Better Life with Steem|| The Diary Game||26 april 2024

in Incredible India16 days ago

বন্ধুরা মানুষের জীবন কখনো একভাবে যায় না কখনো আনন্দের সাথে দিন পার হয় কখনো বা দুঃখ। আর এভাবেই প্রতিটা মানুষের জীবন পরিচালনা হয়। আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় কিন্তু দুঃখের সময় খুব ধীরগতিতে যায় কিন্তু সময় একইভাবে চলছে কিন্তু মানুষ একই গতিতে চলে না।

Picsart_24-04-27_16-32-07-860.jpg

যাইহোক গতকাল ছিল শুক্রবার আর ঘুম থেকে ওঠার পরে ভাগ্না বলতে ছিল তার বাবাকে দেখতে যাব। কিন্তু আমার পরীক্ষা থাকায় আমি যেতে পারছিলাম না তারপরে বাবা বলল তাহলে আমি যাই। পরে আমি ফ্রেশ হয়ে একটু নাস্তা করে পড়তে বসি আর এদিকে ভাগনা রেডি হতে থাকে। আর এখন আমার বোন জামাই ভাত খেতে পারে তাই আম্মু সকালে রান্না বসিয়ে দিয়েছে যে ভাত নিয়ে যাবে।।

IMG_20240426_155448.jpg

পরে ভাগনা রেডি হয়ে চলে যায় রংপুর আর তারপর আমি আবারো পড়তে বসি যেহেতু ম্যাথ সাবজেক্ট পরীক্ষা তাই একটু দীর্ঘ সময় ম্যাথ করতে হয়। পরে বেশ কিছু সময় পড়াশোনা করার পর বাসার কিছু কাজও করি। যেহেতু ভাইয়া হসপিটালে থাকে তাই বাসার কিছু কাজ করতে হয়। কিছু সময় কাজ করার পরেই আযান হয় যেহেতু শুক্রবার 12:30 আযান হয়। পরে আজান শুনে গোসল করে রেডি হয়ে নেই মসজিদে যাওয়ার জন্য। আর আমার একটা চাচাতো ভাই ও আর একটা ভাই আসে পরে আমরা সবাই মিলে একসাথে মসজিদে চলে যাই।।

IMG_20240426_163730.jpg

মসজিদে যেয়ে শুক্রবারে নামাজ আদায় করে বাসায় চলে আসি। আর গতকালকে পছন্ড গরম ছিল যেটা বলার মত না যে রকম রোদ উঠেছিল সেই রকম তাপমাত্রা। সেই সাথে ফ্যানের বাতাসও গরম মনে হয়। পরে মসজিদ থেকে এসে বাইরে কিছু সময় বসে থাকি তারপরে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি।

আর রুমে আসার পর বোনের সাথে বসে অনেকক্ষণ গল্প করি। তার একটু পরেই ভাইয়া ফোন করে বলে যে তাজিন এর আব্বু যেভাবে এক্সিডেন্ট করেছে তার ভিডিও পাঠিয়েছি। তাজিন হচ্ছে আমার ভাগ্নের নাম পরে বোনসহ ভিডিওটা দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল খুবই মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়েছে।। পরে ভিডিওটা দেখার পর আমি একটু ঘুমিয়ে যাই আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসি।

IMG_20240426_163637.jpg

বেশ কিছু সময় পড়াশোনা করার পর বাইরে একটু হাঁটাহাঁটি করতে যায়। বাইরে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি আর বাসায় আসার পর বোনসহ নাস্তা করে নিয়ে কিছু সময় গল্প করি। আর তার একটু পরে প্রতিদিনের মতোই পড়তে বসি। যেহেতু ২৮ তারিখ পরীক্ষা রয়েছে তাই একটু দীর্ঘ সময় পড়ার চেষ্টা করছি।।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  
 16 days ago 

সময় জিনিসটা আসলে আপেক্ষিক। যখন আপনি আনন্দের মাঝে সময় কাটাবেন তখন দেখবেন যে খুব দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে। আবার যখন কষ্টের মাঝে সময় কাটাবেন কিংবা কারো জন্য অপেক্ষা করবেন তখন দেখবেন সময় এত আস্তে আস্তে যাচ্ছে । তখন মনে হয় যেন ঘড়ির কাটা থেমে আছে।
আপনাদের ক্ষেত্রেও তো তাই হয়েছে।
মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটোই থাকবে যাবে। আবার একসময় খারাপ সময় কেটেও যাবে।
কিন্তু আপনি ঠিকমত আপনার পড়াশোনাটা চালিয়ে যান। এটাই এই মূহুর্তে আপনার প্রায়োরিটি হওয়া উচিত।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
সুন্দর করে আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।

 13 days ago 

একদম আপু খারাপ সময় যেতেই চায়না আর আনন্দের সময় খুব দ্রুত চলে যায়।। খুবই চমৎকার ভাবে কমেন্ট করেছেন পড়ে খুবই ভালো লাগলো।।

Loading...
 16 days ago 

আপনার ম্যাথ সাবজেক্ট পরিক্ষা এজন্য বেশি বেশি সময় দিতে হচ্ছে অংক করার পিছনে। আপনার জন্য শুভকামনা রইল যেন আপনার পরিক্ষা ভালো হয়। এক্সিডেন্ট শব্দটা শুনলেই যেন বুক কেপে ওঠে। বর্তমানে কিছু কিছু ড্রাইভারদের অসাবধানতার কারনে এক্সিডেন্ট এর পরিমান বেড়ই চলেছে। রাস্তায় বেরোতেই ভয় করে।

ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।।

 13 days ago 

ঠিকই বলেছেন ভাই এক্সিডেন্ট নাম শুনলে আমারও বুক কেঁপে যায়।। দোয়া করি কে যেন এক্সিডেন্ট না করে।।

 15 days ago 

আসলেই সময় কোন দিক দিয়ে চলে যায় তা কখনো বলে বোঝানো যায় না। আপনার ভাগ্নে তার বাবাকে দেখতে যাবে এজন্য আপনার বাবা সাথে নিয়ে গিয়েছেন।
আপনার ম্যাথমেটিক্স পরীক্ষা এজন্য আপনি ম্যাথ করা নিয়ে একটু ব্যস্ত ছিলেন।
দোয়া করি আপনার পরীক্ষাগুলো যেন ভালোভাবে সম্পন্ন করতে পারেন।

 13 days ago 

একদম সঠিক বলেছেন ভাই সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না।। তবে ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভাল থাকবেন ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 61133.31
ETH 2887.29
USDT 1.00
SBD 3.64