অ মানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতোই ।

in আমার বাংলা ব্লগ22 days ago

১৯বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


Source

মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। পৃথিবীটা ক্ষণস্থায়ী এজন্যই লোকে বলে আজ মরলে কাল দুদিন। কিন্তু কর্ম মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে অনেকদিন। হাজার হাজার বছর পেরিয়ে গেল তবুও মানুষের কৃতকর্ম কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কেউ যদি ভালো কাজ করে তাহলে মানুষ তাকে শ্রদ্ধা ভক্তি সম্মানের সাথে স্মরণ করে। আবার কেউ খারাপ কাজ করলে তাকে ঘৃণিত ভাবে স্মরণ করে খারাপ কাজের উদাহরণ তাকে দিয়ে দেওয়া হয়। আমরাই তাহলে এখন আমাদের জীবন নিয়ে চিন্তা করি আমরা কেমন ভাবে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। ভালোভাবে না ঘৃণার সাথে। আবার এমন যেন না হয় যে লোক দেখানো ভালো কাজ করে মানুষের অন্তরে জায়গা করতে চাই। কেননা সৃষ্টি করতে যার উপর খুশি হন তাকেই সম্মানিত করেন। আর যারা সৃষ্টিকর্তা নাফরমানি করে ফেলেন সৃষ্টিকর্তা তাদেরকে গজবে নিবেদিত করেন। তবে আমার আজকের আলোচ্য বিষয় অ মানুষদেরকে নিয়ে। যারা আমাদের সমাজে ভালো মানুষ সেজে থাকে। প্রত্যক্ষদর্শী হিসেবে কিছু কাজকর্ম দেখেছি সেগুলা নিয়েই আজ কিছু কথা লিখব।

আমাদের এলাকার একজন রিকশাচালক নাম ফিরোজ আহমেদ। এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। ভালোই চলে যেটা ইনকাম করে সেটা দিয়ে। কিন্তু কিছু কিছু মানুষ থেকে যায় যারা অন্যের ভালো দেখতে পারে না। উপকারের নামে বিপদে ফেলে দেয়। বা অন্যের ভালো দেখে তাদের সহ্য হয় না অন্যের উপর সবসময় জুলুম করতে চায়। হঠাৎ করে রিকশাচালক কে বলল আমাদের অঞ্চলের এক নেতা। তোমার বাড়িতে একটি সৌর বিদ্যুৎ এবং একটি জল মটর বসিয়ে দেবো এর জন্য তুমি আমাকে ১০,০০০ টাকা দেবে। অথচ এই টাকা দেওয়ার মত সামর্থ্য তার ছিল না। তাকে অনেক ভাবে প্রলোভন দেখানো হয় যে সে ১০ হাজার টাকা দিলে ১ লাখ টাকার অনুদান পাবে সরকার থেকে। সহজ সরল মানুষ হয়তো এই এত টাকার লোভে সে তার কথায় রাজি হয়ে যায়। এবং কয়েক দিনের মধ্যে একটি এনজিও সংস্থা থেকে টাকা লোন করে দিয়ে দেয় তার কাছে। পরবর্তীতে লোনের টাকা শোধ দেয়া এবং সংসার চালানো তার জন্য অনেক কষ্টের হয়ে যায়। এদিকে সরকারি অনুদান পাওয়ার আশায় টাকা দেওয়া প্রায় ছয় মাস হয়ে যায় অথচ সে কিছুই পায় না। এরকম করতে করতে একসময় সে জানতে পারে যে সে আর কিছু পাবে না।

এমন অবস্থায় সে ওনার কাছে টাকা ফেরত চায়। এখানেই বেঁচে যায় বিপত্তি। একদিন দুদিন ৫দিন টাকার জন্য ঘুরতে ঘুরতে সে অতিষ্ট হয়ে যায়। এদিকে সংসার চালানো এবং কিস্তির টাকা দিতে সে হিমশিম খেয়ে যাচ্ছিল। শেষমেষ সে যখন টাকাগুলো জোর দিয়ে চেয়ে ফেলে তখন তার ওপর প্রভুর করা হয়। মান অপমান করে মার দিয়ে তাকে বের করে দেয়া হয় নেতার বাড়ি থেকে। সুখের সংসারে লেগে গেল অনেক বড় একটি আগুনের ধাক্কা। না পেলেও সরকারি কোন অনুদান না পেলেও অনুদানের জন্য দেওয়া অর্থ। হারিয়ে গেল সংসারের সুখ কষ্টে চলতে থাকলো দিনগুলো। এরকম নেতা বা এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে অভাব নেই। এরা আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে। যদি একটা অনুদান আসে সরকারি ভাবে তাহলে তারা দশ জনের কাছ থেকে টাকা নিয়ে খাবে। আমরাও বাঙালি লোভ করে থাকি সবসময়। ১০ হাজার টাকা দিয়ে যদি ১ লাখ টাকার অনুদান পাওয়া যায় তাহলে কিন্তু কেউই পিস পাবো না। কিন্তু এর ভয়াবহতা টা যে আমাদেরকে অভাবে ফেলতে পারে আমাদেরকে সুখের সংসার তছনছ করে দিতে পারে অশান্তি তৈরি করে দিতে পারে সেটা কিন্তু কখনো ভেবে দেখিনি। হতে পারে এই দশ হাজার টাকা একজনের জন্য কিছু না কিন্তু একজন রিকশাচালকের জন্য অনেক বড় একটি ব্যাপার।

