লেভেল ৪ হতে আমার অর্জন - By @farhanaaysha

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

Purple and Yellow 3D Reminder Instagram Post.jpg

Canva

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।গত শনিবার লেভেল ফোর এর ভাইবা দেওয়ার পর পাশ করে আজ লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছি। এখন লিখছি লেবেল ফোর এর লিখিত পরীক্ষার উত্তরপত্র।

লেভেল ফোর টি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে আমার জন্য কারণ প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না যা আমি এই লেবেল থেকে জানতে পেরেছি rme দাদা এবং প্রফেসর Rupok দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার কোন রেফারাল না থাকা সত্ত্বেও আমাকে আলাদাভাবে ক্লাস করিয়ে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

চলুন তবে শুরু করি উত্তর পত্র লিখা

প্রশ্ন:১- p2p কি?

উত্তর: p2p হচ্ছে person to person স্টিমিট একাউন্টে
STEEM, SBD,TRX ট্রান্সফার করা। অর্থাৎ একজনের ইস্টিমিট ওয়ালেট হতে অন্যজনের স্টিমিট ওয়ালেটে steem, SBD,Trx ট্রান্সফার করাকে p2p বলে।



প্রশ্ন:২- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর : P2P এর মাধ্যমে 0.001 SBD সেন্ড প্রক্রিয়াটি নিম্নরূপ

১. Active key দিয়ে steemit wallet লগইন করবো তারপর
২. STEEM DOLLARS এর ড্রপডাউন মেনুতে ক্লিক করব
৩.transfer সিলেক্ট করব
৪.নতুন পপআপ উইন্ডো আসবে ফাঁকা ঘর নিয়ে যথাক্রমে সেগুলো পূরণ করবো
From @farhanaaysha
To @level4test (যাকে পাঠাবো তার ইউজার নেম)
Amount 0.001(কত পরিমান পাঠাবো)
Memo for level-4test exam (এ কারণে পাঠাচ্ছি সেটা উল্লেখ করব)
৫.Next বাটন প্রেস করবো
৬.সবকিছু চেক করে OK করবো
৭.Active key দিয়ে sbd সেন্ড করব
তাহলেই নিদিষ্ট একাউন্টে @level4test এ 0.001 SBD transfer হয়ে পৌছে যাবে।


এ.jpg

সা.jpg

sbd.jpg



প্রশ্ন:৩- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর : P2P এর মাধ্যমে0.001 Steem সেন্ড প্রক্রিয়াটি নিম্নরূপ

১.Active key দিয়ে wallet login করার পর
২.STEEM এ ড্রপডাউন মেনুতে ক্লিক করব
৩.transfer সিলেক্ট করব
৪. নতুন পপআপ উইন্ডো আসবে ফাঁকা ঘর নিয়ে সেগুলো পূরণ করবো
From @farhanaaysha
To @level4test (যাকে পাঠাবো তার ইউজার নেম)
Amount 0.001(কত পরিমান পাঠাবো)
Memo for level-4test exam (এ কারণে পাঠাচ্ছি সেটা উল্লেখ করব)
৫.Next বাটন প্রেস করবো
৬.সবকিছু চেক করে OK করবো
৭.Active key দিয়ে steem সেন্ড করব
তাহলেই নিদিষ্ট একাউন্টে @level4test এ 0.001 STEEM transfer হয়ে পৌছে যাবে।


oo.jpg

IMG_20240331_235644.jpg

wp.jpg



প্রশ্ন:৪- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :P2P এর মাধ্যমে 0.001TRX সেন্ড প্রক্রিয়াটি নিম্নরূপ

১.Active key দিয়ে wallet login করার পর
২.TRX এ ড্রপডাউন মেনুতে ক্লিক করব
৩.transfer সিলেক্ট করব
৪.From @farhanaaysha
To @level4test (ইউজার নেম দেওয়ার পর দেখা যাবে সেই অ্যাকাউন্টের এড্রেসটি অ্যাড করা আছে। যদি এড্রেস করা না থাকতো তাহলে To এর ঘরে ওই একাউন্টের এড্রেসটি দিতে হতো )

৫.Amount 0.001(কত পরিমান পাঠাবো)
৬.Memo ( কিছু না লিখলেও হয়)
৭.TRON Private Key দিয়ে ট্রান্সফার করবো 0.001TRX যা @level4test অ্যাকাউন্টে পৌঁছে যাবে।


ip.jpg



প্রশ্ন:৫- Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert পদ্ধতি

১.steemit wallet এ প্রোফাইল আইকনের পাশে
থ্রি ডট চিহ্ন তে ক্লিক
২. currency market নামে অপশনটিতে ক্লিক করবো
৩.Buy Steem এ সিলেক্ট করে
৩.price (Sell order থেকে price সিলেক্ট করলে তাড়াতাড়ি কেনা হবে)
৪.Total -0.1
৫.Amount (টোটাল এর ঘরে 0.1 লিখলে কত steem পাবো সেটা Amount ঘরে দেখতে পাবো)

৬. Buy Steem ক্লিক করব
৭.কনফার্মেশন পেইজে সবকিছু ঠিক থাকলে Ok করব
৮.active key দিয়ে কনফার্ম করলেই 0.1 SBD Steem এ কনভার্ট হয়ে যাবে।


