প্রচন্ড তাপদাহ//ইসতেসকার সালাত, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা।

IMG_20240427_094704_861.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শনিবার এপ্রিল,(২৭-৪-২০২৪) আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষাভাষী সকল বন্ধুরা একত্রে কাজ করি আনন্দের সাথে আর্ন করি। আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে ইসতেসকার সালাত আদায় সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি।

IMG_20240427_092429_829.jpg

ইসতেসকার দুই রাকাত ওয়াজিব সালাত আদায়ের জন্য নির্ধারিত একটি টাইম দেওয়া হয় সকাল নয়টা সময়। কিন্তু ঠিক টাইমে অনেকে পৌঁছাতে পারবে না বলে ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের জামে মসজিদের ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করছেন। আমরা সবাই মিলে মনোযোগ সহকারে তার খুতবা শুনছিলাম। তিনি বৃষ্টির খুতবা তেলাওয়াত করছিলেন পরবর্তীতে তিনি আমাদের বাংলা অর্থ বুঝিয়ে দিয়েছেন। মহান আল্লাহতালার বান্দার উপর রাগ ক্ষোভ হলে তিনি যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় তিনি বৃষ্টি দেন না। বৃষ্টি আল্লাহতালার বড় একটি নেয়ামত। তাই আমরা সবাই মিলে আল্লাহতালার কাছে দোয়া করার জন্য একত্রিত হয়ে দুই রাকাত, ওয়াজিব ইসতেসকার সালাত আদায় করার জন্য আমরা আমাদের স্কুল মাঠে একত্রিত হয়েছি।

IMG_20240427_092432_509.jpg

ইসতেসকার সালাত মূলত রোদে তেলাওয়াত করতে হয়। খুতবার সময় আমরা সবাই মনোযোগ সহকারে খুতবা শুনছিলাম সেই সময় আমি একটি ছবি উঠেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইসতেসকার সালাত। প্রচন্ড খরার জন্য বৃষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করা বা দোয়া প্রার্থনা করা।

IMG_20240427_094411_917.jpg

ইসতেসকার সালাত আদায়ের শেষে আল্লাহতালার কাছে মোনাজাত করেছি। মোনাজাত করার সময় আমরা সকলে সোজা হাত উঠাই বিশেষ করে সালাতের শেষ। কিন্তু ইসতেসকার সালাত আদায়ের শেষে আমাদের ইমাম সাহেব বললেন হাত উল্টা করে মোনাজাত করতে হয়। আশা করি ইসতেসকার সালাত আপনাদের সবার মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে ধন্যবাদ।

Sort:  
 14 days ago 

পোষ্টগুলো আরো একটু বড় করার অনুরোধ করছি, লেখাগুলো খুব ছোট হয়ে যাচ্ছে আমার দৃষ্টিতে। ধন্যবাদ

ওকে ভাইয়া ধন্যবাদ।

 14 days ago 

প্রচন্ড রোদ গরমের কারণে আজকে আমাদের গ্রামে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। বর্তমানে প্রচন্ড রোদ তার সাথে রোদের তাপ। এই সময় বৃষ্টি হওয়া খুবই জরুরী সবাই অনেক বৃষ্টি চাইছে। তাই এই নামাজ টি আদায় করেছিল স্কুল মাঠে। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ শেয়ার করার জন্য।

 14 days ago 

আসলে এই বৃষ্টির জন্য অনেক জায়গাতে সালাতের আয়োজন করা হয়েছে তবে এখনো বৃষ্টি নামেনি। সত্যি বলতে অনাবৃষ্টির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা নিজেরাই দায়ী। যাইহোক সর্বোপরি নিজেও এই প্রত্যাশায় রয়েছি কবে বৃষ্টি নামবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60986.03
ETH 2921.26
USDT 1.00
SBD 3.57