মনে আছে এটা ? কত তাড়াতাড়ি হারিয়ে গেল এই খেলা গুলো। আজকাল এদের দখল নিয়েছে ইন্ডোর গেমিং :(

image.png
কে খেলেছেন জানি না তবে আমি খেলেছি, বাচ্চা বেলায় এটা একটা নেশার মতই ছিল। মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য দারোগা পুলিশ বদলে পাইলট, নাবিক , কার্টোগ্রাফার ইত্যাদি নাম রাখতাম। আজ এই ছবিটা দেখে বড্ড নস্টালজিক লাগলো। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, বুঝতে শিখে গেলাম। মনে পাপ ঢুকে গেল। বিষিয়ে গেলাম।
ভালো থাকুন সবাই আনন্দে থাকুন, ইশ্বর মঙ্গল করুন সবার।

Sort:  
 3 years ago 

পুরনো দিনের কথা মনে পরে গেল। আগে যখন মোবাইল ফোন নামের ডিভাইস টি ছিলোনা, তখন এই ধরনের খেলা গুলো উপভোগ করতাম। বর্তমানে এই খেলা বিলুপ্ত প্রায়।

 3 years ago 

হ্যাঁ,ঠিক বলেছেন এই খেলা এখন আর কেউ খেলেণা। আমিও এই খেলা একসময় খেলেছি।আজকে দেখে আবার মনে পড়ে গেলো।

 3 years ago 

এখনো মনে আছে। তবে মোটেও খেলাটি মনে করা হয় না। আবার ছোট বেলার এই খেলাগুলো মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমিও ছোটবেলায় এই খেলাটি খেলেছি।চোর-পুলিশ, আম-জাম খেলাগুলো বেশ মজার। সময়ের সাথে সাথে সব বিলুপ্তির পথে।

 3 years ago 

এটি দারুন মজার একটি খেলা । ভাই-বোনেরা হুল্লোড় করে খেলতাম ছোটবেলায় । আরো কয়েকটি খেলা --

আম-জাম-লিচু-কাঁঠাল, লুডো, রাম-শ্যাম-যদু-মধু

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67546.21
ETH 3785.08
USDT 1.00
SBD 3.56