আমার বাংলা ব্লগ | সুন্দর একটি প্রেমের গল্প 💗💗

in আমার বাংলা ব্লগ12 days ago

কেমন আছেন বন্ধুরা সবাই, অবশ্যই আপনারা সবাই অনেক ভাল আছেন, আর আপনাদের মনটাকে ভালো করার জন্য আজকে আমি একটি সুন্দর প্রেমের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গল্পটি একেবারেই কাল্পনিক, এটি বাস্তবতার সাথে তেমন মিল নেই। তবে অনেকখানি দেখা যায় এমনটাই ঘটে আমাদের নিজস্ব জীবনে।

আজকে যে প্রেমের গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই গল্পটি একটি গাঁয়ের, যে গাঁয়ের একটি ছেলে ও একটি মেয়ের মধ্য মধুর সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্ক থেকে তাদের মধ্যেও প্রেম হয়, এবং সেই প্রেম থেকে শেষ পর্যন্ত তারা সফলতা পেয়ে নিজের নিজের জীবন সুন্দরভাবে কাটাই।

তাহলে আসুন সেই গল্পে যাওয়া যাক, যে গল্পটি আপনাদের সাথে আজকে আমি বলতে চলেছি। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি প্রথমেই বলেছি এই গল্পটি একেবারেই কাল্পনিক।

azrul-aziz-DsvY9NRykRg-unsplash (1).jpg
Src

অনেক বছর আগের কথা, যখন আমাদের গ্রামে গঞ্জে এমন ঘটনা অহরহর ঘটতো। শান্তিপুর নামের এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতো অনিরুদ্ধ নামের একটি সুদর্শন ছেলে। তবে সে ছিল একজন সাধারণ কৃষকের ছেলে, যে তার পরিবারের জন্য দিন-রাত পরিশ্রম করত।

গ্রামের অন্য প্রান্তে থাকতো ময়না নামের একটি মেয়ে, যে ছিল একজন স্কুল শিক্ষিকা। এদের দুজনের মধ্যেও এমন একটা সম্পর্ক গড়ে উঠবে, গ্রামের কোন লোকই কখনো চিন্তাই করিনি, কারণ এটা কখনো সম্ভব না হওয়ার মতো একটা সম্পর্ক ছিল। ময়না ছিল একটা সুন্দর চেহারার মেয়ে, যার মুখের দিকে তাকালে যে কেউ তাকিয়ে থাকতো। গ্রামের কমবেশি সব ছেলেরাই তাকে পছন্দ করত, কিন্তু কখনোই সাহস করে কেউ কিছু বলতে পারতো না, কারণ ময়না যেহেতু একজন স্কুল শিক্ষিকা ছিল। তবে ময়নার যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগতো, সেটি ছিল তার মিষ্টি হাসি, সে যখন মন খুলে হাসতো মনে হতো যেন সকালের প্রথম সূর্যের আলো ঝরে পড়ছে তার মিষ্টি হাসি থেকে।

এভাবেই দুজনের দিন খুব সাধারণ ভাবেই কেটে যাচ্ছিল, অনুরুদ্ধ তার পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে মাঠে, আর ময়না প্রতিদিন তার সময় মত স্কুলে শিক্ষকতা করে যাচ্ছে। হঠাৎ করে একদিন অনিরুদ্ধের পথ ময়নার সাথে ক্রস হয়। ময়না তার স্কুলে যাচ্ছিল, আর অনিরুদ্ধ তার মাঠের দিকে যাচ্ছিল। যখন তারা একে অপরের পাশ কাটিয়ে যাচ্ছিল হঠাৎ করেই তাদের দুজনের চোখাচোখি হয় একে অপরের প্রতি, এবং সেই মুহূর্তে অনিরুদ্ধ বুঝতে পারে যে তার হৃদয়ে কিছু একটা ঘটে গেছে। ময়নাও অনিরুদ্ধের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। আর এই হাসি দেখেই অনুরোধের মন আরো বেশি আনন্দিত হয়ে যায়।

