"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭২ [তারিখ : ২৮-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ ইমন হোসেন। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ লেখালেখি করতে এবং ফুটবল খেলতে বেশ পছন্দ করেন। তার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। তিনি, একটা বিষয় সবসময় বিশ্বাস করেন, মানিয়ে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231228_014656_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231228_014543_Chrome.jpg

আলু এখন দামি সবজি। by @emon42 (date 27.12.2023 )

মানুষের মৌলিক চাহিদার মধ্যে রয়েছে খাদ‍্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। অর্থাৎ এগুলো ছাড়া মানুষের বেঁচে থাকা কঠিন। সেজন্য এগুলোকে বলা হয় মানুষের মৌলিক চাহিদা। সাধারণত একজন রাষ্ট্র প্রধানের উচিত সবার আগে রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। কিন্তু এখন অধিকাংশ রাষ্ট্রপ্রধান সেটা করতে নারাজ। অধিকাংশ বলতে আমি অনুন্নত আমাদের এশিয়া মহাদেশ এবং আফ্রিকার কিছু দেশের কথা বলছি। তবে আফ্রিকা অতোদূরে যাব না। আপাতত বাংলাদেশেই থাকব। কিন্তু বতর্মানে রাষ্ট্র প্রধান রা এগুলো না করে অন্য কিছু নিয়ে ব‍্যস্ত। তারা ব‍্যস্ত পারমানবিক বোমা তৈরি নিয়ে। জনগণ না খেয়ে মরছে অথচ তারা এগুলো নিয়ে ব‍্যস্ত। আমি সাধারণত বাজার করি না। কিছু ঢাকাতে যাওয়ার পর দায়িত্ব টা আমার কাঁধ এসে পড়ে।...


লেখকের লেখাটি যখন পড়ছিলাম, তখন মনে হচ্ছিল সমস্যাটা শুধুমাত্র লেখকের একার ক্ষেত্রে না বরং গভীরভাবে যদি চিন্তা করা যায়, তাহলে বোঝা যাবে এই সমস্যায় আমরা সবাই ভুগছি। বিশেষ করে সাধারণ মানুষজন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দিন দিন প্রতিটা জিনিসপত্রের দাম কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, তা আসলে বলা বাহুল্য। চিন্তা করে দেখেছেন, আলুর দাম যদি এই অবস্থা হয় তাহলে না জানি অন্যান্য শাকসবজির দামের কি অবস্থা চলছে বাজারে।

লেখক যে দুঃখের সঙ্গে তার পোস্টে কথাগুলো লিখেছে, তা কিন্তু আমি আপনি কেউ ফেলে দিতে পারব না। কেউ যেন কিছুই বলছে না, সবাই সবকিছু মুখ বুজে যেন সহ্য করে যাচ্ছে। কেউ যে এসব বিষয় নিয়ে একটু শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে, সেই ভূমিকাও যেন কোনভাবেই দেখা যাচ্ছে না।

আমরা পিষ্ট হয়ে যাচ্ছি তারপরেও যেন আমরা মুখ খুলছি না। জিম্মি দশায় দুস্থ সবাই, সামনের দিনগুলোতে যে আরো কি অপেক্ষা করছে, তা নিয়ে যেন এখন থেকেই আমি শঙ্কিত। সমসাময়িক ব্যাপার নিয়ে লেখকের চিন্তাধারাকে অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি। তাও যে তার ভিতরে একটু হলেও ব্যাপারটা আলোড়ন জাগিয়েছে, এটাই তো অনেক কিছু।


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcWrBJJixQYhY6n9fiFc3orbYKiHBfo4PEwsvBmzfuPkQ15zNsLCUeD6achuDCm69TpG2EKNhqVZFS8uLpHVCqE8F1wdg.jpeg

ছবিটি ইমন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 months ago 

ইমন ভাই বাস্তবতাকে কেন্দ্র করে খুব চমৎকার একটি পোস্ট লিখেছে আর সেটি আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে দেখতে খুব ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এই রিপোর্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

সাধারণ মানুষের খাবার ছিল আলু এবং ডাল এবং ডিম। কিন্তু সেই খাবার যখন এতই দাম বৃদ্ধি পেয়ে হাতের নাগালে বের হয়ে গেল। আসলে দুঃখের ব্যাপার ভাবতে গেলে। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছে। যার কারণে যে সব খাবার খেয়ে মানুষ দিন যাপন করত সেই খাবার গুলোর দাম এখন অনেক বেড়ে গেছে। বিষয়টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

ইমন ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো।আলু আসলেই এখন দামী সবজি ।নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

এই ফিচারড আর্টিকেল পোস্টে ইমন ভাইয়ার নামটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছিলেন। আর ওনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই অনেক বেশি ভালো লাগলো। তিনি কিন্তু অনেক কিছুই তুলে ধরেছেন এই পোষ্টের মধ্যে। বাস্তবিক অনেক কিছু রয়েছে। পোস্টটা বাছাই করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

ইমন ভাইয়ের পোস্টটি অনেক চমৎকার ছিল। সত্যিই ভাববার বিষয় সাধারণ মানুষের এই আলু ছিল নিত্যদিনের খাবার। কিন্তু তুলনামূলক যখন এর দাম বৃদ্ধি হয় তখন সেই মানুষের কষ্ট
আর কি হতে পারে। এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62795.05
ETH 2941.10
USDT 1.00
SBD 3.55