|| লাইফ স্টাইল : অনেকদিন পর বান্ধবীর সাথে খাওয়া - দাওয়া ||

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। গরমে যদিও হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। তবুও মাঝে মধ্যে আমার একটু ভারী খাবারই খাওয়া পড়ছে। এগুলো আসলে গরমের ছুটির কারণে। কলেজ লাইফের বন্ধু বান্ধবীদের সাথে এখন আর দেখা হয় না, কারণ যে যার মতন অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে এখন। কিন্তু গরমের ছুটি পড়েছে তাই যে যার বাড়িতেই রয়েছে। তাই হঠাৎ করেই ঠিক হলো এক বান্ধবীর সাথে একদিন দেখা করবো। সেইমতো বেশ কিছুদিন আগে তার সাথে দেখা হয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটি ছোটখাটো রেস্টুরেন্টে, অল্প কিছু খাওয়ার জন্য। যেহেতু তার বাড়ি অনেকটাই দূর, তাই তার পক্ষে না খেয়ে ভারী কিছু না খেয়ে থাকাটা অসম্ভব ছিল। সেই জন্যই মূলত এই খাওয়া দাওয়া।


1000046551.jpg


আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ ফিঙ্গার, দুটো মটন বিরিয়ানি আর দুটো কোলড্রিংস। যেহেতু আমার বাড়ি অনেকটাই কাছাকাছি তাই আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা ছিল না, টুকটাক কিছু স্ন্যাকস আইটেম খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সে যেহেতু অনেক দূর থেকে এসেছে, তাই বাধ্য হয়েই খেতে হল। প্রায় আট মাস পর দেখা হল এই বান্ধবীর সাথে আমার, তাই বেশ খুশি হয়েছিলাম তার সাথে দেখা হওয়ার পর। যাইহোক,ফিশ ফিঙ্গারটা আমার পছন্দের আইটেম ছিল, মটন বিরিয়ানিটা তার পছন্দের আইটেম ছিল আর কোল্ড ড্রিংকস এই গরমের দিনে দুজনেরই পছন্দের আইটেম ছিল।


1000046542.jpg


1000046543.jpg


এটি হলো আমার পছন্দের ফিশ ফিঙ্গার। বর্তমানে ফিশ ফিঙ্গার আমার খুব প্রিয় আইটেম গুলোর মধ্যে একটা হয়ে গিয়েছে। আগে যদিও মাছের আইটেম গুলো খুব একটা পছন্দ করতাম না। তবে এখন বেশ ভালো লাগে। ফিঙ্গারটা খেতে সত্যিই খুব ভালো ছিল। এর ভিতরে সুন্দর একটা কোটিং ছিল, আর ভিতরে পুরোটাই মাছ দিয়ে ভরা ছিল। যদিও অনেকদিন আগে গিয়েছিলাম বলে এর দামটা আমার ঠিক মনে নেই, তবে ২৫০ টাকার আশেপাশে ছিল। এর সাথে যে সস দিয়েছিল সেটাও বেশ ভালো লাগছিল খেতে। খাবারটা আসতে খুব একটা দেরি হয়নি, অর্ডার করার ১০ মিনিটের মধ্যেই এটা সার্ভ করেছিল।যাইহোক,ফিশ ফিঙ্গার টা আমার মনের মতন পেয়েছিলাম তাই আমি খুব খুশি ছিলাম।


1000046545.jpg


আমরা দুই প্লেট মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। এটা ছিল আমার বান্ধবীর পছন্দের আইটেম। আমিও মটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি , তবে এত গরমে এই আইটেমটা আমি খেতে চাইনি। তবুও কিছুটা বাধ্য হয়েই খেয়েছিলাম। বিরিয়ানিটা আসতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, প্রায় ৩০ মিনিট।ততক্ষণে আমরা ফিশ ফিঙ্গার খেয়ে একটু ওয়েট করছিলাম বিরিয়ানির জন্য। আশা করেছিলাম সেটিও খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তবে সেটা আমাদের আশানুরূপ ছিল না। যদিও আমরা সকলেই জানি প্রতিদিনের রান্নায় একটু আধটু ভুল হতেই পারে। যাইহোক বিরিয়ানি টা, খেতে মিষ্টি মিষ্টি লাগছিল। সেই জন্য ভালো লাগছিল না খেতে। আমরা দুজনেই বিরিয়ানিটা খেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলাম। এক এক প্লেট বিরিয়ানি দাম পড়েছিল ৩০০ টাকা করে। পুরো টাকাটাই নষ্ট হলো আরকি। তবে কেউ তো আর ইচ্ছে করে খারাপ রান্না করে না। কখনো কখনো ভুল হয়ে যায়।