এখন আমাদের করণীয় কি? যখন সরকারি কোন অনুদান দেওয়ার জন্য কেউ আমার আপনার কাছে অর্থ চাইবে তখন আমাদের করণীয় হবে উপজেলায় গিয়ে এই বিষয়ে খোঁজখবর নেওয়া। এবং যথাস্থানে যোগাযোগ করে নিজের অসুবিধার কথাগুলো তুলে ধরা। তাহলে দেখবেন কোন রকম আর্থিক লেনদেন ছাড়াই আপনি সরকারি অনুদান টা পেতে পারেন। হয়তো কোন নেতার আন্ডারে একটা বা দুটো অনুদান যেতে পারে অসহায় মানুষদের জন্য। কিন্তু বর্তমানে এসব লোক গুলো মানুষকে ব্যবহার করে তাদের নিজের স্বার্থে। এই সরকারে অনুদান দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। আমাদের সমাজে এরকম প্রতারক ব্যক্তির অভাব নেই। এদের কাছ থেকে সবসময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে।

বাংলা ভাষায় একটা বহুল আলোচিত প্রবাদ লোভে পাপ পাপে মৃত্যু বা সর্বনাশ। আমাদের সমাজে এরকম অনেক কিট রয়েছে যারা মানুষকে সবসময় ব্যবহার করে নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তোলে। আর এই অমানুষ প্রকৃতির ব্যক্তিদের থেকে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তারা মানুষের অসহায়ত্ব এবং দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে বিপদে ফেলে দেয়। আর এদের প্রধান টার্গেটে থাকে অভাবী এবং গরিব মানুষ। যারা অশিক্ষিত এবং দুর্বল প্রকৃতির। কেননা একজন সচেতন মানুষ কখনোই কোন ফাঁদে পা দেবে না বা লোভে পড়ে নিজের অর্থ সম্পদ নষ্ট করবে না। এজন্য আসুন আমরা সচেতন হই এবং সমাজের যে কীটগুলো আছে এদের থেকে দূরে থাকি। কেননা মিষ্টি মিষ্টি কথা বলবে এই অ মানুষগুলো শেষমেষ আমাদেরকে বিপদে ফেলে দেবে। অমানুষ গুলো দেখতে মানুষের মত হলেও এদের ভেতরের চারিত্রিক বৈশিষ্ট্যটা সম্পন্ন হায়নার মতো। বাহিরের আবরণ বা মিষ্টি কথা দেখে ভুলে গেলে কিন্তু বড় বিপদ আসতে পারে। এরকম এমন কত ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে হয়তো আমরা সবাই এর কোন না কোনটার প্রত্যক্ষদর্শী। তাই আসুন আমরা নিজের সচেতন হই এবং অন্যকে সচেতন করে। সরকারি অনুদানের লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে না দেই। যা হোক আজ আমার কথা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 22 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি টপিক্স নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমরা সবাই মানুষ তবে সত্যিকারের মানুষ হিসাবে প্রমাণ করতে বেশ ব্যর্থ হয়ে যায় কিছু কিছু মানুষ। আমি আপনার কথা একদম একমত মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আসলে মানুষ পৃথিবীতে চিরকাল স্থায়ী থাকবে না তবে চিরকাল স্থায়ী থাকবে তার কর্মের ফল। আসলে আমাদের সমাজে এখনো এরকম অমানুষ খুঁজে পাওয়া যায় ভাবতেই আমার কেমন ঘৃণা করে। আসলে অন্যের কাছ থেকে যেকোন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে খেয়ে ফেলা সত্যি বেশ লজ্জার ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 20 days ago 

আসলে বর্তমান সময়ে সত্যিকার মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট একটি বিষয়।
কেননা মানুষের বাহিরের আবরণ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে মানুষটা কেমন হবে।
ধন্যবাদ আপনাকে বিষয়টি পড়ে মন্তব্য করার জন্য।

 22 days ago 

অনেকে মিথ্যে প্রলোভনের পাল্লায় পড়ে নিজের সবকিছুই দিয়ে দেয়।।আর দিনশেষে শূন্য হাতে ফিরে আসে। আসলে এমন কিছু মানুষ আছে যারা অনেক সহজ সরল হয় আর সেই মানুষগুলোই জীবনে বেশির ভাগ ঠকে যায়। যাই হোক ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সমাজের বাস্তব চিত্র আপনি আপনার লেখার মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 20 days ago 

আসলে সহজ সরল মানুষগুলো খুব সহজে অন্যকে বিশ্বাস করে নেয়।
আর এটাই হয় তাদের জীবনের সবথেকে বড় বাধার কারণ।
আর সবথেকে বড় কথা হলো যারা অমানুষ মানুষকে ঠকায় তারা কিন্তু দেখতে ঠিক মানুষের মতই।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68874.67
ETH 3743.28
USDT 1.00
SBD 3.72