ভাইকে নিয়ে চোখের ডাক্তারের শরণাপন্ন||

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG-20240317-WA0004.jpg

আজকে যে বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আমার ভাইয়ের খুব ছোট থেকেই চোখে এলার্জি সমস্যা শুরু হয়েছে ।যখন ৪-৫ বছর বয়স ছিল তখন এন্ড্রোয়েড মোবাইল দিয়ে বেশি গেইম খেলায় চোখের পাওয়ার কমে গিয়েছিল তাই চশমা দিয়েছিল ডাক্তার ।দুই তিন বছর যাবৎ চশমা ব্যবহার বাদ দিয়েছে ভালো লাগেনা নাকি এজন্য।মাঝে মাঝে যখন এলার্জি বেড়ে যেত তখন ড্রপ ব্যবহার করতো কিছুদিন।তো কয়েকদিন যাবৎ এলার্জি সমস্যা বেড়ে গিয়েছে হঠাৎ করেই চোখ রক্তবর্ণ ধারণ করেছে।

তাই আজকে ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম।আমি যেখানে দেখিয়েছিলাম সেখানেই নিয়ে গিয়েছিলাম।এখানে সিরিয়াল এর সেইভাবে কোনো পেরা নেই।ফরিদপুর আরো কয়েকজন ডাক্তার রয়েছে সেখানে সিরিয়াল ভোগান্তি আরো কিছু সমস্যা রয়েছে।তাই এখানেই নিয়ে গিয়েছিলাম নিরিবিলি যাতে দেখিয়ে আসতে পারি।সকাল সাড়ে ১১ টার দিকে বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই।ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে ফোন দিয়ে সিউর হয়ে গিয়েছিলাম দেখবে কিনা।আমাদের গিয়ে খুব একটা দেরি করতে হয়নি।একটা রোগী দেখার পরই আমার ভাইকে দেখলেন ।

IMG-20240317-WA0000.jpg

প্রথমে দূরের অক্ষর গুলো দেখতে দিলেন ভাইকে সেখানে একটু চোখে সমস্যা দেখা দিয়েছে।তাই চশমা ব্যবহারের কথা বলেছিলেন প্রথমে।তারপর আবার চোখ পরীক্ষা করে দেখলেন ভয়াবহ এলার্জি আমার ভাই এর।এজন্য আগেই চশমা দিলেন না আগে এলার্জি ঠিক হওয়ার জন্য কিছু মেডিসিন দিয়েছেন।সেগুলো নেওয়ার পর ১৪ দিন পর আবার যেতে বলেছেন।এই মেডিসিন গুলো নেওয়ার পর চোখ ঠিক হয়েও যেতে পারে।তাই চশমা আগেই না দিয়ে শুধু মেডিসিন এবং কিছু নিয়ম নীতি মেনে চলতে বললেন।এলার্জি জাতীয় খাবার খেতে নিষেধ করলেন,ধুলাবালি চোখে যাতে না যায় সেজন্য সানগ্লাস ইউজ করতে বললেন এই কদিন।এই এলার্জি সমস্যা দূরীকরণে ৯৭ পার্সেন্ট মেডিসিন কাজ করে আর তিন পার্সেন্ট খাওয়া দাওয়া ইত্যাদি চলাফেলার উপর।ডাক্তারের চেম্বারের সাথেই তার নিজের ফার্মেসি রয়েছে তাই সেখান থেকে একবারে মেডিসিন গুলো নিয়ে এসেছিলাম।মাত্র দুই ঘণ্টার মধ্যেই আমরা বাসায় ফিরে এসেছিলাম।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসঅপো এ ৫৭
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 17th March,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনার ভাইয়ের তো মারাত্মক চোখের এলার্জি হয়েছে তাহলে! যেহেতু চোখ একদম লাল হয়ে গেছে! ডাক্তারের কথা মতো ওষুধ খেলে এবং নিয়মগুলো মেনে চললে আশা করছি দ্রুতই সেরে যাবে। চোখের সমস্যার জন্য ১৪ দিনও আসলে বেশ লম্বা সময়! আপনার ভাই এর দ্রুত সুস্থতা কামনা করি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার ভাইয়ের চোখের সমস্যা নিয়ে আপনার যত্ন ও সচেতনতা প্রশংসনীয়। আপনার লেখনীতে আন্তরিকতা ও ভালোবাসা স্পষ্ট প্রতিফলিত হয়েছে, যা পাঠকদের মন ছুঁয়ে যায়। আপনার ভাইয়ের দ্রুত সুস্থতা এবং আপনার লেখালেখির পথে আরও সাফল্য কামনা করি।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

