গান কভার :) আহা কি সুন্দর ঐ দুটো চোখ। || Just feel my voice 🤗 🎶

in আমার বাংলা ব্লগlast month (edited)
গান কভার :)
আহা কি সুন্দর ঐ দুটো চোখ

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে একটি গান কভার করার চেষ্টা করলাম 😄 আসলে সময় স্বল্পতার জন্য এখন আর গান কভার করা হয়না। যাইহোক ঈদের মাঝেও আমার অফিস ছিল, তবুও এক ফাঁকে এই গানটি কভার করার চেষ্টা করেছি। আরো একটা ব্যাপার হলো পরিবার কয়েকদিনের জন্য ঢাকায় বেড়াতে গেছে, ফাঁকা বাসা আমার হেঁড়ে গলায় গান গাওয়ার উত্তম পরিবেশ 😄। যাইহোক অনেকদিন পর গলা ছেড়ে একটু গেয়ে শোনানোর চেষ্টা করলাম, আশাকরি ভালো লাগবে। আর যদি না ভালো লাগে তাও মন্তব্যের মাধ্যমে জানাবেন। আসলে পুরনো দিনের গানগুলো আমার বেশি ভালো লাগে। ইমতিয়াজ বাবুর অনেক গান আমি গাইতাম কিন্তু এখন সবকিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে। ভেবে দেখলাম মাঝে মাঝে একটু চেষ্টা করা দরকার নিজেকে মানসিকভাবে হালকা করার। যাইহোক চলুন গানের বিষয়টিতে চলে যাই।

গানের বিবরণ
গান:আহা কি সুন্দর ঐ দুটো চোখ
অ্যালবাম:তুমি আমার ভালবাসা
কথা:কাজী ফারুক বাবলু
সুর ও সংগীত:খায়ের আহমেদ
কণ্ঠ:ইমতিয়াজ বাবু

গানের লিরিক্স

আহা কি সুন্দর ঐ দুটি চোখ
নেশা ভরা ঐ রাঙা দুটি ঠোঁট
রঙ করা চুল লাগছে ভালো
হাতে ক্যাসিও ঘড়িটি কালো
জানিনা কখন এই মনটি
চুরি করেছে সেই মেয়েটি

ভাবটা যে তার ম্যাডোনার মত
বুকে আগুন যেন জ্বলে
হাতটা হাতে যখনি ধরে
সুখে মধুপে দোলে
মনে ছিল না এই সুখটি
এনে দিয়েছে সেই মেয়েটি

চোখটা চোখে যখনই পড়ে
মনে কত ইচ্ছে জাগে
মুখটা মেলে যখনই হাসে
দেখে কত ভালো লাগে
জানা ছিল না সেই পথটি
চিনায়ে দিল সেই মেয়েটি

সংগ্রহশালা

গান কভার ভিডিও

নিজস্ব অনুভূতি

হা হা 😄
অবশেষে গানটা পরিবেশন করতে পারলাম, সত্যি বলতে বেশ দুশ্চিন্তায় ছিলাম। যাইহোক আপনাদের কেমন লাগলো আশাকরি জানাবেন 🤗 তবে আরো একটা কথা বলে রাখি, বেশ মজা করে আরো একটা গান আজ কভার করেছি। সামনের সাপ্তাহে হয়তো উপস্থাপন করার চেষ্টা করবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

ইমতিয়াজ বাবুর গান গুলো আমার অনেক বেশি পছন্দের। বাসায় কেউ না থাকায় গলা ছেড়ে চমৎকার একটি গান কভার করেছেন। মাঝে মধ্যে এভাবে গান করবেন আশাকরি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনার মিষ্টি কন্ঠে আহা কি সুন্দর ঐ দুটো চোখ গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে গানটি আপনার কন্ঠে শুনতে জাস্ট অসাধারন লাগতেছে। আশাকরি মাঝে মধ্যে আপনার কন্ঠে গান শুনতে পারবো। অনেক দিন পরে আপনার কন্ঠে গান শুনে হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 last month 