ম.jpg

স.jpg

pp.jpg



প্রশ্ন:৬- Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর :Poloniex Exchange site এ একটি Account Create করার পদ্ধতি
১.Poloniex এর অফিসিয়াল পেইজে যাব
২. ডান পাশের sign up লেখাটিতে ক্লিক করব
৩.ফাঁকা ঘরে email address এবং password দিব
৪.email address এবং একটি মজবুত password সেট করবো
৫.কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে পুনরায় পাসওয়ার্ডটি বসাবো
৬.রেফারেল কোড অপশনাল তাই কিছু বসাবো না
৭.ফাঁকা করে টিক চিহ্ন দিয়ে captcha verify করব
৮.sign up এ ক্লিক করবো
৯.Email এ একটি ছয় ডিজিটের কোড আসবে
১০.কোড টি ব্যবহার করে ইমেইল ভেরিফাই করার মাধ্যমে Poloniex Exchange site এ একটি Account Create সম্পন্ন হবে।



প্রশ্ন:৭- আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর : Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer পদ্ধতি
১.Poloniex অ্যাকাউন্ট লগইন করে
২. wallet ওয়ালেটে গিয়ে
৩.Deposit সিলেক্ট করব
৪.সার্চ বারে Steem লিখতে হবে
৫.STEEM নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে
৬.address এবং memo কপি করে নিব
৭. স্টিমিট ওয়ালেটে ফিরে আসব
৮. Steem ড্রপডাউন মেনু থেকে transfer এ যাবো
৯.To,Amount, Memo নামে ফাঁকা ঘর আসবে
১০.To( কপি করা এড্রেসটি বসাবো)
১১.Amount (স্টিমের পরিমাণ বসাবো)
১২.Memo(কপি করা মেমোটি বসাবো)
১৩.Next নেক্সট করে Ok করব
১৪.Active key দিয়ে কনফার্ম করলেই Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer হয়ে যাবে।


ওয়ালেট.jpg

স্টিম.jpg

hj.jpg

ত.jpg

সা.jpg



প্রশ্ন:৮- আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর :Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer পদ্ধতি
১.Poloniex অ্যাকাউন্ট লগইন করে
২. wallet ওয়ালেটে গিয়ে
৩.Deposit সিলেক্ট করব
৪.সার্চ বারে TRX লিখতে হবে
৫.TRC20নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে
৬.address কপি করে নিব
৭. স্টিমিট ওয়ালেটে ফিরে আসব
৮. Trx ড্রপডাউন মেনু থেকে transfer এ যাবো
৯.To,Amount, Memo নামে ফাঁকা ঘর আসবে
১০. switch to tron account সিলেক্ট করব
১১.To( কপি করা এড্রেসটি বসাবো)
১২.Amount (স্টিমের পরিমাণ বসাবো)
১৩.Memo(কিছু বসাতে হবে না)
১৪.Next নেক্সট করে Ok করব
১৫.TRON Private Key দিয়ে ট্রান্সফার সম্পন্ন করব।


আ.jpg

লট্র.jpg

সা.jpg

পলো.jpg



প্রশ্ন: ৯-Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :

Steem কে USDT তে Exchange

১.Poloniex অ্যাকাউন্ট থেকে
২.Trade এ ক্লিক করে
৩. spot এক্লিক করব
৪.সার্চ বারে Steem লিখে সার্চ করব
৫. steem USDT সিলেক্ট করব
৬.sell এ ক্লিক করে
৭. price (অর্ডার বুক দেখে প্রাইস বসাবো)
৮.Amount ( পরিমাণ বসাবো)
৯.sell steem এ ক্লিক করবো
তাহলে USDT তে রূপান্তর হবে

ন.jpg

ন.jpg

ল.jpg


TRX কে USDT তে Exchange

১.Poloniex অ্যাকাউন্ট থেকে
২.Trade এ ক্লিক করে
৩. spot এক্লিক করব
৪.সার্চ বারে TRX লিখে সার্চ করব
৫. Trx USDT সিলেক্ট করব
৬.sell এ ক্লিক করে
৭. price (অর্ডার বুক দেখে প্রাইস বসাবো)
৮.Amount ( পরিমাণ বসাবো)
৯.sell steem এ ক্লিক করবো
তাহলে trx তে রূপান্তর হবে USDT.
২.


ড.jpg

আ.jpg



শেষ প্রশ্নের উত্তর লেখার মাধ্যমে আমার লেভেল ফোর এর লিখিতা পরীক্ষা শেষ হলো। আশা করবো লেভেল ফোর হতে আমার অর্জন আমাকে লেভেল ফোর সফলভাবে পার করতে সাহায্য করবে। সর্বোপরি এবিবি স্কুল কে অনেক অনেক কৃতজ্ঞতা।

পোস্টবিবরণ
শ্রেণিলেভেল -৪ এক্সাম
ক্যামেরাস্মার্টফোন
পোস্টতৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
ডিভাইসiQOO Z3 5G
Sort:  
 2 months ago 

কখনো পোস্টে একটিভ কি, প্রাইভেট কি, মেমো, এড্রেস এগুলো শো করবেন না। তাহলে আপনার একাউন্টের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago (edited)

ভাইয়া শো করিনি এগুলো ডট যাস্ট পিকচারের সৌন্দর্যের জন্য দিয়েছি।কি দেওয়া অবস্থায় স্ক্রিনশট উঠেনা সেজন্য বাকি বিষয়গুলো মনে রাখবো আর শো করবো না

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69828.11
ETH 3825.90
USDT 1.00
SBD 3.55