1000046544.jpg


যাইহোক, সবশেষে আমরা দুটো কোলড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। গরমে এটাই ছিল সবচেয়ে উপভোগ্য খাবার। কোল ড্রিংসটা খেয়ে এই গরমে দুজনেই বেশ শান্তি পেয়েছিলাম। এক একটা কোল্ড্রিংসের দাম পড়েছিল ৫০ টাকা করে। সবমিলিয়ে দিনটা বেশ ভালোই ছিল। অনেকদিন পর পুরনো বান্ধবীর সাথে দেখা হলে সময় যেন তাড়াতাড়ি চলে যায়। যাইহোক,সে যেহেতু দূর থেকে এসেছিল তাই সন্দেহ হতে না হতেই বেরিয়ে পড়েছিল। আর আমিও তখন বাড়ি ফিরে এসেছিলাম।


পোস্ট বিবরণলাইফ স্টাইল
ডিভাইসpoco m6 pro
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

প্রায় আট মাস পর প্রিয় বান্ধবীর সাথে দেখা, আর দেখা হওয়ার পর দুজনে মিলে বেশ তো ভুঁড়ি ভোজন করলেন দিদি। মাটন বিরিয়ানি আবার ফিশ ফিঙ্গার খুব মজার খাবার খেয়েছেন দুজনে মিলে। লোভনীয় খাবার খেয়েছেন, সুন্দর সময় কাটিয়েছেন, আর সে বিষয়ে দারুন পোস্ট উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

হ্যাঁ ভাই, খাবার গুলো খুবই লোভনীয় ছিল। যদিও বিরিয়ানির স্বাদটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাইহোক, তাও বেশ ভালো সময় কেটেছিল।

 last month 

প্রায় আট মাস পর যদি প্রিয় বান্ধবীর সাথে দেখা হলে সে তো বেশ আনন্দের বিষয়। এখন তো যে কোন মিট আপ মানেই রেস্টুরেন্ট! আর সেখানে গিয়ে ফিস-ফিঙার বেশ মন মতোই পেয়েছিলেন! আর মেইন আইটেম যদি মন মতো না হয় খেতে, তবে যে কেমন লাগে, সে আর না বলি। তবে সবমিলিয়ে বান্ধবীর সাথে দেখা করে নিশ্চয়ই বেশ ভালো সময়ই কাটিয়েছেন৷

 last month 

হ্যাঁ দিদি,ফিশ ফিঙ্গারটা খেতে ভালো ছিল। তবে মেন আইটেমটা ভালো না হলে আসলে পুরো প্ল্যান টাই নষ্ট হয়ে যায়। যাইহোক, বান্ধবীর সাথে দেখা করে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেকদিন পরে তাহলে বান্ধবীর সঙ্গে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছেন তবে খুবই খারাপ লাগলো যে বিরিয়ানিটা খুব একটা বেশি সুস্বাদু ছিল না। তবে এটাও সত্য যে কেউ তো আর ইচ্ছে করে রান্না খারাপ করে না মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধেই হতাশা জনক রান্না হয়ে যায়। যাইহোক দুজনের কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের সকলের মাঝে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে , পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