এত অল্প বয়সে চোখের তো ভালোই সমস্যা হয়েছে। বিশেষ করে এলার্জিজনিত কারণে আরো সমস্যা বেশি দেখা দিয়েছে। সেজন্য মোবাইল বা ল্যাপটপ এগুলো কম চালাইতে হবে। তাছাড়া ভবিষ্যতে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে পারে। এলার্জিজনিত খাবার না খেলে ইনশাল্লাহ তেমন একটা সমস্যা হবে না । দোয়া করি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি ভাইয়া ভালোই সমস্যা হয়েছে,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দ্রুত আপনার ভাইয়ের সুস্থতা কামনা করতেছি। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলা বেশি আসক্ত হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু এটাই ব্যাপক প্রভাব পড়তেছে। আমার চোখে দেখা এরকম হয়েছে যে, ছোটকাল থেকে গেম খেলতো প্রচুর। সে এখন মানসিক রোগী হয়ে গিয়েছে। আমাদের প্রতিটা অভিভাবকের উচিত। বাচ্চাদের ফোন না দেওয়া প্রাপ্তবয়স্ক না হলে,তাদের দেখভাল করা বাপ-মার দায়িত্ব। যাইহোক অনেক খারাপ লাগতেছে ফোনের আসক্তি হওয়ার কারণে তার এরকম সমস্যা হয়েছে। সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। এই ফোন থেকে দূরে থাকে। সুন্দর জীবন গঠন করতে পারে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

আপনার ছোট ভাইয়ের চোখের সমস্যার কথা জেনে খুবই খারাপ লাগলো, আপনাদের দু'ভাইবোনেরই তো দেখছি তাহলে চোখে এলার্জি সমস্যা রয়েছে এর আগেও শুনলাম আপনার চোখে সমস্যা হয়েছে। যাইহোক অবশেষে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং চোখ পরীক্ষা করে সেখান থেকে ওষুধ নিয়ে বাসায় ফিরেছেন জেনে ভালো লাগলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। শুভকামনা রইল আপনার ভাইয়ের জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি আমাদের প্রত্যেকেরই এলার্জির সমস্যা রয়েছে ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

চোখ হলো আমাদের শরীরের একটা বড় অংশ ৷ চোখ বিহীন পুরো পৃথিবী অন্ধকার ৷ আপু ভালো ডাক্তার দেখে চিকিৎসা নিন ৷ কারন ছোট্ট অবহেলা বড় বিপদ এনে দিতে পারে ৷ সর্বোপরি বলবো আপনার ভাইয়ের চোখ ভালো হোক এমনটাই প্রত্যাশা করি ৷

 2 months ago 

জি ভাইয়া , ধন্যবাদ আপনাকে।

 2 months ago (edited)

বাচ্চাবেলায় এন্ড্রোয়েড মোবাইল ব্যবহারে বেশি আসক্ত হয়ে পড়লে খুবই প্রভাব পড়ে চোখের।তবে প্রাথমিক পর্যায়ে চশমা নিয়মিত পড়লে এই সমস্যায় পড়তে হতো বলে আমার মনে হয় না।যাইহোক চোখ খুবই গুরুত্বপূর্ণ অংশ মস্তিষ্কের।তাই আশা করি আপনার ভাই এই সমস্যা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে।শুভকামনা অবিরাম।

 2 months ago 

জি আপু মোবাইল বেশি ইউজ করলে প্রবলেম হয় বাচ্চাদের।

 2 months ago 

কয়েকদিন আগে আমার মেয়েকেও চোখে এলার্জির সমস্যার কারণে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম।আপনার ভাই এর তো ভালোই সমস্যা। আসলে এলার্জি খুব খারাপ একটি সমস্যার মধ্যে অন্যতম।এলার্জি আছে এমন খাওয়াদাওয়া ধুলাবালি থেকে দূরে থাকতে হয়।আপনার ভাই এর সুস্থতা কামনা করছি।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

এলার্জি থাকলে অনেক মেনে চলতে হয় আপু,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

চোখে এলার্জি হলে যে কত সমস্যা হয়, তার কিছুটা অনুমান আমার জানা আছে আপু। তবে অল্প বয়স থেকে মোবাইলে গেম খেললে বা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে চোখের নানা ধরনের সমস্যা হয়, এ কথা কিন্তু সত্যি। তাই আমাদেরই সবসময় সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। তবে আপনার ভাইকে যেহেতু ডাক্তার ওষুধ দিয়েছে, আশা করি এগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যাবে আপনার ভাই।

 2 months ago 

জি ভাইয়া এলার্জি হলে প্রবলেম হয় অনেক চোখে,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67241.02
ETH 3727.25
USDT 1.00
SBD 3.77