অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করার একটি পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি:

IMG_20240430_231509.png
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আইসক্রিম খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। তাই হঠাৎ করেই মনে হল রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করে ফেলি। আর কাগজের আইসক্রিম গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমার তো আইসক্রিম গুলো তৈরি করার সময় মনে হচ্ছিল এখন যদি আইসক্রিম খেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এই গরমে আইসক্রিম খেতে সবাই পছন্দ করে। আর আমিও ভীষণ পছন্দ করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20240428170202.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240428170250.jpg
Device-OPPO-A15
IMG20240428170417.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দরভাবে হলুদ রঙের কাগজ নিয়েছি। এরপর চারকোনা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার পেন্সিল দিয়ে দাগ দিয়েছি।


ধাপ-২

IMG20240428170507.jpg
Device-OPPO-A15
IMG20240428170519.jpg
Device-OPPO-A15


এবার কাগজ সুন্দরভাবে আইসক্রিমের আকৃতি অনুযায়ী কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20240428170628.jpg
Device-OPPO-A15
IMG20240428170712.jpg
Device-OPPO-A15


এবার একই পদ্ধতিতে নীল রঙের একটি কাগজ আইসক্রিম তৈরি করার জন্য প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৪

IMG20240428170943.jpg
Device-OPPO-A15
IMG20240428171022.jpg
Device-OPPO-A15


আইসক্রিমের উপরের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবার আমি হালকা গোলাপি এবং সাদা রঙের কাগজ নিয়েছি। এরপর সাদা রঙের কাগজের উপর দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20240428171135.jpg
Device-OPPO-A15
IMG20240428171239.jpg
Device-OPPO-A15


এবার দাগ অনুযায়ী সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। খুব সাবধানতার সাথে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240428171319.jpg
Device-OPPO-A15
IMG20240428171347.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে আমি ডিজাইনগুলো কেটে নিয়েছি। যাতে করে এলোমেলো হয়ে না যায়।


ধাপ-৭

IMG20240428171443.jpg
Device-OPPO-A15
IMG20240428171636.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতিতে গোলাপি রঙের কাগজটিও সুন্দরভাবে আইসক্রিমের ডিজাইন অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240428171721.jpg
Device-OPPO-A15
IMG20240428171742.jpg
Device-OPPO-A15


এবার আইসক্রিমের কাঠি তৈরি করার জন্য সাদা রঙের কাগজ নিয়েছি। আর সুন্দর ভাবে কেটে নিয়েছি।


ধাপ-৯

IMG20240428171810.jpg
Device-OPPO-A15
IMG20240428171816.jpg
Device-OPPO-A15


এবার আইসক্রিমের কাঠির সাথে আইসক্রিম সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। এজন্য আমি আঠার ব্যবহার করেছি।


ধাপ-১০

IMG20240428171839.jpg
Device-OPPO-A15
IMG20240428172028.jpg
Device-OPPO-A15


এবার আইসক্রিমের উপরের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20240428172227.jpg
Device-OPPO-A15
IMG_20240430_230919.jpg
Device-OPPO-A15


এবার কালো কলমের ব্যবহার করে আইসক্রিম গুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। এভাবেই আমি কাগজ দিয়ে সুন্দর আইসক্রিম তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20240501_114142.png
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সময় পেলেই রঙিন কাগজ নিয়ে বসে পরি। আর এই গরমে আইসক্রিম তৈরি করবো না তা কী করে হয়। তাইতো আমি কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করার চেষ্টা করেছি। আর এই কাগজ দিয়ে তৈরি করা আইসক্রিম গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। রঙিন আইসক্রিম গুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কাগজের তৈরি রঙিন এই আইসক্রিম গুলো দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগছিল। আশা করছি আমার তৈরি করা এই কাগজের আইসক্রিম সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর আইসক্রিম তৈরি করেছেন। দুটি আইসক্রিম আপনি এত সুন্দর ভাবে তৈরি করেছেন, দেখতে পেয়ে একদম হুবহু অরজিনাল এর মত লাগছে। এত সুন্দর আইসক্রিম তৈরি করার ধাপ গুলো দেখে ভালো লেগেছে আমার।