আপনি তো দেখছি প্রায় অনেক মাস পরে আপনার বান্ধবীর সাথে দেখা করেছেন। আসলে তিনি দূর থেকে যেহেতু এসেছে তাই ভারি কিছু খেয়ে ভালোই করেছেন। কিন্তু মাটন বিরিয়ানির কথা শুনে অনেক খারাপ লাগলো। মিষ্টি যদি লাগে তাহলে খেতে আর ভালো লাগে না। মাটন বিরিয়ানি খেতে আমি অনেক বেশি ভালোবাসি। যদিও মাটন বিরিয়ানি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তবে এটা খেতে মিষ্টি লেগেছিল বিষয়টা অনেক খারাপ লেগেছে। যাই হোক এই গরম কিন্তু কোলড্রিংস খেতে ভালোই লাগে। খাবার শেষ করে কোলড্রিংস খেয়ে নিশ্চয়ই তৃপ্তি পেয়েছিলেন।

 last month 

হ্যাঁ আপু, বিরিয়ানিটা খেতে মিষ্টি ছিল সেই জন্য একটু মন খারাপ হয়েছিল। তবে শেষে কোলড্রিংসটা খেয়ে খুবই ভালো লেগেছিল।

 last month 

ফিশ ফিঙ্গার আপনার প্রিয়জনে বেশ ভালো লাগলো। আসলে মাঝে মধ্যে বন্ধু বান্ধবীদের সাথে চলাচল ও খাওয়া দাওয়া করার মধ্যে আনন্দ রয়েছে। বেশ দারুন মুহূর্ত কিন্তু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আশা করি এই মুহূর্তে বেশি ইনজয় করেছেন এবং বেশ আনন্দঘন মুহূর্ত ছিল আপনার জন্য। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last month 

ঠিকই বলেছেন ভাই,মাঝে মধ্যে বন্ধু-বান্ধবের সাথে বেরিয়ে একটু খাওয়া দাওয়ার মাঝে আলাদা আনন্দ আছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

বাহিরে গিয়ে খাওয়া-দাওয়া করতে আমার কাছে খুব ভালো লাগে। বাহিরে হালকা কোন কিছু খেতে যেমন ভালো লাগে, তেমনি ভারি খাবার খেতেও অনেক ভালো লাগে। বাহিরে খাওয়া-দাওয়া করার মধ্যে আলাদা রকম একটা আনন্দ থাকে। আর যদি ফ্রেন্ডের সাথে বসে খাবার খাওয়া হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগবে। ফিশ ফিঙ্গার আপনি অনেক পছন্দ করেন এটা তো বুঝতেই পারতেছি দেখে। আসলে নিজের পছন্দের খাবার রেস্টুরেন্টে গিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে মাটন বিরিয়ানি মিষ্টি লেগেছিল খেতে বিষয়টা খারাপ লাগলো। শেষে কোল ড্রিঙ্কস খেয়ে ভালো লেগেছে মনে হয়। আপনার কাটানো মুহূর্তটি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last month 

হ্যাঁ ভাই, বাইরে গিয়ে মাঝেমধ্যে রেস্টুরেন্টে খেতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

৮ মাস পর যেহেতু বান্ধবীর সাথে দেখা হয়েছে, তার মানে এরকম খাওয়া-দাওয়া হওয়াটাই স্বাভাবিক। ফিশ ফিঙ্গারটা আমারও অনেক পছন্দের একটা আইটেম দিদি। তবে বিরিয়ানিটা যে তোমাদের ভালো লাগেনি, এটা শুনে খানিকটা কষ্ট পেলাম। এটা ঠিক কথা যে , বিরিয়ানি মিষ্টি হলে খুব বেশি একটা ভালো লাগে না। যাইহোক, তোমরা যে সুন্দর সময় কাটিয়েছো এবং টুকটাক খাওয়া-দাওয়া করেছো, এটা জেনে ভালো লাগলো।

 last month 

হ্যাঁ ভাই, মিষ্টি হলে বিরিয়ানিটা খেতে আসলেই ভালো লাগে না। তবে ফিস ফিঙ্গারটা খেতে বেশ ভালোই ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

তবে ফিস ফিঙ্গারটা খেতে বেশ ভালোই ছিল।

যাক, একটা খাবারের আইটেম তো ভালো ছিল, এটা ভালো কথা দিদি।

 last month 

অনেকদিন পর বান্ধবীদের সাথে খাওয়া-দাওয়া করার সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম একটি মুহুর্ত দেখে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আপনি সবকিছু এখানে ফুটিয়ে তুলেছেন৷ খুব সুন্দর ভাবে বর্ণনাও করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 last month 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.030
BTC 70976.53
ETH 3850.58
USDT 1.00
SBD 3.48