"হঠাৎ ঘটে গেল একটি দুর্ঘটনা"

in আমার বাংলা ব্লগ19 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি একটু চাপেই আছি।কারন গরমের মধ্যেও প্রতিনিয়ত আমাকে ছুটতে হচ্ছে কলেজের উদ্দেশ্যে।যাইহোক আজ আমি একটি দুর্ঘটনা সংক্রান্ত পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।তো চলুন শুরু করা যাক---

হঠাৎ ঘটে গেল একটি দুর্ঘটনা:

IMG_20240423_002858.jpg
সোর্স

কিছু ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দেয়।আসলে সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ফুলে ফেঁপে উঠেছে।অর্থাৎ গরমে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে।আর এই গরমে কিন্তু মশা,মাছি কিংবা সাপের উপদ্রব বেড়েই চলে।তেমনি এই ঘটনাটি আমাদের এক দূরবর্তী প্রতিবেশী বৌদির।

আমি আপনাদের আগেই বলেছি,বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়।কারন এখানে মানুষ প্রচুর পরিমাণে জমি চাষাবাদ করে থাকে।গ্রীষ্ম -বর্ষা দুই মৌসুমেই সমানভাবে ধান চাষ হয়ে থাকে।ফলে আইলের সংখ্যাও অগণিত এখানে।তাছাড়া এখানের মানুষ গরু-ছাগল ইত্যাদি পুষে জীবিকা নির্বাহ করে থাকে।

ঘটনাটি হচ্ছে শুক্রবারের।সময়টি ছিল প্রায় 12 টার কাছাকাছি।আমাদের এক দূরবর্তী প্রতিবেশী বৌদি আখবাগানের পাশে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল।আখ বাগানটি অন্য দুই প্রতিবেশীর।যাইহোক এখানে যেহেতু আইলের সংখ্যা বেশি তাই জমিতে ঘাসের পরিমাণও বেশি আর সাপের ও।বর্ধমানের মাঠে অসংখ্য প্রজাতির বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ রয়েছে।মাঝে মাঝেই অবশ্য সাপুড়ে এসে ধরে নিয়ে যায়।তাছাড়া আমাদের বাড়িতে কিংবা ঘরেই কয়েকবার কাল কেউটে,চন্দ্রবোড়া,কালাচ,শাখামুঠি ইত্যাদি সাপের সম্মুখীন আমরা হয়েছি।তো বৌদি কাস্তে এবং বস্তা নিয়ে ঘাস কাটতে কাটতে হঠাৎ একটা সাপের উপর পা তুলে দেয়।তখন সাপটি ঘাসের মধ্যে থেকে তার পায়ে কামড়ে দেয়।তখন সে দ্রুত পাশে এক দাদা তার দোকানে বসেছিলো ,তাকে জানায়।তারপর বৌদিকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় বর্ধমানে।এরপর সেই দাদা ও আরেকটি ছেলে গিয়ে সেই আখ বাগান থেকে খুঁজে খুঁজে সাপটিকে মেরে ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে যায় একইসঙ্গে।

আসলে সাপটি ছিল চন্দ্রবোড়া সাপ।বৌদিকে হাসপাতালে 24 ঘন্টার জন্য না খাইয়ে রাখা হয়।সাপে কামড়ানোর প্রভাবে বৌদি চোখেও ঠিকমতো দেখতে পারছিল না।তারপর তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলে 6 ব্যাগ রক্ত শরীর থেকে ফেলে দিয়ে নতুন 6 ব্যাগ রক্ত কিনে তাকে দেওয়া হয়।প্রায় দুই দিন অবস্থা খারাপ ছিল,তারপর স্যালাইনের নলের মাধ্যমে এখন তাকে খাওয়ানো হচ্ছে।তবে আমরা চেষ্টা করেছি প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়ার জন্য এবং এখনো নিচ্ছি।কারণ বৌদির বাড়ি আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে।আর এখন আগের তুলনায় শরীর সামান্য সুস্থ হয়েছে বলে জানতে পেরেছি, তবে কবে হাসপাতাল থেকে ছেড়ে দেবে বৌদিকে সেটা বলা যাচ্ছে না।এটাই ছিল আমাদের দূরবর্তী প্রতিবেশী বৌদির সঙ্গে ঘটে যাওয়া হঠাৎ ঘটনা।তো দূরবর্তী প্রতিবেশী বৌদির দ্রুত সুস্থ্যতা কামনা করে আজকের মতো পোষ্টটি এখানেই শেষ করছি।।


আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

Thanks.

 19 days ago 

আসলে কখন দুর্ঘটনা কিভাবে আসে সেটা তো আর বলা যায় না যাইহোক তিনি সাপে কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এমনকি তার শরীরের ছয় ব্যাগ রক্ত চেঞ্জ করা হয়েছে। দোয়া রাখছি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসে।

 18 days ago 

আসলেই বিপদ হঠাৎ করেই চলে আসে,ধন্যবাদ ভাইয়া।

 18 days ago 

দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। আর বিপদ বলে কয়ে আসেনা। এই গরমে আমাদের সবাইকে সাবধানের সাথে চলাফেরা করা উচিত।কারণ অতিরিক্ত গরমে পোকামাকড় ও সাপ বের হয়।
সাপের কামরের পরেই তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং শরীরের ছয় ব্যাগ রক্ত চেঞ্জ করেছে। দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।
অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 18 days ago 

সত্যিই গরমে বিষাক্ত জিবেরাও যেখানে সেখানে ছুটে বেড়ায়।ধন্যবাদ আপু।

 18 days ago 

চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার বেশ বিষাক্ত একটা সাপ। আপনার বৌদি যে বেঁচে আছে এটাই অনেক। কারণ এই সাপ কামড়ানোর পর সঠিক সময়ে চিকিৎসা না হলে মানুষ বাঁচে না। গরমের সময় সাপের উপদ্রব বেশ বাড়ে। গরমে অতিষ্ঠ হয়ে তাড়াও বের হয়ে লোকালয়ে চলে আসে।

 18 days ago 

ভাইয়া ঠিক বলেছেন, আসলে আমাদের এখানে মাঠটি সুবিশাল।তাই সাপের উপদ্রবও বেশ,আর প্রতিবেশী বৌদির সুস্থ্যতা প্রধান।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 18 days ago 

Thank you so much..💝

 15 days ago 

বিপদ কখনো বলে আসেনা৷ যে কোন সময় বিপদ হয়ে যেতে পারে৷ তাকেও সাপে কামড় দিয়েছিল এবং হাসপাতালে ভর্তি করার পরে ওনার ছয় ব্যাগ রক্ত পরিবর্তন করতে হয়েছিল যা শুনে খুবই খারাপ লাগছে৷ আসলে এই গরমে কেউই শান্তিতে নেই৷ সকল জীবজন্তুরাও তাদের বাসা থেকে অস্থির হয়ে বের হয়ে পড়ছে৷ তাই জন্য এরকম একটি ঘটনা ঘটেছে৷ দোয়া করি তিনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন৷

 5 days ago 

একদম ঠিক বলেছেন, গরমে জীবজন্তুরাও অস্থির।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60732.86
ETH 2906.70
USDT 1.00
SBD 3.57