 last month 

আমার তৈরি করা আইসক্রিম গুলো দেখতে আপনার কাছে সত্যিকারের আইসক্রিমের মতোই মনে হয়েছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে আইসক্রিম তৈরি করার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার মতো আমারও মনে হচ্ছে ইস যদি এই আইসক্রিম খেতে পারতাম। এমনকি কমেন্ট করতে করতে ফ্রিজে গিয়ে আইসক্রিমের বক্স বের করলাম।ভীষণ লোভনীয় ভাবে আইসক্রিম বানিয়েছেন রঙ্গিন কাগজ দিয়ে। দারুণ চমৎকার হয়েছে আপনার আইসক্রিম তৈরি পদ্ধতি। ধাপে ধাপে সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন বানানো পদ্ধতি। ধন্যবাদ আপনাকে।

 last month 

সত্যি আপু এই গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। আর সবাই আইসক্রিম খাওয়ার চেষ্টা করে। অনেক অনেক ধন্যবাদ আপু নিজের মূল্যবান মন্তব্যের জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last month 

আমার তৈরি করা কাগজের আইসক্রিম আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last month 

আপু আপনার আইসক্রিম বানানোর সময় আইসক্রিম খাওয়ার কথা মনে হলো আর আমি আইসক্রিম খেয়ে নিলাম 🤩। যাই হোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আইসক্রিম তৈরি করেছেন। এমন আইসক্রিম দেখলে খেতে তো ইচ্ছে করবেই। যেই গরম পড়েছে দুপুর হলেই আইসক্রিম খেতে ইচ্ছে করে। আপনার আইসক্রিমের অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

সত্যি আপু আইসক্রিম বানানোর সময় আমারও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তাই তো সুন্দর করে কাগজের আইসক্রিম বানানোর চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

এই গরমের সময় কিন্তু আইসক্রিম খেতে সবার কাছেই ভালো লাগবে। গরমের সময় আইসক্রিম খেলে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই গরমে আইসক্রিম খেতে। আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর আইসক্রিম তৈরি করে নিলেন। দুটি ভিন্ন কালার আইসক্রিম দেখে তো মনে হচ্ছে সত্যি কারের আইসক্রিম ছিল। এগুলো কাগজের আইসক্রিম হলেও, আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করতেছে, দেখে খুব লোভ লেগে গিয়েছে। সব মিলিয়ে সুন্দর হয়েছে আপনার তৈরি করা আইসক্রিম গুলো।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া এই গরমের সময় আইসক্রিম খেতে সবাই পছন্দ করে। আর আমার কাছেও বেশ ভালো লাগে। মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরির অরিগ্যামি বেশ দারুন ভাবে তৈরি করে শেয়ার করেছেন। আমার কাছে আপনার তৈরি পোস্ট দেখতে বেশ অসাধারণ লেগেছে। আপনার তৈরি পোস্ট দেখে আইসক্রিম খেতে বেশি ইচ্ছে করছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার তৈরি করা কাগজের আইসক্রিম আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশের জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি আইসক্রিম তৈরি করেছেন আপু। গরমের মধ্যে এই আইসক্রিম গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। বেশ ভালো লাগলো আপনার আইসক্রিম তৈরি দেখে। উপরের দিকে আঁকাবাঁকা অংশটুকু বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

কাগজ দিয়ে সুন্দর এই আইসক্রিম তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে আপু। আর আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। উপরের আঁকাবাঁকা অংশটুকু আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last month 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দুইটি আইসক্রিমের অরিগ্যামি তৈরি করেছেন। দুইটি আইসক্রিমই দেখতে অনেক চমৎকার লাগছে। দেখতে একদম বাস্তব আইসক্রিমের মতোই লাগছে।রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর এই অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার তৈরি করা কাগজের আইসক্রিম গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last month 

এই গরমে ঠান্ডা কিছু দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। আপনার কাগজ দিয়ে বানানো আইসক্রিম টি একদম বাস্তব এর মতো লাগছে।অনেক সুন্দর করে তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া এই গরমে ঠান্ডা কোন কিছু দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। আর খেতেও ভালো লাগে। তাই তো আইসক্রিম তৈরি করার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70572.77
ETH 3817.08
USDT 1.00
SBD 3.53