অবশেষে বৃষ্টি|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৪শে বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | গ্রীষ্মকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000068274.png

Canva দিয়ে তৈরি



দীর্ঘ একটানা তাপদাহ শেষে কালকে আমাদের এলাকায় মোটামুটি বৃষ্টি হয়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। নিউজে প্রতিনিয়ত দেখাচ্ছিল বৃষ্টি হবে, ঢাকা সিলেটসহ বিভিন্ন অঞ্চলের কমবেশি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের কুষ্টিয়াতে এ পর্যন্ত কোন বৃষ্টি হয়নি। চারিপাশ শুকিয়ে অবস্থা খারাপ। মাঠের ফসল যেন পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মাটি ফেটে চৌচির সেই সাথে খাল বিল পুকুরের পানি সবকিছু শুকিয়ে গিয়েছে কিন্তু কোন বৃষ্টি নেই। এমন অবস্থাতে সবাই সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল কিন্তু তারপরেও বৃষ্টির দেখা মিল ছিল না। আবহাওয়া বার্তায় জানালো খুব শীঘ্রই বৃষ্টি হবে। গত পরশুদিন একটু মেঘলা ভাবছিল কিন্তু বৃষ্টি হয়নি তবে কালকে সারাদিন আকাশে বেশ মেঘ ছিল বিকেল থেকেই বোঝা যাচ্ছিল হয়তো বৃষ্টি হতে পারে। সময় যত ঘনিয়ে আসছিল মেঘ তত অন্ধকার হচ্ছিল সন্ধ্যার পর থেকেই আকাশটা ঘুটঘুটে অন্ধকার টাইপের হয়ে গেল বোঝা গেল হ্যাঁ আজকে হয়তো বৃষ্টি হতে পারে। তাছাড়া কালকে বিকেলের দিকে কুষ্টিয়া সদর সহ চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখলাম কিন্তু আমাদের এলাকায় তখনো ঝকঝকে রোদ।

ঠিক রাত আটটার দিকেই আকাশে গুড়ুম গুড়ুম ডাক আর বিদ্যুৎ চমকাতে শুরু করল বোঝা যাচ্ছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। আমি বাজারের দিকে ছিলাম দ্রুত দোকান বন্ধ করে আব্বু এবং ভাইয়ের সাথে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম ঠিক তখনই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হল। দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টির শব্দে যেন মন জুড়িয়ে যাচ্ছিল মনে চাইছিল রাতের বেলা হয়েছে তো কি হয়েছে এখনই একটু বৃষ্টিতে ভিজে আসি। তবে দিনের বেলা বৃষ্টি হলে পুরোটা সময় বৃষ্টিতে ভিজতাম এতে কোন সন্দেহ নেই। আশা করেছিলাম হয়তো অনেক সময় একটানা বৃষ্টি হবে তবে যতটুকু বৃষ্টি হয়েছে তাতেই আবহাওয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। কিছু সময় বৃষ্টি হওয়ার পরে আবার ঝড় শুরু হয়ে গেল। তীব্র গতিতে বাতাস বইতে লাগলো আর বৃষ্টি থেমে গেল। তবে বাতাসের পরিবর্তে যদি একটু বৃষ্টি বেশি হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। যাইহোক অনেকদিন পরে একটু বৃষ্টি হয়েছে তাতেই তো আলহামদুলিল্লাহ।



1000068265.jpg

1000068266.jpg

1000068267.jpg



যখনই বাতাস শুরু হল তখনই লোডশেডিং হলো। রুমের মধ্যে বসে বসে জানালে দিয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম যখন বিদ্যুৎ চমকাচ্ছিল ছিল তখন বোঝা যাচ্ছিল বাইরে মোটামুটি ভালোই বাতাস হচ্ছে আর সেই সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। তবে আমার বারবারই বৃষ্টি দেখে হিংসে হচ্ছিল যদি দিনের বেলায় বৃষ্টি হত তাহলে এই বৃষ্টিতে ভিজতে পারতাম। আবার মনে হচ্ছিল যখনই বৃষ্টি হোক না কেন মানুষের চাহিদাটা পূরণ হয়েছে এটাই তো যথেষ্ট তাছাড়া গরমের প্রভাবটা কমেছে আবহাওয়া বেশ ঠান্ডা মনে হচ্ছিল কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর মতো সময় চলে এসেছে। কিছু সময় বাতাস হওয়ার পরে ঝড় অনেকটা থেমে গেল। হালকা পরিসরে ঝড় এবং বৃষ্টি আর তাতেই পরিবেশটা পুরোপুরি নীরব হয়ে গিয়েছে। বাইরে মানুষের কোন আনাগোনা নেই পরিবেশটা অনেকটাই ঠান্ডা তাপমাত্রা কমে এসেছে মানুষের জীবনে যেন স্বস্তি নেমে এসেছে। তীব্র গরম থেকে জনজীবন মুক্তি পেয়েছে।



