"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৩৬ [ তারিখ: ০৪-০৩-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bidyut01


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। জাতীয়তা- বাংলাদেশী। বিদ্যুৎ ভাই বাংলাদেশের মেহেরপুর জেলায় বসবাস করেন। উনি আমার বাংলা ব্লগের সাথে কমিউনিটির শুরু থেকেই যুক্ত আছেন। মূলত শিক্ষকতার সাথে জড়িত হলেও তার পাশাপাশি বিদ্যুৎ ভাই মাছের চাষাবাদও করেন। ছবি আঁকতে, অরিগ্যামি বানাতে, বিভিন্ন প্রকারের রেসিপি করতে, কবিতা লিখতে, ভ্রমণ ও ফটোগ্রাফি পোস্ট করতে উনি ভালোবাসেন। আর সময় সুযোগ পেলেই বিদুৎ ভাই পুরনো দিনের ছায়াছবি দেখতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240304-220311.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG.jpeg

মহান সৃষ্টিকর্তার নিকট থেকে পাওয়া আমার পরিবারের সেরা উপহার // কন্যা সন্তান।... by @bidyut01 (তারিখ 03.03.2024 )

সুপ্রিয় বন্ধুগণ, গত শুক্রবার সন্ধ্যার সময় আমাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে। নতুন অতিথির আগমন উপলক্ষে আমাদের বাড়িতে এক অফুরন্ত আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সাধারণত বাড়িতে আত্মীয়-স্বজন আসলে মনের মধ্যে এমনিতেই অনেক আনন্দ অনুভব হয় এবং নতুন করে নিজেদেরকে সাজাতে ইচ্ছে করে। আর যখন বাড়িতে নতুন অতিথি হিসেবে সন্তানের আগমন ঘটে তখন বাড়ির সকল সদস্যের মাঝে যে পরিমাণ আনন্দ অনুভব হয় সেটা ভাষায় বোঝানো সম্ভব না। গত শুক্রবার সন্ধ্যার সময় আমার ছোট ভাইয়ের সুন্দর একটি কন্যা সন্তান দান করেছেন মহান সৃষ্টিকর্তা। আর আমাদের বাড়ির জন্য এই কন্যা সন্তানটি হলো বহুদিনের প্রত্যাশিত, বহুদিনের কাঙ্খিত এবং অনেক দিনের সাধনার একটি কন্যা সন্তান। শুষ্ক মরুভূমির বুকে যখন বৃষ্টি এসে শীতলতায় পরিপূর্ণ করে দেয়, ঠিক তেমনি অনেক বছর পরে আমাদের বাড়িতে কন্যা সন্তানদের আগমন উপলক্ষে আমাদের সকলের মন আনন্দে ও শীতলতায় পরিপূর্ণ হয়ে গেছে।...


আমার বাংলার ব্লগে আরো এক নতুন সদস্য যোগ দিলো। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগেই আমাদের সুমন ভাই ও সিমরন ম্যাডামের একটি কন্যা সন্তান হয়েছে। সেই সুখবরের মধ্যেই আরেক সুখবর দিলেন আমাদের অত্যন্ত পুরনো সদস্য বিদ্যুৎ ভাই। বিদ্যুৎ ভাই আমার বাংলা ব্লগের জন্মলগ্ন থেকেই রয়েছেন। ওনার জীবনের ভালো সংবাদ কিংবা মন্দ সংবাদ সব গুলোই আমাদের মাঝে ভাগ করে নেন। এবারেও তার ভিন্নতা হয়নি। তাই যখন ওনার ভাইঝি জন্মগ্রহণ করেছে সেই সুখবরও আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।

একটি পরিবারের কাছে কন্যাসন্তান হওয়ার চাইতে ভালো সংবাদ আর কিই বা হতে পারে। তাই যখন বিদুৎ ভাইয়ের বাড়িতে কন্যা সন্তান এসেছে উনি কথাটা আমাদের সবার সাথে ভাগ করে নিলেন।

কোনো পরিবারে কন্যাসন্তান জন্মানো কতটা আনন্দের সেটা আপনারা বিদ্যুৎ ভাইয়ের পোস্ট পড়ে বুঝতে পারবেন। আর তাদের ক্ষেত্রে আনন্দ আরো বেশি কারণ ৫০ বছর পর তাদের পরিবারের কোনো মেয়ে সন্তান হয়েছে। সেই আনন্দ বিদুৎ ভাই তুলে ধরেছেন। আরেকটি জিনিস আমার ভালো লেগেছে জ্যাঠামশাই হয়ে বিদ্যুৎ ভাইয়ের তার ভাইঝির প্রতি যে কর্তব্য সেটা তিনি তার পোস্টে সুন্দর ভাবে উল্লেখ করেছেন।


IMG.jpeg

ছবিটি বিদ্যুৎ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।

Sort:  
 2 months ago 

ভাইয়ার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগছিল। কারণ উনি কন্যা সন্তান নিয়ে অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করলেন। অনেক বছর পরে তারা একটি কন্যা সন্তান পেলেন। সেই বিষয় গুলো বিস্তারিত পোস্টের মধ্যে শেয়ার করেছেন। এত সুন্দর অনুভূতি মূলক একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

আসলে বাবা হওয়ার অনুভূতিটা জীবনের শ্রেষ্ঠ অনুভূতি যেটা এই পোস্ট পড়ে বুঝতে পেরেছি। যারা বাবা হয়েছে তারা সেই অনুভূতিটি উপলব্ধি করতে পেরেছে। তার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল। হৃদয়ের প্রশান্তি সব সময় সামনে থাকুক সেটাই প্রত্যাশা করি। সেরা আর্টিকেল নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন।

 2 months ago 

৫০ বছর পর সুমন ভাইদের পরিবারে মেয়ে সন্তান হয়েছে জেনে সত্যি ভীষণ খুশি হলাম। আমার বাংলা ব্লগ পরিবারের খুশির খবর। মেয়ে এবং মেয়ের মায়ের জন্য শুভ কামনা রইল। আর @bidyut01 ভাই চমৎকার লিখেছে। লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। সর্বোপরি সবার জন্য দোয়া রইল ❣️