ধন্যবাদ লিমন।
আসলে অনেক দিন সময় সুযোগ না পাওয়াতে তেমন চর্চা নেই। যাইহোক বেশ দুশ্চিন্তায় ছিলাম ভালোভাবে শেষ করতে পারবো কিনা। 😄

 last month 

ভাই, এতদিনতো আপনি আমাদের ঠকিয়ে এসেছেন। এত সুন্দর গান জানা সত্বেও আপনার গান শোনা থেকে আমাদের বঞ্চিত রেখেছেন। আপনার নামে মামলা করা উচিত। যাক আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হল, এরপর প্রতিনিয়ত আমাদের মাঝে গানের ধারাবাহিকতা বজায় রাখবেন নিশ্চয়ই। আর হ্যাঁ ভাই, সত্যি বলছি আপনার গান শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর প্রতিভা আপনার অথচ লুকিয়ে রাখাটা মোটেই ঠিক হয়নি। যাইহোক ভাই, খুব সুন্দর একটি গান গেয়ে মন ভরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

হা হা হা 😄
ধন্যবাদ ভাই।
ভাই চর্চা একদমই নেই, খুব বেসুরো গলায় গাইলাম গানটা।
যাইহোক আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ❤️

 last month 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান কভার করেছেন দেখছি। আপনার চমৎকার এই গান কভার শুনে খুবই ভালো লাগলো। অসাধারণ ভাবে আপনি গান গেয়েছেন। আপনার কন্ঠে গান শুনে মুগ্ধ হলাম।

 last month 

ধন্যবাদ আপু, আমার গানটি মুগ্ধতার সাথে শোনার জন্য।
খুব ভালো থাকুন দোয়া রইল।

 last month 

বাসা ফাঁকা পেলে আমিও হয়তো গাইতে চেষ্টা করতাম ভাইয়া🤣।খুব সুন্দর গান করলেন কিন্তু। আসলে সবকিছুর জন্য পরিবেশ দরকার।পরিবেশ,স্থির মন ভালো কিছু হতে বাধ্য।ধন্যবাদ ভাইয়া চমৎকার এই গানটি উপহার দেয়ার জন্য। এই গানটি অনেক শুনেছি আগে।আজ অনেকদিন পর আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last month 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান আজকেই আমি প্রথমবারের মতো শুনতে পেলাম। এত সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বাসা ফাঁকা পেয়ে অনেক সুন্দর একটি গান কভার করেছেন। আসলে পুরানো দিনের গান এখন তেমন শোনা হয় না বলেই চলে।অনেকদিন পরে এই গানটা আপনার কন্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last month 

বেশ সুন্দর গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো ভাই। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মিষ্টি কন্ঠে আহা কি সুন্দর ঐ দুটো চোখ গানটি পরিবেশন করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। এতো সুন্দর গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

বেশ সুন্দর গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো ভাই। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মিষ্টি কন্ঠে আহা কি সুন্দর ঐ দুটো চোখ গানটি পরিবেশন করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। এতো সুন্দর গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

বাহ্ বেশ চমৎকার গেয়েছেন দাদা ৷ আপনার গানের কভার শুনে অনেক ভালো লাগলো ৷ আপনার গানের গলা বেশ চমৎকার এবং গানটাও বেশ সুন্দর ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গানের কভার সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 last month 

অসম্ভব সুন্দর একটি গান আপনি কভার করলেন। আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেলো। আহা কি সুন্দর ঐ দুটো চোখ এই গান আমার অনেক পছন্দের বিশেষ করে ইমতিয়াজ বাবুর কন্ঠে বেশ চমৎকার লাগে। এই ধরনের গান কভার পোস্ট আগামীতে আরও চাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62875.98
ETH 2948.16
USDT 1.00
SBD 3.55