এভাবেই দিন যায়, মাস যায়, অনিরুদ্ধ আর ময়না একে অপরের সাথে পরিচিত হতে থাকে। কারণ প্রায়ই তাদের দুজনের সাথে একই জায়গায় দেখা হতো, একই জায়গা থেকে পাশ কাটিয়ে যে যার মত চলে যেত। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎ করেই অনুরোধ সাহস করে ময়নার সাথে কথা বলার চেষ্টা করল। একসময় তারা একে অপরের সাথে গল্প করা শুরু করলো, এভাবেই দুজনের হাসাহাসিতে সময় কাটাতে থাকলো দিনের পর দিন।

একদিন অনিরুদ্ধ ময়নাকে তার মাঠের কাজ দেখাতে নিয়ে যায়। ময়না তার সাথে ফসলের মাঝে হাঁটে এবং অনিরুদ্ধের কঠোর পরিশ্রম দেখে অভিভূত হয়। একদিন তারা দুজনে মিলে গ্রামের পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল। ঠিক সেই সময়, অনিরুদ্ধ ময়নাকে ডাকল এবং বলল ময়না আমি একটা কথা বলতে চাচ্ছিলাম অনেকদিন ধরে। কিন্তু কোনভাবেই আমি সেটি বলতে পারছিনা, আমি কি কথাটি বলবো? তখন ময়না হাসিখুশি মনে বলল হ্যাঁ বলো না কি বলবা। অনিরুদ্ধ ময়নাকে তার হৃদয়ের কথা বলল। কিন্তু ময়না চুপ করে শুনে, কোন কথা বলে না এটা দেখে অনিরুদ্ধ অনেকখানি ঘাবড়ে যায়, সে ভাবতে থাকে তাদের বন্ধুত্বটা বোধ হয় নষ্ট হয়ে গেল, এমন ভাবতে ভাবতে হঠাৎ করে অনুরুদ্ধ ময়নার চোখের দিকে তাকাল, এবং দেখল ময়নার চোখে জল এসে গেছে। তখন অনুরুদ্ধ ময়নাকে জিজ্ঞেস করল তুমি কাঁদছো কেন? তখন ময়না অনিরুদ্ধের হাত ধরে এবং বলে, "আমিও তোমাকে ভালোবাসি।"

গ্রামের সবাই তাদের প্রেমের কথা জানতে পারে এবং তাদের দুজনের সুন্দর সম্পর্কের জন্য সবাই অনেক বেশি খুশি হয়। কারণটা ছিল অনুরুদ্ধ ছেলেটি অনেক ভালো ছিল, তার স্বভাব চরিত্র অন্য সকল ছেলেদের চেয়ে অনেকখানি ভালো ছিল। সে সবসময় গ্রামের মানুষের জন্য চিন্তা করত, গ্রামের মানুষের বিপদে আপদে এগিয়ে আসতো, আর তাদের এই সুন্দর সম্পর্কের কথা যখন সবাই জানতে পারে, তখন সবাই অনেক খুশি হয়। যে না অবশেষে অনুরুদ্ধ তার জীবনসঙ্গিনী পেয়ে গেছে। এভাবেই অনিরুদ্ধ এবং ময়না একসাথে একটি সুখের জীবন কাটাতে থাকে, এবং তাদের প্রেম গ্রামের সবার জন্য একটি উদাহরণ হয়ে ওঠে।

শুধু অর্থ সম্পদ থাকলেই একজন আরেকজনের প্রেমে পড়বে এমনটা নয়, যদি ভালো মন ভালো সম্পর্ক সত্যিকার অর্থে গড়া যায় তাহলে ধনী-গরীব সবাই এই সুন্দর সম্পর্কে জড়াতে পারে। তবে দুজনের মন সঠিক থাকতে হবে কেউ কাউকে ঠকানোর চেষ্টা করলে হবে না।

যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটি প্রেমের গল্প শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 days ago 

অনুরুদ্ধ ও ময়নার প্রেম কাহিনি খুব ভালো লাগলো।অনুরুদ্ধ কৃষকও কঠোর পরিশ্রমি এদিকে ময়না একজন শিক্ষক কিন্তুু দুজনার মনের মিলের কারণে একে অপরকে ভালো বেসেছেন।তাদের প্রেম কাহিনি জেনে গ্রামের মানুষ ও খুশি জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর গল্পটি শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62121.36
ETH 3004.20
USDT 1.00
SBD 3.71