রাতের আবহাওয়া টা পুরোপুরি ঠান্ডা, ঝড়ের কারণে লোডশেডিং হয়েছে চাইলেও ফোন নিয়ে ঘাটাঘাটি করে সময় পার করতে পারব না তাই আগে থেকেই ঘুমিয়ে পড়লাম। রাতে এতটা স্বস্তির ঘুম হয়েছে সেটা বলার নয়। অনেকদিন পরে এরকম মজার ঘুম হল প্রায় একমাস পরে, কেননা প্রতিদিন রাতেই ঘুমোতে অনেক দেরি হয়ে যায় আর মাঝে মাঝে লোডশেডিং হলে তো গরমে ঘুম ভেঙ্গে যায়। শুয়ে শুয়ে ঘুমানোর আগে চিন্তা করছিলাম আসলে বৃষ্টি সৃষ্টিকর্তার কত বড় একটা রহমত সামান্য একটি বৃষ্টি হয়েছে আর পুরো অঞ্চলের তাপমাত্রা কমে গিয়েছে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে হয়তো এই সামান্য বৃষ্টির কারণেই আবার কৃষকের ফসল সহ আশপাশের সবুজ শ্যামল পরিবেশ নতুন করে প্রাণ ফিরে পাবে।



1000068268.jpg

1000068269.jpg



রাতের বেলায় দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম বলে সকাল সকাল ঘুম ভেঙে গেল। উঠে বাইরে গিয়ে দেখতে পারলাম কিছু কিছু ডালপালা ভেঙেছে তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সকালের বাতাসটা মনে হচ্ছিল যেন শীতকাল, তাই তো আবার রুমে এসে একটু মোটা গেঞ্জি গায়ে দিয়ে বাইরে বের হলাম যাতে শীত না লাগে। যারা আজকে সকালে ঘুম থেকে উঠেছিলেন তারা অবশ্য বুঝতে পারছেন সকালের ঠান্ডা বাতাসে কিন্তু শীত লেগে যাচ্ছিল। চারিদিকে যেন বৃষ্টির কারণে স্বস্তি নেমে এসেছে সবুজ গাছ গুলো আবার যেন তাজা প্রাণ ফিরে পাবে। বাতাসে গাছের পাতাগুলো নড়ছে মাঠের দিকে তাকালে যেন সবুজের একটা আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদিন যেমন সকালের রোদ গায়ে লাগলে মানুষ ছায়ায় যাওয়ার চেষ্টা করে কিন্তু আজকের রোদ গায়ে লাগলে যেন আরো মিষ্টি লাগছিল কারণ সকালের বাতাসটা অনেক ঠান্ডা ছিল।



যাই হোক যেহেতু একবার বৃষ্টি হয়েছে তাই মনে হয় মাঝে মাঝেই বৃষ্টি হবে কেননা আজকে আবারো আকাশে হালকা মেঘ জমেছে হয়তোবা আবার রাতের বেলায় বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে কৃষকের জমিতে আবারো সেই সবুজ ফসলের ঢেউ খেলা সৌন্দর্য দেখা যাবে। কেননা এই সামান্য বৃষ্টির কারণেই বোঝা যাচ্ছে সৃষ্টিকর্তার রহমতের বৃষ্টির পানি আর সেচ প্রকল্পের পানির মধ্যে কতটা পার্থক্য তৈরি করতে পারে কৃষি খাতে। সবাই দোয়া করবেন যেন মাঝে মাঝেই এরকম বৃষ্টি হয় আর পরিবেশটা যেন আগের মতো সবুজ শ্যামল হয়ে তাপমাত্রাটা কমে যায়।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়মে,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 21 days ago 

