সেমিফাইনাল প্রথম লেগ ( বায়ার্ন মিউনিখ VS রিয়াল মাদ্রিদ )

in আমার বাংলা ব্লগ21 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ১ লা মে , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000553633.jpg

Sony Ten sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


প্রথমত প্রচণ্ড গরম রাত তার উপর চ‍্যাম্পিয়ন লীগের সেমিফাইনাল ম‍্যাচ গরম টা আরও বাড়িয়ে দিয়েছে। আর যেখানে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে সেখানে কোনো ফাটিফাটি হবে না উওেজনা থাকবে না তাই কী হয়। গতকাল রিয়াল বায়ার্নের মাঠে সেমিফাইনাল এর প্রথম লেগ খেলতে গিয়েছিল। তবে এখানে কার্লোর একটা প্রতিশোধ নেওয়ার ব‍্যাপার ছিল। কারণ এই বায়ার্ন থেকেই সিজেনের মাঝপথে থাকে কোচ পদ থেকে অব‍্যাহতি দেওয়া হয়। আবার রিয়াল মাদ্রিদেরও একটা বোঝাপড়া ছিল। বেশ ভালোই বোঝা যাচ্ছিল দারুণ একটা ম‍্যাচ হবে। যেহেতু প্রথম লেগ পরবর্তী ম‍্যাচ স‍্যান্তিয়াগো ব‍ার্নাব‍্যুতে সেজন্য এইদিন আমি ড্র চেয়েছিলাম। ওদের মাঠ দিয়ে ড্র নিয়ে ফেরা মানে জেতার সমান।


1000553637.jpg

1000553638.jpg

1000553639.jpg

1000553640.jpg


একটু চমক রেখেই কার্লো সেরা একাদশ ঘোষণা করে। ৪-৩-১-২ ফর্মশনে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। অন‍্যদিকে বায়ার্ন মিউনিখ এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। গতকাল কার্লো তার স্ট‍্যাটাজি এর আরেকটা প্রমাণ দিয়েছে। তার খেলার ধরণটা ছিল এমন ডিফেন্স ডিফেন্স ডিফেন্স ডিফেন্স এবং তারপর যখন সুযোগ পাও একেবারে কাউন্টার অ‍্যাটাক চান্স ক্রিয়েট এবং গোল। গতকাল ম‍্যাচ শুরুর পরে থেকে রিয়াল মাদ্রিদ যেন পায়ে বলই রাখতে পারছিল না। অন‍্যদিকে একের পর এক আক্রমণ করছিল বায়ার্ন মিউনিখ। তাদের আক্রমণের গতি এতো বেশি ছিল আমি ভাবছিলাম প্রথম গোলটা কখন খাবে। কিন্তু না সানে, হ‍্যারি কেইন কেউই গোল করতে সক্ষম হয়নি। তবে তারা চান্স ক্রিয়েট করেছিল অনেক। কিন্তু ম‍্যাচের ২৪ মিনিটে আমাদের জার্মান স্নাইপার টনি ক্রুস এর অসাধারণ এক থ্রু পাসে বায়ার্ন গোলকিপার নুয়ার কে পরাস্ত্র করে অসাধারণ এক গোল করে ভিনিসিয়াস জুনিয়র।


1000553641.jpg

1000553642.jpg

1000553644.jpg

1000553646.jpg


ম‍্যাচে ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান রিয়ালের কোচ থাকার সময় একটা কথা বলেছিল " পুরো বার্সেলোনা দল ৪০ টা পাস দিয়ে যা করতে পারে, টনি ক্রুস একটা পাসেই সেটা করতে পারে। গতকাল যেন এর আরও একটা প্রমাণ পাওয়া গেল। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আগের মতোই আক্রমণ শুরু করে বায়ার্ন। তারই ফলস্বরুপ ৫৩ মিনিটে নিজের অসাধারন দক্ষতায় গোল করে লিও সানে। এবং ম‍্যাচে তখন ১-১ এর সমতা চলে আসে। এর ঠিক চার মিনিট পর ম‍্যাচের ৫৭ মিনিটে ডি বক্সের মধ্যে লুকাস ভাসকেজ জামাল মুসিয়ালা কে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ। এবং সফল স্পট কিক নিয়ে দলকে ২-১ গোলের লিড নিয়ে এসে দেয় হ‍্যারি কেইন।


1000553652.jpg

1000553648.jpg

1000553649.jpg

1000553650.jpg


তখন আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছিল। যদিও বার্নাব‍্যুতে গিয়ে রিয়াল আরও ভয়ংকর হবে কিন্তু এখান থেকে হেরে যাওয়া যাবে না। পরবর্তীতে রিয়াল মাদ্রিদও আক্রমণ করতে থাকে। ম‍্যাচের ৮৩ মিনিটে রদ্রিগো কে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে রিয়াল মাদ্রিদ। এবং সেখান থেকে নুয়ার কে পুরো বোকা বানিয়ে গোল করে ভিনিসিয়াস জুনিয়র। এবং ম‍্যাচে সমতা ফিরে আসে। ম‍্যাচ তখন ২-২ গোলের সমতায়। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ঐ ফলাফলেই ম‍্যাচ শেষ হয়। এই দুই দল সেমিফাইনাল এর দ্বিতীয় লেগের ম‍্যাচে আগামী ৯ মে সান্তিয়াগো বার্নাব‍্যুতে মুখোমুখি হবে। ম‍্যাচটা যে অসাধারণ একটা ম‍্যাচ হবে সেটা বলার অপেক্ষা রাখে না।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম এই লেগে রিয়াল মাদ্রিদ ভালো শুরুর করেছে বলে আমার কাছে মনে হয়। কারন একটা সময় মনে হচ্ছিল আজকে রিয়াল মাদ্রিদ অনেকগুলো গোল খাবে কিন্তু শেষ পর্যন্ত তারা ড্র করে ফিরে আসতে পেরেছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69995.16
ETH 3735.97
USDT 1.00
SBD 3.74