"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৩ [তারিখ : ২৯-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mahbubul.lemon


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোঃ মাহবুবুল ইসলাম লিমন। জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করেন। তার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২১ সালের নভেম্বর মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


আমার মেয়ে সবজি বিক্রেতা by @mahbubul.lemon (date 28.12.2023 )

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার মেয়েকে সবজি বিক্রেতা হিসেবে সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে সাজাতে গিয়ে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। স্কুল জীবনে এমন কেউ নেই হয়তো এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। আবার যদিও বা কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তবে খুব কাছ থেকেই এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাগুলো অবলোকন করেছে। আমি যখন আমার মেয়েকে সবজি বিক্রেতা হিসেবে সাজিয়ে দিচ্ছিলাম, তখন আমার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করছিল।...


আজকের ফিচার আর্টিকেলে যে আর্টিকেলটি স্থান পেয়েছে সেটি অত্যন্ত ইউনিক একটি কনসেপ্টের পোস্ট। অথর তার মেয়েকে দিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছে। পোস্টের প্রথমেই অথর একটু আবেগের সাথেই প্রকাশ করেছে তার ছোটবেলার স্মৃতির কথা। এরপর তিনি তার মেয়েকে সুন্দর একটি সাজে সাজিয়ে সবজি বিক্রেতা বানিয়েছেন।

যদিও তার মেয়ে একটু অসুস্থ তবুও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তার মেয়ে অনেক খুশি। ছোটবেলায় আমরা প্রায় সবাই স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। তখনকার দিনগুলো আসলে অনেক মজার ছিলো।

কনটেন্টের থিম এবং প্রচেষ্টা সহ অসুস্থ থাকার পরেও সুন্দর একটি পরিবেশ তৈরি করে উপস্থাপন করার ব্যাপারগুলো মাথায় রেখে আজকের ফিচার আর্টিকেল হিসেবে এই পোস্টটি মনোনীত করা হলো। যারা এখনো পোস্টটি ভিজিট করেনি তাদেরকে বলব পোস্টটি ভিজিট করে একটি মন্তব্য এবং একটি আপডেট দিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।


3.PNG

ছবিটি লিমন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

🌟 Discover the Next Wave of Social Connection at RambleBay! 🚀✨

Ready for a social media experience like no other? 🌐 https://RambleBay.com is your passport to a world of seamless connections, vibrant communities, and endless possibilities! 🎉

 4 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। সবজি বিক্রেতাকে দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেল সিলেক্ট করলেন। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেমন খুশি তেমন সাজতে এমন সুন্দর সবজি বিক্রেতার দৃশ্য নিয়ে করা পোস্ট। তাছাড়া ও লিমন ভাইয়ের অ্যাক্টিভিটিস আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি আর্টিকেল সবার সাথে তুলে ধরার জন্য।

 4 months ago 

যেমন খুশি তেমন সাজো তে আমাদের প্রিয় মাহবুবুল লিমন ভাইয়া বেশ দারুন একটি সাজে সেজেছে। আর তার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেলের অর্ন্তভুক্ত করায় বেশ খুশি হলাম। আশা করি প্রতিযোগিতায় তিনি কোন কোন পুরুস্কার পাবে। ধন্যবাদ প্রিয় মাহাবুবুল লিমন ভাই এর পোস্ট কে ফিচারড আর্টিকেলে স্থান দেওয়ায়।

 4 months ago 

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবজি বিক্রেতার সাজে মাহবুবুল লিমন ভাইয়া বেশ দারুন সেজেছেন। ভাইয়ার পোস্টটি আগে আমার পড়া হয়েছিল।বেশ দারুণ ছিল পোস্টটি। অসংখ্য ধন্যবাদ ফিসারড আর্টিকেলে পোস্টটি মনোনীত করার জন্য।

 4 months ago 

ইনএকটিভ থেকে একটিভ লিস্টে আসার পর পরই যখন আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেলে দেখতে পেলাম, তখন কতটা যে ভালো লাগছে তা হয়তো বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ আমার মেয়ে এখনো বেশ অসুস্থ, তবুও আমার মেয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুব আগ্রহ দেখিয়েছিল এবং আমাকে সহযোগিতা করেছিল। ওর জন্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। যাই হোক, আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

মাহাবুবুল লিমন ভাইয়ের এই পোস্টটা আমি দেখেছিলাম। ওনার মেয়ের অসুস্থ তারপরও সে অনেক বেশি আনন্দিত ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। সবকিছুকে বিবেচনা করে এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখেই অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আজকের ফিচারড আর্টিকেল হিসেবে লিমন ভাইয়ের পোস্ট সিলেক্ট করার জন্য।

 4 months ago 

ফিচারড আর্টিকেলের মাধ্যমে প্রতিদিন একটি ইউজারকে বাড়তি সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে । এটি আসলে নিতান্তই আমাদের দাদার অনেক বড় মনের প্রকাশ। অনেক ভালো লাগলো এই রিপোর্টটি দেখে।

 4 months ago 

প্রতিযোগিতায় অনেকেই অনেক রূপ নিয়ে অংশগ্রহণ করেছে। মাহাবুবুল লিমন ভাই নিজের মেয়ের সাহায্যে অংশগ্রহণ করেছিলেন। উনার মেয়ে অসুস্থ ছিল তবুও সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক বেশি আগ্রহী ছিল। তিনি নিজের মেয়েকে সবজি বিক্রেতার রূপে সাজিয়েছিলেন। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61367.99
ETH 2929.04
USDT 1.00
SBD 3.67