ভাই আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো যে অবশেষে যাই হোক বৃষ্টিতে স্বস্তি মিটলো। আসলে ভাইয়া বৃষ্টির খুবই প্রয়োজন কারণ বৃষ্টি হলেই যেন আবহাওয়াটা আবার ঠিক হয়ে যেত। যে গরম পড়ছে তাতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই চেয়ে আছে একটু বৃষ্টির অপেক্ষায়। তবে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম যখনই বাতাস হয়েছিল তখনই লোডশেডিং হয়েছিল অর্থাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। হ্যাঁ ভাই একটু বাতাস হলেই বিদ্যুতের এই আবির্ভাব সব জায়গায় ঘটে থাকে। তো বৃষ্টি তো হয়েছে এতে সজিবতা আবার প্রাণ ফিরে পেয়েছে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 21 days ago 

আমাদের এখানে পরশুদিন থেকে বেশ ভালোই শীতল হাওয়া হয়েছিল। তবে আজকে সারাদিন প্রচন্ড গরম। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাতের কোন দেখা নেই। আবার নিউজে যা দেখলাম অনেক জায়গায় প্রচন্ড বজ্রপাত আজকে তো আটটি জেলায় দশটি মানুষ মারা গেছে বজ্রপাতে। তবে স্বস্তির বৃষ্টি না আসা পর্যন্ত মনে শান্তি নেই।

 21 days ago 

ভাই আমাদের দেশে হালকা একটু বাতাস সৃষ্টি হলেই লোডশেডিং আগে হয়। আর ভোগান্তির শিকার হতে হয় আমাদের। আমাদের এখানে ঠিক তাই হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। কি সুন্দর শীতল বাতাস ছিল কাল। আপনারা স্বস্তির বৃষ্টি পেয়েছেন জেনে ভালো লাগলো।

 21 days ago 

অবশেষে বৃষ্টি পেয়ে মনে হচ্ছে অনেক আনন্দিত।
তবে ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো মনে হচ্ছে একদম সজীবতায় ভরে উঠেছে।
অবশেষে আল্লাহর রহমত শুকরিয়া ।

 21 days ago 

হ্যাঁ ভাইয়া অবশেষে আল্লাহ তায়ালা আমাদের উপর তাঁর রহমত বর্ষিত করেছেন।গত কয়েকদিন আগে যে তাপদাহ ছিলো জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছিলো।এই বৃষ্টির খুব দরকার ছিলো। আশা করা যায় আবহাওয়ার পরিবর্তন আসবে।

 21 days ago 

যাক অবশেষে তাহলে আপনাদের ওদিকে বৃষ্টি হলো শুনে খুব ভালো লাগলো , আজকে জেনারেল চ্যাটে কথা বলতে , বলতে এক আপুর সঙ্গে কথা বললাম ওনাদের ওদিকে নাকি শিলাবৃষ্টি হয়েছে তবে আপনাদের ওদিকে এমন ডাক পড়ে বৃষ্টি হওয়াটাও অনেক সুন্দর ছিল। আমাদের এলাকাতে আজকেও মেঘা ছন্দ ভাব তবে বৃষ্টির কোন দেখা নেই। জানিনা কবে বৃষ্টি হবে আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদের খুব শীঘ্রই বৃষ্টি দান করবেন।

 21 days ago 

গ্রামের দিকে এই একটা সমস্যা। হালক ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তবে ঐ মূহুর্তে বজ্রপাতের খনিক আলোয় বাইরে টা দেখতে কিন্তু চমৎকার লাগে ভাই। আমি কুষ্টিয়া থেকে চলে এসেছি আর বৃষ্টিও নেমেছে দেখছি। ব‍্যাপার টা বেশ ভালো লাগল। এখন গরম বেশ কিছুটা কমবে আশাকরি। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ভাই।

 21 days ago 

চলমান তাপদাহের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এটা বেশ ভালো লাগলো শেষ পর্যন্ত আপনারা বৃষ্টি পেয়েছেন। আমরা এখনো সেই অবস্থায় পড়ে আছি ভাই। তবে বৃষ্টি যে রহমত এতে কোন সন্দেহ নেই। সেই বিষয়টা মানুষ খুব রিসেন্টলি ভালো উপলব্ধি করতে পেরেছে।

 21 days ago 

আপনাদের কুষ্টিয়াতে অবশেষে বৃষ্টি হলো জেনে ভালো লাগলো। গতকাল আমাদের এখানেও বেশ বিদ্যুৎ চমকে ছিল তবে শেষ পর্যন্ত আর বৃষ্টির দেখা হয়নি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে বাইরে বেশ ভালই বৃষ্টি হচ্ছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 67677.71
ETH 3825.40
USDT 1.00
SBD 3.65