প সময়ের জন্য কিছু মানুষের মুখে।

আপনি শাসন তাকেই করতে পারবেন, যাকে নিজের করে ভালবাসতে পারবেন।

জীবনের পথ আঁকাবাঁকা এলোমেলো ভাবেই কেটে যায় অনেকটা সময়। বারবার চেষ্টা করি সময়টাকে কাজে লাগিয়ে, নতুন করে বেঁচে থাকার, কিন্তু কয়জন পারে। বিচিত্র এই জীবনের কাছে হেরে যেতে হয়। হেরে যেতে হয় এই পৃথিবীর মানুষের কাছে। একটা সময় সবকিছু ছেড়ে চলে যেতে হয়।

তারপরেও মানুষ সুখে থাকার স্বপ্ন দেখে। ভালো থাকার জন্য লড়াই করে বেড়ায়, এলোমেলো চিন্তা নিয়ে নিজের মনের অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 27 days ago 

আসলে এই পৃথিবীর বিচিত্র ভিন্ন রূপ। এই বিচিত্র জগতে কেউ কারো আপন হয় না। আপনার পোষ্ট একটি কথা খুব ভালো লেগেছে। সবচেয়ে কঠিনতম একাকীত্ব হলো যখন নিজেকে নিজের ভালো না লাগা।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67863.38
ETH 3708.58
USDT 1.00
SBD 3.65